নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

আবারও বলছি - আমাদের বাধ্য করিস না ...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

আবারও বলছি -

আমাদের বাধ্য করিস না।



৭১ সালে তোরা বাধ্য করেছিলি।

আমাদের লড়তে হয়েছে তোদের অর্পিত যুদ্ধ।



তোদের হাতে ছিল - অটোমেটিক-সেমিআটোমেটিক উইপন।

তোদের হাতে ছিলো - অসংখ্য অস্ত্র, টাকা, সরকার।

তোদের দখলে ছিল -ধর্ম, টুপি, দাড়ি (শুধু ইমান ছিল না)।



আমাদের পূর্বপুরুষরা দাঁড়িয়েছিলো প্রায় খালি হতে।

তাদের সম্পদ ছিল - দেশের মানুষের জন্য ভালবাসা,

সৃষ্টিকর্তার প্রতি অবিচল ইমান।



এত আস্ফালনের পরে কি হয়েছিলো?

পরাজয়ের পরে - আমাদের হাতে আত্মসমর্পণের সাহসটুকু ছিলোনা।

ভারতের জেনারেলদের হাত পা ধরেছিলি,

তোদের আত্মসমর্পণ কবুল করে জানে বাঁচানোর জন্য।



আবার মনে করিয়ে দেই -

আমাদের শরীরে সেই বীরের রক্ত।

সেই বীরেরা আমাদের জন্য শুধুমাত্র -

সত্য ধর্ম, শাস্ত্র, সঙ্গীত, মানবিকতাই রেখে যায়নি;

রেখে গেছেন - সাহস, সময়মত রুখে দাঁড়াবার শক্তি।



সুশীল হয়ে সব কিছু ভুলি নাই।

১২ বছর কি বোর্ড নিয়ে খেলছি বলে সব শেষ হয়ে যায়নি।

এখনও ১২ বোরের ফায়ার-আর্মসের রিকয়েল -

আমার সন্তানকে কোলে নিয়ে দোলানোর মতই।

আজও রিলোড করতে ৩ সেকেন্ডের বেশি লাগে না।

কিচ্ছু ভূলিনাই।



আবারও বলছি -

আমাদের বাধ্য করিস না।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

হাঁড় = ঘাঁড় বলেছেন: তোদের হাতে ছিল - অটোমেটিক-সেমিআটোমেটিক উইপন।
তোদের হাতে ছিলো - অসংখ্য অস্ত্র, টাকা, সরকার।
তোদের দখলে ছিল -ধর্ম, টুপি, দাড়ি (শুধু ইমান ছিল না)।

আমাদের পূর্বপুরুষরা দাঁড়িয়েছিলো প্রায় খালি হতে।
তাদের সম্পদ ছিল - দেশের মানুষের জন্য ভালবাসা,
সৃষ্টিকর্তার প্রতি অবিচল ইমান।

আবারও বলছি -
আমাদের বাধ্য করিস না।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

যাযাবরমন বলেছেন: সারা পৃথিবির একই অবস্থা, বাংলাদেশ আর বাদ যাবে কেন। সুতরাং যে ইসলামি কোন দল করে সেই রাজাকার, জঙ্গী।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

মেহেদী সুমন বলেছেন: আমরা তৈরি আছি ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

ফাটা শারট বলেছেন: লাইক

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

তাইনূর বলেছেন: জয় বাংলা ।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

প্রগতিশীল ইকবাল বলেছেন: Tora media te live bal falano sara kisu parbi na.....nastiker din ses...........

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

কলাগাছি বলেছেন: ভাই কার বিরুদ্ধে অস্রো হাতে নিবেন ৪০ বছর আগে যে সব রাজাকাররা। সাধারন বাঙ্গালির উপোর নরো পিচাসের মত অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে । নাকি বর্তমানে যারা সাধারন মানুষের উপর পৈচাসিক নির্যাতোন করছে।
সাপের মতো পিটিয়ে পিটিয়ে মানুষ মারছে । কসায়ের মতো কুপিয়ে কুপিয়ে হত্যা করছে বিশ্বজিতের মতো সাধারন মানুষকে
আর নারি নির্যাতনের কথা বলবেন । বর্তমানে বাংলা দেশে এমন কনো দিন আছে কি।
যেই দিন কনো না কনো নারি ধর্ষিত হচ্ছে না লানচিত হচ্ছেনা এসিড দগ্ধ হচ্ছে না ৎ
আপনার কাছে প্রস্নো রইলো

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

রিমঝিমবৃষ্টি বলেছেন: লাইক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.