![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বধূ বরন
***********
ঘোমটা দিয়ে এলে এক যে বধূ
নম্রতা তার সাড়া অঙ্গে
লাল বেনারসি পড়ে মধু বসন্ত নিয়ে এল
আমারি নব বঙ্গে ।
কত যে ভালবাসার দোয়ার খুলে
কাছে এলে নব বধূ
সকল ভাবনা উড়ায়ে সে যে
সহসা আমারে করেছে যাদু ।
জীবনের রঙিন স্বপ্ন নিয়ে
আমারি বাসরে তার রাঙ্গা চরন
খুব ভালবেসে অবশেষে
করিলাম মোর বধু বরন ।
১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগল । ভাল থাকবেন ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০২
ডঃ এম এ আলী বলেছেন:
বধু বরনের জন্য এত সুন্দর কবিতা জীবনেও পড়ি নাই
মানব মানবীর তরে এর থেকে সুখের কিছু নাই
ধন্যবাদ সাথে শুভেচ্ছা জানাই
ভাল থাকুন সর্বদাই ।