নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
মাহমুদুর রহমান নতুন করে আমদানি করলো নাস্তিকতার ফরমুলা।
নাস্তিকতার ঢাক ঢোল বাড়িয়ে এলো হেফাজত।
হেফাজত নিয়ে এলো ধর্মের নামে, জীবন-জীবিকা বিনাশী এক ভয়াবহ তাণ্ডব।
সেই তাণ্ডবে লাশ হল মানুষ। ছাই হল সম্পদ।
এর আগে এদেশে ধর্ম ছিল, ধর্মপ্রাণ মানুষও ছিল।
ধর্মের সঠিক/বেঠিক হাজার রকম শাখা প্রশাখাও ছিল।
আজান ছিল, শাঁখের সুর ছিল। সব রকম ধর্মাচার ছিল, অবাধে।
বিতর্কিত ধর্মজিবীরা ছিল। বাজারে তাদের লেখা কেতাব ছিল। তা নিয়ে বিতর্ক ছিল।
পাশাপাশি নাস্তিকেরাও ছিল। ব্লগ ছিল, ইন্টারনেট ছিল।
সমাজে ধর্মানুভূতিতে আঘাতের চেয়ে বড় অনাচার ছিল।
বিতর্কিত ব্লগ লেখার চেয়ে বড় পাপাচার ছিল।
সব কালের, সব দেশের মত, সকল অধর্ম-পাপাচার যেমন ছিল।
সব কিছুর পাশাপাশি ধর্ম ছিল তার স্বমহিমায় মহীয়ান।
আজ সব তেমনই আছে।
ধর্ম, অধর্ম, ব্লগ, অনাচার, পাপাচার, আস্তিক, নাস্তিক - সব।
ঠিক তেমনই, যেমনটি আগে ছিল।
মাঝখান থেকে - কিছু মানুষ চলে গেল না ফেরার দেশে।
তারা কেউ - ধর্মজিবী ছিল, আস্তিক ছিল, নাস্তিক ছিল। তবে সবাই মানুষ ছিল।
অগণিত সম্পদ গেছে।
সেই সম্পদগুলো মানুষের সেবার জন্য ছিল। ওগুলোর মালিকও মানুষ ছিল।
আপনি আপনার ধর্ম নিয়ে সেখানেই আছেন, ৬ মাস আগে ঠিক যেখানে ছিলেন।
মাঝখান থেকে - অনেকগুলো মানুষ সেখানে নেই, যেখানে তাদের থাকবার কথা ছিল।
একবার কি ভেবে দেখবেন : এই হেফাজতের খেলায় - কি হেফাজত হল? আর কি খেয়ানত হল?
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭
সুফি ফারুক বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:০১
অপ্রিয় সত্য বলেছেন: ভালো লিখেছেন। +++
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭
সুফি ফারুক বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:০২
ইয়েন বলেছেন: অসাধারণ লাগল//////////+
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭
সুফি ফারুক বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮
সৈয়দ শমশের বীন মুর্তজা বলেছেন: কেউ ভেবে দেখল না : এই হেফাজতের খেলায় - কি হেফাজত হল? আর কি খেয়ানত হল?
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭
সুফি ফারুক বলেছেন: অনেকেই ভাবা শুরু করেছে দেখছি
৫| ১০ ই মে, ২০১৩ বিকাল ৪:১১
কাফের বলেছেন: চমৎকার লিখছেন
ভালো লাগলো
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৮
সুফি ফারুক বলেছেন: ধন্যবাদ
৬| ১০ ই মে, ২০১৩ বিকাল ৪:২৫
যোগী বলেছেন:
ভাবতাছি হেফাজতিরা কি আর শহীদ হতে চায়না?
একেবারেই যে চুপ হয়া গেল।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৪৭
বৃক্ষ বলেছেন: +++++++. সুন্দর লিখেছেন।