নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস ভিত্তিক রাজনৈতিক রাজনীতি - নিপাত যাক, শুরু হোক - পারফরমেন্স ভিত্তিক রাজনীতি

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

আমি বিশ্বাস করি -

আমার জীবদ্দশায় ইতিহাস-ভিত্তিক (রাজনৈতিক রাজনীতি) শেষ হবে।

শুরু হবে - পারফরমেন্স ভিত্তিক রাজনীতি, উন্নয়নের রাজনীতি, রেজাল্ট ভিত্তিক রাজনীতি।



আমরা উন্নয়নের ব্যাল্যান্স শিট ধরে ভোট দিতে পারব।

সংসদে ইতিহাসের মীমাংসা নিয়ে না, পারফরমেন্স নিয়ে বিতর্ক করবো।

আমরা সংসদে দাড়িয়ে - এডুকেশন, আইসিটির মত প্রতিটি খাতের - Vission, Mission, KPI, ROI, Success, Failure Management নিয়ে কথা বলতে পারব।

বিরোধী দলের সাংসদ হিসেবে, যথেষ্ট তথ্য উপাত্ত নিয়ে বিতর্ক করতে পারব। সেই বিতর্ক সিদ্ধান্ত বিরোধিতার জন্য না, গালি দেবার জন্য না। বরং সঠিক সিদ্ধান্তে সহায়তার জন্য বিতর্ক।

আর বিতর্কিত ইতিহাস সৃষ্টির ফ্যাক্টরিতে তালা লাগাবো।



আমরা রাজনীতিকদের - ব্যক্তিগত, ধর্মীয় জীবন নিয়ে কথা বলতে অনাগ্রহী হব। কথা বলব তাদের পারফরমেন্স নিয়ে।



সব দল এক সাথে স্মৃতিসৌধে, শহীদ মিনারে গিয়ে দাঁড়াব। এক সাথে জাতিয় সঙ্গীত গাইবো।



আমি দেশপ্রেমিকতার যায়গা থেকে বলছি না।

আমি নিজের স্বার্থ বুঝি, সেই যায়গা থেকে বলছি।

তাই নিজের স্বার্থেই উন্নয়নের রাজনীতি চাই।

উন্নয়নের রাজনীতির স্বার্থে - ইতিহাস ভিত্তিক, রাজনৈতিক রাজনীতি শেষ করতে চাই।



এর জন্যই লেগে আছি -

ইতিহাসের সমস্ত আবর্জনা পরিষ্কার করতে।

ইতিহাসের সমস্ত কলঙ্ক মুছতে।

ইতিহাসের সকল বিতর্ক শেষ করে, নতুন অধ্যায় শুরু করতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

জাহাঙ্গীর জান বলেছেন: কেনো জাতির পিতা স্বাধীনতা ঘোষক এটাই জাতির চাওয়া পাওয়া উন্নয়ন মুলক কাজে কাজীর গরুর মতই কাগজে আছে গোয়াল একটি ও নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.