নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

আনিসুল হক - আপনকে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা চাওয়াই যে একমাত্র সমাধান ও মুক্তির পথ ..

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসার বদলে, মীমাংসিত বিষয়গুলো ক্রমশ অমীমাংসিত হয়ে যাচ্ছে।

আগে যে কথা বললে চিন্তা করতে হতোনা, এখন তার জন্য ক্ষমা চাইতে হচ্ছে।

সেই নাস্তিক - হুমায়ুন আজাদের সব কথা সত্য হচ্ছে দিনে দিনে।



রাজাকারের ফাঁসির দাবী যখন তুঙ্গে, তখন রাজাকারনামা লেখার জন্য আনিসুল হককে ক্ষমা চাইতে হচ্ছে।

আমি বলছি - আপনি কেন ক্ষমা চাইলেন?

আমি বলছি না যে - আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আপনাকে সত্য বলার নিরাপত্তা দিতে পারছি না।



আমরা জানি ক্ষমা না চাইলে হয়ত তার কপালে থাকবে অকালমৃত্যু।

সেভাবে মরার চেয়ে আনিসুল হকের বেঁচে থাকা জরুরী।



আমরা আনিসুল হকের ক্ষমা দিয়ে সমস্যা ম্যানেজ করছি।

অথচ একটি সন্ত্রাসীদের মুখপাত্র পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না।

এরকম গণমাধ্যমগুলো সত্য-মিথ্যা মিশিয়ে যা খুশি করছে, আমরা ছি ছি ছাড়া কিছুই করতে পারছি না।



সরকার তো জনগণের রায়ের প্রতিনিধি। তারা আমাদের মানসিকতার প্রতিফলন।



কলিম শরাফি মরলে যখন ফেসবুকে স্ট্যাটাস দেই -

তখন তাকে নাস্তিক বলে গালি দেয়ার অনেক লোক মিলে যায়।

তার অবদান নিয়ে কথা বলিনা একজনও।



কখনও জানি - কখনও জানি না, ভয়ে ভয়ে কোন প্রিয়জন চলে যাচ্ছে মৌলবাদের ছায়ার নিচে।

বাংলাদেশের রাজনীতি, প্রতিষ্ঠান, সমাজ ক্রমশ ঢেকে দিচ্ছে একটি কুৎসিত ভয়ের চাদর।



এসব দেখে ঘুমাতে যাই - সকালে উঠি, প্রার্থনা করি, গান গাই, কবিতা পড়ি, ব্যবসা করি, মানবতার কথা বলি, প্রগতির কথা বলি, আবার ঘুমিয়ে পড়ি।

এভাবেই আমরা দলনিরপেক্ষ থকবো, ধর্মনিরপেক্ষ থাকবো, বাক স্বাধীতনা করয়েম করবো।

সমাজ এগিয়ে যাবে। এনশাল্লাহ।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

দিশার বলেছেন: ভালো বলেছেন ভাই।

২| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: সমাজ এগিয়ে যাবে। এনশাল্লাহ

ইসলামকে বিদ্রুপ করে 'ক্ষমা চেয়ে ম্যানেজ' করার টেকনিক বেশি দিন কাজ করবে না, এন্টিবডি গ্রো করবে ...সময় থাকতে পিওর হন, সাপোর্ট দেবে জনগন (এবং অবশ্যই ফ্রুটিকার মত পিওর না)

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

সুফি ফারুক বলেছেন: "এনশাল্লাহ" - শব্দটা জাতি যার কাছ থেকে শিখেছে - তার বিরুদ্ধে কবার ইসলাম অবমাননার অভিযোগ এনেছেন? মহিলা আমীর মানলে তার কথায় কোন অবমাননা হয়না, তাই না?

তাছাড়া আল্লাহর কালাম ও নবীর চরিত্রের সবচেয়ে বড় অবমানকারী আবু আলা মওদুদির বিরুদ্ধে কবার আন্দোলন করেছেন?

৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

জ্ঞাতিবৈর বলেছেন: পৃথিবীটা একদিন নষ্টদের অধিকারে যাবে।

৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

ইসলাম রফিকুল বলেছেন: যুক্তিপ্রাত ভাইজান, রাজাকাররে রাজাকার বললে ইসলামরে বিদ্রুপ করা হয়। এই হাদীস কই পাইলেন ভাই ? এইসব ভূঁয়া বাজি কইরা লাভ নাই । পাবলিক যখন ফিইরা দাঁড়াইবো পালাবার পখ পাইবা না সোনার চান । সময় আছে এখনও মিখ্যাচার ছাইড়া তওবা কইরা ভালো কাম করেন ।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

সুফি ফারুক বলেছেন: রাজাকারের রাজাকার বললে ইসলামের বিদ্রূপ হয় না বটে।
তবে যারা রাজাকারকে রাজাকার বলে - তাদেরকে রাতারাতি নাস্তিক নাম দিয়ে দেয়া হয়।
মুনতাসির মামুন - নামাজ পড়ে, হজ, জাকাত পালন করেও রক্ষা পাননি। কেউ রক্ষা পায়না।

৫| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সৈয়দ শমশের বীন মুর্তজা বলেছেন: সমাজ এগিয়ে যাবে। এনশাল্লাহ।

৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ইসলাম রফিকুল বলেছেন: যুক্তিপ্রাত ভাইজান, রাজাকাররে রাজাকার বললে ইসলামরে বিদ্রুপ করা হয়। এই হাদীস কই পাইলেন ভাই ? এইসব ভূঁয়া বাজি কইরা লাভ নাই । পাবলিক যখন ফিইরা দাঁড়াইবো পালাবার পখ পাইবা না সোনার চান । সময় আছে এখনও মিখ্যাচার ছাইড়া তওবা কইরা ভালো কাম করেন ।

রেব-পুলিশ-সরকার-প্রথম আলু সব ক্ষমতা নিয়া যখন ক্ষমা চাওয়া টেকনিক দিয়া জান ছুটাইতে হয় তখন কে দাড়াবে আর কে পালাবে সেটা বুঝে নিন...

