নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ এর দীর্ঘদিনের নেতাকর্মীরা - কেন রানার পক্ষ নিয়ে কথা বলবেন?

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

আওয়ামীলীগ এর দীর্ঘদিনের নেতাকর্মীরা - কেন রানার পক্ষ নিয়ে কথা বলবেন?

কেন একজন খুনির দায় দায়িত্ব নেবেন?



সাধারণ মানুষ হিসেবে নিজস্ব ভাবনার কথা নাহয় বাদ দিলাম। একজন পার্টিজান কর্মী হিসেবে ভাবুন:

- আপনার পার্টি কি রানার পরিবারকে ত্রুটিপূর্ণ বিল্ডিং বানাতে বলেছিল?

- পার্টি কি রানাকে এই অন্যায়গুলো করতে বলেছিল?

- রানা বা রানার পরিবারের পার্টির প্রতি কন্ট্রিবিউশন কি?

- মুরাদ জং এর সাথে তার যা সেটেলমেন্ট সেটা আর্থিক। তার দায় সোললি মুরাদ জং এর। আপনি সেটা নিতে যাবেন কেন?

- মুরদ জং যদি বলে - পার্টির টাকার এবং শক্তির জন্য রানার মতো লোককে দরকার ছিল। সে কথা আপনি কেন মানবেন? ওই এলাকায় পার্টি চালানোর পয়সা দেবার মত কোন ভাল ব্যবসায়ী ছিল না? আওয়ামীলীগ কি রানার মতো লোকের শক্তিতে বাঁচে?



মনে রাখবেন - আজ আপনারা রানার পিছনে দাঁড়ানো মানে :

- পর্টিতে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী পয়সাওয়ালা দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ উৎসাহিত করা।

- আপনাদের আবেগ অনুভূতির মূল্য না দিয়ে, সিজনাল নেতা/কর্মীদের দলে ঢোকানোতে উৎসাহিত করা।

- কিছু টাউর্টকে ব্যক্তি-স্বার্থ সিদ্ধির জন্য, আপনার সমর্থনের অপব্যবহার করতে উৎসাহিত করা।

- ভবিষ্যৎ রাজনীতিকে আর দুর্গন্ধময় করতে উৎসাহিত করা।



আমি তিন পুরুষ ধরে আওয়ামীলীগ এর কর্মী এবং সমর্থক হিসেবে বলছি :

- খুনি রানা ও রানার পরিবারের বিচার এবং যথোপযুক্ত শাস্তি চাই।

- সকল খুনি প্রতিষ্ঠান মালিকের বিচার এবং যথোপযুক্ত শাস্তি চাই।



আজ আওয়ামীলীগ এর সমর্থক হিসেবে, দাবী নিয়ে বিচার চাই।

পার্টির জন্য আমাদের ক্ষুদ্র কন্ট্রিবিউশনের, দাবী নিয়ে বিচার চাই।

বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল আস্থা রাখার, দাবী নিয়ে বিচার চাই।

জননেত্রী শেখ হাসিনার জন্য ভোট চাওয়া, মাঠে খাটার, দাবী নিয়ে বিচার চাই।

মাঠে ঘাটে আওয়ামীলীগ এর ক্যাম্পেইনে সরব থাকা কর্মী হিসেবে, দাবী নিয়ে বিচার চাই।



জানি আমার মত ক্ষুদ্র সমর্থকের দাবীতে কিছু এসে যায় না।

তবে আমার মত কোটি কোটি ক্ষুদ্র সমর্থকের হৃদয়েই কিন্তু আওয়ামীলীগ বাঁচে। রানা গং এর মত লোকের কারণে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আপনার প্রথমের কথাগুলোর সাথে আমি একমত

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

শফিক১৯৪৮ বলেছেন: আম্লীর ঐসব ট্রাডিশন নেই। মাল যেকানে আম্লী সেকানে

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

জাহাজ ব্যাপারী বলেছেন: রাজনীতি হলো পলিটিক্স, সাথে মাল করতে হয় মিক্স।
এটা সবাই জানে।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

জাহাজ ব্যাপারী বলেছেন: কারণ জয়নাল হাজারী, শামীম ওসমানের মতো রানাও আওয়ামী সংগঠনের একজন এসেট। রানার সাংগঠনিক নৈপুণ্য, ম্যানেজিং ক্যাপাসিটি ও জনসংযোগের দক্ষতা অভাবনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.