নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

১৪২০ বঙ্গাব্দের শুভেচ্ছা !!!

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

ব্রাহ্ম সময় ধরলে প্রথম প্রহর শুরু হবে প্রায় ৩ টার দিকে। দিন শুরু তো তখনই।

ততক্ষণ জেগে থাকা একটু রিস্ক হবে। আবার ওটা ধরলে মুরতাদ বলার চান্স আছে, তাই বাদ দিলাম।



সূর্যোদয় ধরলে দিন শুরু হবে ৬টার দিকে।

আমি যোগী না; একটু অলস টাইপ। তাই অত সকালে ঘুম থেকে উঠতে পারব না। সেটাও বাদ দিতে হচ্ছে।



তাই এখনই - ১৪২০ বঙ্গাব্দের শুভেচ্ছা !!!

বাংলা নববর্ষের রঙ্গ দেখে - দিলে ছদমা - লাগার লোকের সংখ্যা এদেশে দ্রুত কমে আসুক :)





ঘুম থেকে উঠে পারলে, আয়েশ করে আরেকবার জানাবো :)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

অন্য পুরুষ বলেছেন: All the best for the morning wish. :P

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

সুফি ফারুক বলেছেন: বোমা হামলা, প্রাণহানি ছাড়া - পুরো রং আর আনন্দের সাথে আবার একটি নববর্ষ পালন করতে পারায় সবাইকে অভিনন্দন।
বাংলা নববর্ষের রং দেখে - দিলে ছদমা - লাগার লোকের সংখ্যা এদেশে দ্রুত কমে আসুক ;)

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

মেংগো পিপোল বলেছেন: দুখঃত ভাই কমেন্টস টা ভুল চলে গেছে, রিসেন্ট একটা পোষ্টের কমেন্টস চলে গেছে মুছে দিলে খুশি হবো, আর আপনার জন্য,

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

সুফি ফারুক বলেছেন: বোমা হামলা, প্রাণহানি ছাড়া - পুরো রং আর আনন্দের সাথে আবার একটি নববর্ষ পালন করতে পারায় সবাইকে অভিনন্দন :)

বাংলা নববর্ষের রং দেখে - দিলে ছদমা - লাগার লোকের সংখ্যা এদেশে দ্রুত কমে আসুক ;)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

পুংটা বলেছেন: বাংলাদেশের ঘরে ঘরে আজ নববর্ষের আনন্দ বয়ে গেলেও দেশের সকল মোল্লাদের মনে আজ শোকের ছায়া, বিলাউজ, পেটিকোট, ব্রা, পেন্টি, সালোয়ার, কমিজ ইত্যাদি ইত্যাদি নেমে এসেছে। :((

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

সুফি ফারুক বলেছেন: পুংটা ভাল বলেছেন :)

বোমা হামলা, প্রাণহানি ছাড়া - পুরো রং আর আনন্দের সাথে আবার একটি নববর্ষ পালন করতে পারায় সবাইকে অভিনন্দন :)

বাংলা নববর্ষের রং দেখে - দিলে ছদমা - লাগার লোকের সংখ্যা এদেশে দ্রুত কমে আসুক ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.