নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
গত রাতে বাহার-কে ফাঁকি দিয়ে,
সারা রাত দরবারির সাথে ছিলাম।
সে কি অভিসার !!! আহা !!
আমাকে যেন ভূতে পেয়েছিলো।
সেই সুযোগে - সবকিছু নিংড়ে নিয়েছে সে।
৮ম প্রহর শেষে সে চলে গেছে; প্রায় নি:শব্দে, নীরবে
তার পরও - তার গন্ধ ছিল, ছায়া ছিল, রস ছিলো।
১ম প্রহরে ললিত এলো বটে; কিন্তু ওর সাথে আর জমল না।
কেন যেন অবশ দেহে - মেঘ আর মালকোষ হাতড়ে চললাম।
জানি উত্তরটা জানা। তারপরও ভবি - আমি কেন রহিলাম?
গোকুল ছাড়িয়া কালা চলে; চলে গেল শ্যাম।
আমি কেন রহিলাম?
সূর্যদেব আড়মোড়া ছাড়ে; ললিতের বিদায় প্রহর আসে।
তখন যেন আকাশ বেয়ে চুপ করে নেমে আসে কালার বাঁশি; আহির ভৈরবে।
সে আমাকে ঘরে রাখেনা, পরে রাখেনা, জাতে-কুলে কোথাও ছাড়েনা।
তারপরেও কিসের যেন নেশা, অভিশাপের মত, আমাকে নিয়ে চলে।
তোমা থেকে, দুর থেকে, আরও দুরে ..
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
সুফি ফারুক বলেছেন: ভয়ের কিছু নাই: এই চরিত্রগুলো শুধুই সুর, এই সবই সুরের নাম
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
সুফি ফারুক বলেছেন: ও- আর একটা কথা। এটা কিন্তু পদ্য না
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
বেলা চৌধুরী বলেছেন: কিছুই বুঝি নাই।
ভাবীর কোমড় এর বাঁক সুন্দর।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!
এতগুলো রাগ সঙ্গীত নিয়ে কাব্য করা!!!!
অনেক অনেক ভালো লাগা ভাইয়া!
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
শায়মা বলেছেন: বসন্ত বাহার
দরবারী কানাড়া
ললিত
মালকোষ
মেঘমলহার
আহির ভৈরব
এ'কটা বের করেছি আরও কিছু আছে নাকি!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
সুফি ফারুক বলেছেন: গত রাতে আর কেউ আসেনি
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মুনসী১৬১২ বলেছেন: মারহাবা মারহাব
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু সাধু।