![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
তুমি চাইলেই বর্ষায় ভিজব
******************
তুমি চাইলেই বর্ষায় ভিজতে পারি
গৃহ আঙ্গিনায় এখন ভাসমান পানি
তুমি চাইলেই আজি ভাসিয়ে তরি
শুনতে পাব মৃদুমন্দ বৃষ্টির ধ্বনি
কলমিলতার কাছ থেকে দ্বার নেব ফুল
নদীর ঢেউ হটাৎ ছলকে পড়বে এসে
হাওয়ার বেঘ তরির মাঝে দেবে দুল
আমরা না হয় ভিজব খুব মজাসে ।
তুমি চাইলেই সাদাবকের মত উড়ব
বর্ষার জলতরঙ্গে আকাশে মেঘ ছুবে মন
সোনালী হাঁসের মত না হয় বিহঙ্গ হব
চুপি চুপি ভিজে হব একাকার কিছুক্ষন ।
এম। জি, আর মাসুদ রানা
২৫ ।৭। ২০১৬ ।
রোববার । img|http://s3.amazonaws.com/somewherein/pictures/suconabarta/suconabarta-1469375016-202bd8d_xlarge.jpg]
২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু ১ম কমেন্ট করার জন্য ।
২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৯
গেম চেঞ্জার বলেছেন: অসাম লাগলো বন্দু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আমারও বৃষ্টিতে ভিজতে ভাল্লাগে!!!!!!!!!!! চরম অনুভূতি ওটা!!!!!!!!!!!!
২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার , ভাল থাকা হোক সব সময়ের সাথি ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রোফাইলে লেখা, "পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।n "
-আপনি জন্ম নে্যার পর, পদ্যে কেঁদেছিলেন?