লেখক বলেছেন: "এনশাল্লাহ" - শব্দটা জাতি যার কাছ থেকে শিখেছে - তার বিরুদ্ধে কবার ইসলাম অবমাননার অভিযোগ এনেছেন? মহিলা আমীর মানলে তার কথায় কোন অবমাননা হয়না, তাই না?

তাছাড়া আল্লাহর কালাম ও নবীর চরিত্রের সবচেয়ে বড় অবমানকারী আবু আলা মওদুদির বিরুদ্ধে কবার আন্দোলন করেছেন?


অপ্রাসঙ্গিক মহিলা আমির লিখে উত্তর দেয়ার ভাড়ামি কেন? পোস্টে মহিলা আমিরের উল্লেখ করেছেন না আমি প্রসঙ্গ এনেছি? আর মওদুদির উল্লেখের কারণ কী আমাকে জাশি ট্যাগ করা? আমি কোন ধর্ম ব্যবসায়ীদের সাথে নাই, কখনও ও কোনভাবে. রাজনীতির সাথেও দূরতম সম্পর্ক নাই. কিন্তু ইসলাম নিয়ে বিদ্রুপ হলে সেটা আমাকে কষ্ট দেয়, কারণ আমি ইসলামকে ভালবাসি. এই যেমন আনিসুলের দুঃখে আপনি ব্যথিত... কিন্তু সেজন্য এসলাম, এনশাল্লাহ এসব লিখে মিটিমিটি হাসাটা শ্রেফ নোংরামি.

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

সুফি ফারুক বলেছেন: ওনার টা নাড়ায় আর ওঁনার টা নাড়ায় না কেন?

এত ইসলামের হেফাজতিই যদি হবেন তবে মওদুদির বিরুদ্ধে লেখেন না কেন? জামাত শিবিরের বিরুদ্ধে লেখেন না কেন? ওরা তো ইসলামের সবচেয়ে বড় খেলাফি।
আনিসুল হকের ওই লেখা কয়জন পড়ছিল? মওদুদি ও তার বাংলাদেশের বংশধরদের লেখা কতজন পড়েছে? আপনার হজরত মাহমুদুর রহমানের রহমতে আনিসুল হকের লেখা এখন কতজন পড়লো? তার বিরুদ্ধে লেখা কই?

জাশি ট্যাগ কি আর লোকে সাধে দেয়? বেশিরভাগ লোক এসে কপাল আগায়ে দিয়ে নিয়ে যায়।

৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

ইনফা_অল বলেছেন: লেখক বলেছেন: "এনশাল্লাহ" - শব্দটা জাতি যার কাছ থেকে শিখেছে - তার বিরুদ্ধে কবার ইসলাম অবমাননার অভিযোগ এনেছেন? মহিলা আমীর মানলে তার কথায় কোন অবমাননা হয়না, তাই না?

তাছাড়া আল্লাহর কালাম ও নবীর চরিত্রের সবচেয়ে বড় অবমানকারী আবু আলা মওদুদির বিরুদ্ধে কবার আন্দোলন করেছেন"?

ইন-শা-আল্লাহ, শব্দের যেই বিকৃতি ঘটাক সেটা নিন্দনীয়। আর আবু আলা মওদুদী সম্পর্কে আপনি কতটুকু জানেন?

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

সুফি ফারুক বলেছেন: তো নিন্দা করে কি ঘরে বসে থাকবেন? সেটা হেফাজতের দায়িত্ব কাকে দেবেনে?

আবু আলা মওদুদি সম্পর্কে নিশ্চয় আপনার চেয়ে কম জানি। তবে যা জানি, সেটা আমার জন্য যথেষ্ট।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

ইনফা_অল বলেছেন: লেখক বলেছেন: তো নিন্দা করে কি ঘরে বসে থাকবেন?

ঘরে বসে রইনি তো, ব্লগে এসে অন্তত: বলছি। বাইরেও বলছি।

যথেষ্ঠ টুকু শেয়ার করুন না, আমরাও একটু জ্ঞান নেই

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: মওদুদির বিরুদ্ধে লেখেন না কেন? জামাত শিবিরের বিরুদ্ধে লেখেন না কেন? ওরা তো ইসলামের সবচেয়ে বড় খেলাফি

সেটা করেছি বা করি নাই সেটা আপনি অন্তর্জামি হয়ে জেনে বসে থাকলে কি আর করা!

জাশি ট্যাগ কি আর লোকে সাধে দেয়? বেশিরভাগ লোক এসে কপাল আগায়ে দিয়ে নিয়ে যায়।

ট্যাগ খাইলাম, আচ্ছা... কিন্তু আপনাদের জাশিরা যে সব ট্যাগ দেয় সেই ট্যাগ আমি দেবো না, ট্যাগিঙের নোংরামিতে আমি নামতে পারি না, স্যরি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.