![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
দাও ফিলিস্থিন শিশুদের মুক্ত বাঁচার অধিকার
মুক্ত জগত কেন ? অবরুদ্ধ কি জবাব তার
নিষ্পাপ বয়স ফুলের মত উটবে যখন বেড়ে
সেথা এখন ইজ্রাইল হায়না নেয় জান কেড়ে ।
গাঁজায় শিশুদের প্রান অকালে গেল ঝরে
দুধের বদলে তাদের মুখে বিষের পেয়ালা ধরে
শত শত অবলা নারি আজ রক্তে লালে লাল
মুক্ত বাতাস রুদ্ধ হয় তাদের মৃত্যু অকাল ।।
নিজ ভূখণ্ডে ফিলিস্থিন রুদ্ধ মানবতা হয় লীন
ইজ্রাইল শকুনের লোভের দৃষ্টি বাড়ে মৃত্যু বীণ
বিশ্ব মোড়লেরা নিরবে দেখে যায় হয়না প্রতিবাদ
নিষ্পাপ নারি শিশুদের মৃত্যু যেন প্রলয় তূর্যনাদ ।
এস সবে একই আওয়াজ তুলি যুদ্ধ বন্ধ চাই
নিষ্পাপ প্রানের অভিশাপ যজ্ঞে ধংশ আসবে তাই ।।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু কমেন্টে নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
কমিউনিস্ট বলেছেন:
নিজ ভূখণ্ডে ফিলিস্থিন রুদ্ধ মানবতা হয় লীন
ইজ্রাইল শকুনের লোভের দৃষ্টি বাড়ে মৃত্যু বীণ
বিশ্ব মোড়লেরা নিরবে দেখে যায় হয়না প্রতিবাদ
নিষ্পাপ নারি শিশুদের মৃত্যু যেন প্রলয় তূর্যনাদ ।
.....অসাধারণ লিখেছেন!