![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
কবিতা--১
নেতা ও চ্যালা
নেতা চলেন আগে আগে
পাছে চ্যালার দল
উঠতে-বসতে পা চাটে
এরাই নেতার আসল বল।
নেতা যদি হা করে
চ্যালারা মরে হাসির রোলে
মুখ কুচকায় যেমনি নেতা
চামচারা সব নাড়ে মাথা।
কি হলো স্যার? কি হলো হঠাৎ?
শরীরটা কি বেশী খারাপ?
রেস্ট নিবেন স্যার? শুবেন কি?
ডাক্তার ডেকে আনব কি ?
নেতা বলেন, হচ্ছেটা কি?
আমি কিছু বলেছি কি ?
শরীর আমার ঠিকই আছে
চেয়েছিলাম একা থাকতে।
বলতে গিয়ে পারলাম না বলতে
আগেই তোরা ঝাঁপিয়ে পড়লে
এখন যা তো সব তোরা
নিজকে নিয়ে আমি ভাবব তোড়া।
কবিতা-২
বেঁচে থাকার নিশ্চয়তা চাই
ভিক্ষা চাইনা, করুনা চাই না
বেঁচে থাকার গ্যারান্টি চাই
বিত্তের মোহাবিষ্ট ক্লেদাক্ত রাজনীতি
তোমাদের বেঁচে থাকার
অনুপ্রেরণা যোগায়।
কেড়ে নেয় আমাদের সুস্থ থাকার
সামান্য আয়োজনটুকু।
তবুও ভালো থাকি আমরা
বেঁচে থাকার মতো করে।
হাসি, আনন্দ করি
সময়ের বুকে আশার বীজ বুনি।
পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই
ঘরে ফেরার নিশ্চয়তা নেই
মূল্য বৃদ্ধির রাহুগ্রাস
খাবলে ধরেছে জীবনপাত।
তবুও বেঁচে আছি আমরা।
বেঁচে থাকতে চাই আরও ভালো করে
তাই তোমাদের ডাকে
শ্লোগানে শ্লোগানে মুখর করি প্রান্তর
মাঝে মাঝে জীবনের ঠিকানা হারিয়ে সেই প্রান্তেরে
হাসিমুখে ঘরে ফিরি আমরা।
বুকের পাঁজরের নীচে তখনও চলে
শ্লোগানের উন্মত্ত লাফালাফি
শুধু বদলে যায় সাজানো কথাগুলো।
বেরিয়ে আসে অবলীলায়
গগনবিদারী চিৎকারে
ভিক্ষা চাইনা, করুনা চাই না
বেঁচে থাকার নিশ্চয়তা চাই।
০৮ ই জুন, ২০১১ বিকাল ৫:১৫
সুফিয়া বলেছেন: কেমন আছেন রানা ভাই? কোন মন্তব্য ছাড়া আমার এই পোস্টটা কেমন যেন নিরাভরণ লাগছিল। আপনি সেটা পূরণ করলেন। ধন্যবাদ।
কিন্তু আপনার কোনতুন পোস্ট পাচ্ছি না কেন আজকাল? নাকি আমিই মিস করছি জানিনা।
আপনার প্রস্তাবের পক্ষে আমার একশত ভাগ সমর্থন রয়েছে। একটা উদ্যোগ নেন না। দেখি কি হয়?
২| ০৯ ই জুন, ২০১১ রাত ১২:২১
রানা বলেছেন: আমার সমস্যা আমি ঢাকা থাকিনা। বই কিভাবে প্রকাশ করতে হয় তা-ও জানি না। আগামী বইমেলায় আরও কিছু এই টাইপ কবিতা লিখে একটি ব্যতিক্রম ধর্মী কবিতার বই প্রকাশ করা যায় কিনা ভেবে দেখতে পারেন।
ভিন্ন প্রসংঙ্গ- আপনি সায়নের গান শুনেছেন? ওর কিছু ব্যতিক্রম ধর্মী গান আছে বাংলাদেশের রাজনীতি ও অন্যান্য বিষয় নিয়ে। পারলে শুনবেন।
জীবন ধর্মী গান গেয়ে নচিকেতা, অঞ্জন দত্ত কিন্তু মানুষের নজরে এসেছিলেন।
ইদানিং সামুতে আমারই কম আশা হয়। আই হেইট বাংলাদেশী পলিটিক্স এন্ড পলিটিশিয়ানস.... এখানে এই সব নিয়েই বেশী পোস্ট থাকে.....
০৯ ই জুন, ২০১১ সকাল ৯:৪৪
সুফিয়া বলেছেন: বই কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি। আমার বই যে প্রকাশনা থেকে বের হয় তাদের সাথে কথাও বলতে পারি। সমস্যা সেটা নয়। এ ধরনের আমার লেখা বেশ কিছু কবিতাও আছে। আরও কিছু জমলে চেষ্টা করব।
এই সমস্ত গান আমাকে বেশ টানে। নচিকেতা অঞ্জন দত্তআমার প্রিয় শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য।
আপনার শেষ কথাটার সাথে আমি একমত। আমিও বাংলাদেশের কাঁদা ছুড়াছুড়ির রাজনীতিকে ঘৃণা করি। সামুতে এ নিয়ে অপ্রয়োজনীয় ক্যাচাল হয় সেটাও সত্যি। আমি চেষ্টা করি নিজকে এ থেকে দূরে রাখতে। তাই বলে ছেড়ে যাব কেন? সবাই যদি ছেড়ে যায় তাহলে তো ঐসব ব্লগারদের দৌরাত্ব বেড়ে যাবে। এ সুযোগ আমরা তাকে দিব কেন? হতে পারে আমার আপনার ব্লগে সহজে কেউ প্রবেশ করবে না। তবু আমাদের চেষ্টাটা অব্যাহত রাখতে ক্ষতি কি? একদিন পরিবর্তন আসতেও পারে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১১ দুপুর ১২:২৫
রানা বলেছেন: দারুণ দু'টো কবিতা। বাংলাদেশের প্রেক্ষাপটে অতি সত্যি।
চরম বাস্তবতা বা জীবন ধর্মী এই টাইপের কবিতা নিয়ে একটি বই বের করলে কেমন হয় ?