![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
** এল বৈশাখ , শুভ বারতায় পুস্প ফসলে
তাই উৎসবে মুখরিত সকলে ।
কৃষাণের মুখে হাসি নতুন ধানের গন্ধে
নাচে বালিকা নুপুর পায়ে নানা ছন্দে
বটছায়ে মন মাতানো গান গায় বাউলে ঐ
বসে কোথাও কভু গ্রাম্য মেলা
চলে কেনা বেচা সারাবেলা
পান্তা ইলিশ খায় বাঙালি দলে দলে ঐ
দেশজুড়ে পড়ে সাড়া কতনা আনন্দ জাগে
কতনা জলসায় হাসি খুশি রঙ ভাল লাগে
নতুন বছরের নতুন দিনে সবাই হালখাতা খুলে
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
ডি মুন বলেছেন: প্রিয় পরিবেশ বন্ধু
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের।
শুভে নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ডিমুন শুভনববর্ষ ।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
বন্ধুর পোস্ট মিস করসিলাম শীট!
১৪২৩ বঙ্গাব্দের শুভেচ্ছা বন্ধু।
কি খবর-টবর? ব্লগে কম দেখা যায় যে?
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: মুন নিশ্চই ভাল আছ । শুভনববর্ষ ।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
জ্বী।
জবাব দিলেন না তো। ব্লগে কম দেখা যায় কেন?
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: কাজের তাগিদে ব্লগে কম আসি , আবার নিয়মিত হয়ার চেষ্টা করব । ভাল থাক শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।