![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
নাতে রাছুল
আল্লাহর দুস্ত পেয়ারা নবীজী
ইমানেরি মুল
পড় দরুদ ছাল্লেয়ালা মোহাম্মাদ রাছুল
যাকে সৃষ্টি না করলে
সৃষ্টি হইতনা ত্রিভুবন আসমান যমিন সকলে
তার খাতিরে পয়দা যত রহমতেরও ফুল
যার নুরের আলোকে
ঝলমল ঝলমল করে আলো দ্যুলোক ভুলোকে
ইসলাম এল কোরআন এল তার রিছালাতের বুল
যিনি রহমতের ভাণ্ডার
মুমিনেরে পথ দেখালেন দিয়ে নামায রোযা উপহার
তার দিদারে জান্নাত মিলে মুক্তি দুজাহানের কুল
১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , নিয়মিত হবার ইচ্ছা আছে । নিশ্চই ভাল আছ বিজয় রয় ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৬ রাত ৯:২৭
বিজন রয় বলেছেন: অনেক দিন পর লিখলেন।
নিয়মিত হবেন নাকি?