নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা আপডেট

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৯

মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা পাবার পরেও "স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার" ব্যবস্থাপনা পরিষদ এতিমদের খাবারের কোন ব্যবস্থা করেনি।

এর বদলে তারা নিজেদের সাফাই গাইতে প্রেস কনফারেন্স করেছে। সেখানে তারা বলেছে - তাদের কোন দোষ নেই!!! তারা এতিমদের বিষয়ে আন্তরিক!!!



এখন দেখা যাক - সোমবারে তারা কোর্টে গিয়ে কি করে।

সে পর্যন্ত আমরা খাওয়ার ব্যবস্থাটা চালিয়ে যাব।



এ পর্যন্ত যা সহযোগিতা এসেছে (এবং যা প্রতিশ্রুতি আছে), তাতে আপাতত আর কোন সাহায্যের প্রয়োজন মনে হচ্ছে না।

এজন্য সবাইকে সবিনয়ে (একাউন্ট বা বিকাশে) আর কোন সাহায্য না পাঠাতে অনুরোধ করছি।

সাহায্য কাজে না লাগলে, সেটা ফেরত পাঠানো ঝামেলাপূর্ণ। মাঝখান থেকে লেনদেন খরচে কিছু পয়সা নষ্ট হয়।



আপনি কিছু করার নিয়ত করে ফেললে, সেটা নিজের কাছে গচ্ছিত রাখতে পারেন।

আমরা পরবর্তীতে প্রয়োজন আপডেট করবো।



তবে আবারও বলি - আর্থিক সাহায্য করার মতই জরুরী ওদের পাশে থাকা। তাই সময় পেলে একবার সপরিবারে ওদের দেখে যেতে অনুরোধ করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.