![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
নিকে আমার ৭০০ পোস্ট পূর্ণ হল । সবাইকে জানাই একরাশ ফুলের পুস্পটিত শুভেচ্ছা । সাথে একটি ছবি
অপশন আমার সাথে আরেকজন কে ? ।
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু কমেন্ট করার জন্য। হ্যাপি ব্লগিং । ভাল থাকবেন ।
২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
নুর ইসলাম রফিক বলেছেন: অভিনন্দন পরিবেশ বন্ধু।
এর চেয়েও উন্নত,গতানুগতিক ধারাবাহিকতার বাহিরে গতিময় হোক আগামীর ব্লগিং ।
অনেক অনেক শুভ কামনা পরিবেশ বন্ধু।
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ অভিনন্দন বন্ধু । ধন্যবাদ উৎসাহ ব্যঞ্জক মন্তব্যর জন্য । ভাল থাকা হোক সব সময়ের সাথি ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
কবিতার জালে ধরা পড়েছেন একজন, দেখছি; অভিনন্দন।
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার জালে ধরা পড়েছেন একজন, দেখছি; অভিনন্দন ।
কমেন্টে শুভেচ্ছা ।
৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১০
সুমন কর বলেছেন: অভিনন্দন !! অভিনন্দন !!
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: নিশ্চয় ভাল আছ বন্ধু , কমেন্টে ধন্যবাদ । ভাল থাক সব সময় ।
৫| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: আপনার পোষ্ট পড়ে মুগ্ধ হয়ে ইনি কি পাশে আসল না গার্জিয়ানরা এনে দিল?
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ঐসব অভিভাবক শ্রেনির কম্ম । কমেন্টে ধন্যবাদ প্রামানিক । ভাল থাকেন ।
৬| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: পরিবেশ বন্ধু ,
৭০০ পোস্ট যেন ১০০০ এ গড়ায় সে কামনা করছি ।
নববধূকে স্বাগতম পরিবেশ বন্ধুর ঘরে । দুজনার সাংসারিক পরিবেশও যেন আরও সুন্দর হয়ে ওঠে , হয়ে ওঠে আনন্দময় ।
অভিনন্দন ।
১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , শুভকামনা ।
৭| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯
রক্তিম ঢাবি বলেছেন: দোয়া করছি যেন যত শ' পোস্ট তত সন্তানের জনক হন।
১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: আপনি কি জানেন না দুটি সন্তানই যথেষ্ট , মন্তব্য ধন্যবাদ ।
৮| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১১
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: ছবির সাথে ৭শ এর যোগাযোগের ভিত্তি কি?
১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বুঝলেন না সবই বাজিখেলা । নিকে আসার জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।
৯| ১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪২
কলাবাগান১ বলেছেন: বেতার যন্ত্র আবিস্কারের কাহিনী বোধ হয় ভাবী জানে না...জানিয়ে দিবেন
১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
পরিবেশ বন্ধু বলেছেন: জানবেনা কেন ? তোমাদের ভাবি সবজান্তা টাইপের । মন্তব্য ভাল লাগল; , ধন্যবাদ ।
১০| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: নব্বধুর জন্য গান
***********
বধূ তোমার একটু ছোঁয়া ফেলে
আহ্লাদে হৃদয় আমার
যায় তরিতে গলে ।
যখন সেঝে তাকিয়ে থাক কাজল কাল চোখে
লাজ্ রাঙ্গা হাসির ঝলক ছড়িয়ে দাও মুখে
কত ভাল লাগে তুমি কাছে এলে ঐ
আলতা রাঙ্গাও পায়ে , কভু খুপায় বাধ ফুল
মেঘের মত ছড়িয়ে রাখ কভু ঘন চুল
ভাল লাগে টুটের কোনে হাসি এলে ।
মধুর মধুর কথা তোমার শুনতে লাগে ভাল
একটু পরশ দেহ মনে জ্বালায় মোমের আলো
তোমায় নিয়ে কত স্বপ্ন মনে জ্বলে ।
..............আমার গানটা কেমন হয়েছে ভাই?
১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: তাই ত বলি আমার ডায়রির ভেতরে গানের পাতাটা গেলো কই ? ভাই কিছু মনে করবেন না হি হি হি ।।
১১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
১২| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৫
কালীদাস বলেছেন: সাতশ পোস্ট। খাইছে আমারে। আপনের চেয়ে তিন বছর বেশি এইখানে ঘুরঘুর কইরাও আপনের দশভাগের একভাগও লেখতে পারি নাই আইজও। ভাল।
ঠিকাছে, অভিনন্দন।
১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: উৎসাহ দেয়ার জন্য
আপনি অনন্য
হন লোক সমাজে ধন্য ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৯
ডঃ এম এ আলী বলেছেন: অভিনন্দন সাথের গুণীজনকে সহ ।
শুভেচ্ছা রইল