নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি একটা গন্ধ ..

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৮

খুশবু- ঘারছে মেরি যাতি নেহি, কুছ তো থি - দো রোজ কি মেহমামে (এরকমই হয়তো ছিল লাইটা, ঠিক মনে নাই)



সেরকম কোন অতিথির আগমনে, আশপাশের সবকিছু হঠাৎ রঙ্গিন হয়ে ওঠে, সুরেলা হয়ে ওঠে।

আজীবন শুধুই বাজতে থাকা সেতারটা - তার হাতে পড়ে যেন গেয়ে ওঠে।

আজীবন ঠেকা ধরে রাখা মৃত চামড়ার তবলা - তার হাত লেগে রীতিমত আলাপ জুড়ে দেয়।

সবাই সুর - বাজায়, গায়। আর তাঁর সুর - কাঁদে, হাসে, মান-অভিমান করে, দুরে যায়, কাছে আসে .....



শুনেছি - নজরুল ইসলাম বাংলার সঙ্গীত-অঙ্গনের সেরকম অতিথি ছিলেন।

নজরুলের আকাশবাণীতে আসায়, পুরো আকাশবাণী হঠাৎ বদলে গিয়েছিল। কানে লাগার মতো সুরেলা হয়ে উঠেছিল রাতারাতি। সবাই যেন সুরে ভাবছে, সুরে চলছে, সুরে গাচ্ছে, সুরে বাজাচ্ছে।

তিনি এসে আধুনিক ধারায় প্রচলিত-অপ্রচলিত রাগগুলোর ব্যাবহার শুরু করলেন। নতুন নতুন রাগ তৈরি করলেন। গায়কি বদলে দিলেন।

প্রতিটি প্রচলিত জনরে তে দুচারটি গান অন্তত যোগ করলেন, অনেকগুলোতে পুরো নতুন মাত্রা যোগ করলেন।

শাস্ত্রীয় সংগীত, ভক্তিগীতি, ইসলামী গান, জাগরণী গান, গজল, শেয়ের, কাওয়ালী, লেটো, কোরাস, শ্রেনীসঙ্গীত, শোকগীতি, শিশুগীত, ঋতুগীত - কোথায় ছিলেন না তিনি।

যাদু দিয়ে রঙ্গিন করে দিলেন আকাশবাণীকে এবং ভবিষ্যতের বাংলা গানকে।



তার মহাপ্রয়াণ দিবস গেল।

দোআ করি - তিনি যেখানেই থাকুন ভাল থাকুন। সুরের ছায়ায়, সুরের মায়ায় থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.