![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
হে বাংলার স্বাধীনতা
**************
হে বাংলার স্বাধীনতা তুমি একটি ভোরের নতুন উদয় সূর্য
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের মুক্তির কঠিন শপথ রনতুর্য ।
হে বাংলার স্বাধীনতা তুমি বাঁচার মত বাঁচতে চাই শানিত শ্লোগান
মুক্তিযুদ্ধের ডাক সাড়ে সাত কোটি বাঙ্গালীর প্রানবন্ত ঐক্যতান ।
হে বাংলার স্বাধীনতা , তুমি পাকিস্থানি বেনিয়া শাসকদের যম
একটি লাল সবুজের পতাকা উদিত বাতাসে ক্রীড়ারত হরদম ।
হে বাংলার স্বাধীনতা তুমি ৫২ , ৬৯ ইতিহাসের পূর্বাপর রক্তিম
২৫ শে মার্চের কালরাত পাকিস্থানিদের বর্বর গুলি ঘুমত শয্যা অন্তিম ।
হে বাংলার স্বাধীনতা এল ভয়াল একাত্তর শুরু হল মুক্তিযুদ্ধ
৯ মাস শেষে অনেক বীরের রক্ত ঝরিয়ে হল দেশ মুক্ত ।
হে বাংলার স্বাধীনতা , তোমায় উদ্ধারে কত প্রানের বলিদান
আজও স্মৃতির মিনার জননীর বক্ষে মাথা তুলে নিরবে অম্লান ।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বিজয় ,শুভকামনা ।
২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১
ব্লগার মুজাহীদুল ইসলাম বলেছেন: লেখাটা অসাধারন
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা , ভাল থাকবেন ।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
গেম চেঞ্জার বলেছেন: আপনে এত কম আসেন কেন?
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , নিয়মিত হওয়ার চেষ্টা থাকল ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
hou you doin buddy?
shadhinotar shuveccha
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: নিশ্চই ভাল; আছ , ধন্যবাদ
৫| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৩
কালনী নদী বলেছেন: খুব সুন্দর স্বাধীনতার কবিতা।
৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৫
কালনী নদী বলেছেন: হে বাংলার স্বাধীনতা তুমি একটি ভোরের নতুন উদয় সূর্য
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের মুক্তির কঠিন শপথ রনতুর্য ।
হে বাংলার স্বাধীনতা তুমি বাঁচার মত বাঁচতে চাই শানিত শ্লোগান
মুক্তিযুদ্ধের ডাক সাড়ে সাত কোটি বাঙ্গালীর প্রানবন্ত ঐক্যতান ।
হে বাংলার স্বাধীনতা , তুমি পাকিস্থানি বেনিয়া শাসকদের যম
একটি লাল সবুজের পতাকা উদিত বাতাসে ক্রীড়ারত হরদম ।
খুব সুন্দর কবি ভাই।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য । একরাশ ফুলেল শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২
বিজন রয় বলেছেন: বহুদিন পর লিখলেন।
ভাল লাগল।
++++