![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ওরা ঘৃণ্য শকুন
**************
হটাৎ শুকুন ,ওঁদের নখরে রক্তের দাগ
চক্ষু শোণিত বর্ণ
দাতাল প্রাগৈতিহাসিক জন্তুর মত ওরা
নিমিষেই প্রান করে চূর্ণ
ভাল মানুষ সেজে হোটেলে টুকে
ঘটাল একি কাণ্ড
বিদেশীদের জিম্মি করে অশ্রের মুখে
কর্ম করে পাষণ্ড ।
বোমা ছেড়ে ১ম মেরে ফেলে পুলিশ
আতংকে অতিস্ট জনতা
প্রশাসন নামে বিদেশীদের উদ্ধার অভিযানে
শুরু হয় কৌশল বনিতা ।
১২ ঘণ্টা অভিযান শেষে মুক্ত হয় ১৩ জন
সন্ত্রাসীরা মরে গুলিতে
আসল খব্র আসে জিম্মি দেশি বিদেশি
কেউ পারেনা বাঁচতে ।
এদের মধ্য ৯ ইতালিয়ান ৬ জাপানি
ভারত ১ জন
সরকার এদের জন্য করে ্রাস্টীয় শোক ঘোষণা
ধিক্কার দিল বিশ্বস্বজন ।
২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১:২৪
কালনী নদী বলেছেন: সহমত জানবেন। পাল্টিয়ে সামসাময়িক বিষয় তুলে এনেছেন। বুদ্ধিদীপ্ত।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৭
কালনী নদী বলেছেন: ভাই, লেখাটা দুইবার হয়ে গেছে মনে হয়। থাক।