![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
*মায়ের দোয়া *
মধু ভরা এমন হাসি কোথা খুজে পাই
জগতে মা তোর তুলনা যে নাই
সকল শুন্য তোমা ছাড়া
তোর হাসি যে চাঁদ তারা
দেখলে একবার হাসির সে মুখ
জুড়ায় যে অন্তরা
আমি দেখব এমন মধু হাসি নয়নে সদাই ।
কাছে থাকলে প্রদিপ জ্বলে
না দেখলে আধার
শুনে তোমার মধুর বানী
প্রানে আঁকি আসার সঞ্চার
থাকলে সাথে মায়ের দোয়া কোথাও ভয় নাই ।
০৮ ই মে, ২০১৬ রাত ১১:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছি । তুমি নিশ্চই ভাল / শুভ কামনা ।
২| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:০৫
শায়মা বলেছেন: ভাইয়া অনেকদিন পর দেখলাম তোমাকে। কেমন আছো? কবিতা অনেক ভালো লেগেছে।
০৯ ই মে, ২০১৬ রাত ১১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: হা অনেকদিন পরই , ভাল আছি শায়মা । সাহিত্য ভাবনা তারিয়ে বেড়ায় , তাই লুকুচুরি । ভাল থাক ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ রাত ১১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: বন্ধু কেমন আছেন?