নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

হত্যাকারীরা কোনদিন জেতেনি, শেষ পর্যন্ত হত্যাকারীরা জেতে না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

আহমেদ রাজীব হায়দার হত্যার সান্ত্বনা দেবার ভাষা নাই।



তবে আমি জানি -

হত্যাকারীরা কোনদিন জেতেনি,

শেষ পর্যন্ত হত্যাকারীরা জেতে না ।



আমার বাবাকে যখন হত্যা করেছিলো, তখন আমার বয়স প্রায় আমার সন্তানের সমান।

সৃতিও ঠিকমতো নেই।



যিনি বাবার লাশ উদ্ধার করেছিলেন, তার কাছে শুনেছি:

ওরা নাকি - বাবাকে টুকরো টুকরো করে কেটে স্রোতের পানিতে ফেলে দিয়েছিলো।

সারারাত খোঁজাখুঁজি করে শরীরের কিছু খণ্ড পাওয়া গিয়েছিলো মাত্র।



কিন্তু তারপর:

আমাদের প্রতিশোধ নিতে হয়নি।

হত্যাকারী সেই সব পরিবারের বিরুদ্ধে জেগেছিলো মানুষ।

ওদের - ঘর বাড়ি, ধন সম্পদ কিছু তো আস্ত রাখেনি। প্রবাসে এবং শিশু ছাড়া কোন পুরুষ সন্তান জীবিত ছাড়ে নি। ভিটেতে ঘুঘু চড়িয়ে ছেড়েছিল।

মানুষের প্রতিশোধ এমন।



খুনিরা জেনে রেখো,

আজ প্রজন্ম চত্বরে জেগেছে মানুষ।

জেগেছে তরুণ রক্ত।

এই মানুষ নিয়ে খেলার খেলার চেষ্টা করোনা।

এদের প্রতিশোধ সইতে পারার ক্ষমতা আল্লাহ হয়তো তোমাদের দেবেন না।



রাজিবের আত্মা শান্তি পাক।

আমরা বয়ে নিয়ে চলবো তার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন।



যদি প্রয়োজন হয়, বন্দুক হতে নেব।

নষ্টদের কালো ছায়ার নিচে থাকার চেয়ে, শুধু নাম হয়ে থাকবো।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

হারানো ওয়াছিম বলেছেন: যদি প্রয়োজন হয়, বন্দুক হতে নেব।

২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ শমশের বীন মুর্তজা বলেছেন: নষ্টদের কালো ছায়ার নিচে থাকার চেয়ে, শুধু নাম হয়ে থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.