নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের মুক্তি দাও, নইলে আমাকেও জেলে নাও।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

ব্লগারদের বেআইনি ভাবে আটকে রেখেছে অনেকদিন।

তাদের অপরাধ জামিন-যোগ্য। এর আগে একই ধরনের অপরাধে জামিন হয়েছে। কিন্তু অজানা কারণে - ব্লগারদের জামিন দেয়া হচ্ছে না।



দেশের আইনে অপরাধ করলে সাজা হবে, আমরা সেটার বিপক্ষে না।

কিন্তু বেআইনি ভাবে, শুধুমাত্র নির্যাতনের জন্য জেলে ভরে রাখা হবে - সেটা মানা যায় না।



এই আচরণকে আইনি শাসন বলে না।

এটা শুধুমাত্র কিছু লোককে খুশি করার জন্য - আইন নিয়ে ছেলেখেলা। বিচারের নামে - বেআইনি নির্যাতন।



নির্যাতনের খড়গ আজ ওদের উপর, কাল আমার উপর আসছে।

পরশুদিন আপনাকে কুটুম বলে খাতির করবে না।



জেলের যাবার জন্য, বসে বসে অপেক্ষা করার চেয়ে - প্রতিবাদ করবো।

জেলে যাওয়ায় যদি নিয়তি হয়, দেরি করে লাভ কি?



তাই আগামী কাল - কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে দাঁড়াব। দুপুর ৩ টায়। আমরা বলব:

ব্লগারদের মুক্তি দাও,

নইলে আমাকেও জেলে নাও।



আপনার যদি সমর্থন থাকে তবে :

- ফেসবুকে স্ট্যাটাস দিন, টুইট করেন, ব্লগে ব্লগে জানান।

- সময় হলে - কাল দুপুর ৩ টায় চলে আসুন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

কাফের বলেছেন: আটককৃত ব্লগারদের নিয়ে বিচারের নামে নোংড়া রাজনীতি করা হচ্ছে



২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মোমের মানুষ বলেছেন: সরকার কোন ব্লগারদের আটক করেনি, আটক করেছে কয়েকজন ধর্ম বিদ্বেষী, ধর্মদ্রোহি, সাম্প্রদায়িকতা উস্কানিদাতা। তাদের ব্লগার বলে ব্লগকে কূৎসিত করবেন না। যারা এ সমস্ত কীটদের পক্ষ অবলম্বন করবে তাদের না বলুন, তাদের প্রত্যাখ্যান করুন।

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সুফি ফারুক বলেছেন: তাদেরকে তো ছেড়ে দিতে বলছি না। বলছি বিচার হোক।
ওদেরকে জামিন দেয়া হোক। চার্জশিট হোক, তথ্য প্রমাণ দিয়ে বিচার হোক।
এরপর ওদের যা শাস্তি হয়, সেটা হবে।
অকারণ আটকে রাখা কি আপনার কাম্য?

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

ভালোরনি বলেছেন: ভাই দেশে অনেকদিন পরে আইলেন মনে লয়? এই সরকারের আমলে এই ঘটনা এইবারই পরথম অবলোকন করলেন মনে লয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.