![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ঈদ মোবারক
************
বাকা চাঁদ নীল আকাশে
ঈদ মোবারক ঈদ আসে
আনন্দ তাই ঘরে ঘরে
খুশি বহে সবার অন্তরে
কুলাকুলি করে ভালবেসে
ঈদ মোবারক ঈদ আসে ।
আজি বিশ্বের যত মুসলমান
গাইবে খোদার গুণগান
ধনি গরিবের বিভেদ বিনাশে
ঈদ মোবারক ঈদ আসে ।
তাই মহব্বতের সওদা লয়ে
দান খয়রাত দেয় বিলিয়ে
থাকি সবাই সবার পাশে
ঈদ মোবারক ঈদ আসে ।
০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু ঈদ হোক সবার জন্য আনন্দময় ।
২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ুভেচ্ছা তোমাকেও বোন ।
৩| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬
কালনী নদী বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কালনি নদী , শুভেচ্ছা ইদি ।
৪| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০
আলম দীপ্র বলেছেন: ঈদ মোবারক ভ্রাতা !
আছেন কেমন ?
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ শুভেচ্ছা আলম । আছি ভাল । ঈদ হোক সুখময় ।
৫| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:২০
কল্লোল পথিক বলেছেন:
ঈদ মোবারক।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ শুভেচ্ছা বন্ধু
৬| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫০
কালনী নদী বলেছেন: তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫১
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।