নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
আমি কয়েকজন শিক্ষানবিশ সিস্টেম এডমিনিস্ট্রেটর নেব।
আমার নিজস্ব সুপারভিশন এবং স্কুলিং এ তাদের তৈরি করবো।
ট্রেনিঙে টিকতে পারলে, প্রথম চাকরিটা ঠিক করে দেব। আমার রেফারেন্স ব্যাবহারের অনুমতি দেব।
সিলেকশনের জন্য ছোট্ট একটা প্র্যাক্টিক্যাল টেস্ট নেব। টেস্টে বসার যোগ্যতা:
১. নিজেকে একমাত্র সিস্টেম এডমিনিস্ট্রেটর হিসেবে তৈরি করার মানসিকতা থাকতে হবে। শুধুমাত্র এই পেশার জন্য তৈরি হবার মানসিকতা।
২. যেকোনো ১টি লিনাক্স/বিএসডি এবং ১টি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর - ডিটেইল ইন্সটলেশন, হার্ডডিস্ক ভলিউম ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, প্যাকেজ ম্যানেজমেন্ট, রিসোর্সে পারমিশন এবং শেল স্ক্রিপ্ট এর বেসিক কাজগুলো করতে পারতে হবে।
৩. টিসিপি-আইপি ও ইন্টারনেট সার্ভিসগুলোর বেসিক জ্ঞান থাকতে হবে।
৪. লেখাপড়া শেষ বা শেষের দিকে হতে হবে। শেখার পেছনে দিনে ৮ ঘণ্টা সময় দেবার মত সময় থাকতে হবে।
৫. নিজের একটি পিসি/ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমার বনানী অফিসে আসা যাওয়া করার মত ভাড়ার যোগান থাকতে হবে।
৬. অসীম ধৈর্য থাকতে হবে।
ইচ্ছে থাকলে আগামী ১০ অক্টোবর, ২০১৩ তারিখের মধ্যে ইমেইল পাঠাও contactএটsufi-faruq.com. ।
ইমেইলে শুধুমাত্র কি কি জানো এগুলো লিখলেই হবে (বিস্তারিত একাডেমিক রেকর্ড, ইররিলেভেন্ট এক্সপেরিয়েন্স লেখার দরকার নাই)।
বি:দ্র:
১. ইমেইলের সাবজেক্ট বা বডি ঠিকমতো না লিখলে ইমেইল পড়ি না।
২. টেস্টে বসার যোগ্যতাগুলো না থাকলে এ বিষয়ে ইমেইল করো না।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪
আরিফ আহমেদ বলেছেন: আপনি কি ব্লগের সবার সিনিয়র?
৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭
কুন্তল_এ বলেছেন: এখানে দেখুন উনার প্রোফাইল -
Click This Link
৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১
নক্শী কাঁথার মাঠ বলেছেন: বুঝলাম... তা তুমি কে? নাম-পরিচয় বলো।
৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫
ইনফা_অল বলেছেন: বস মেইল এর এড্রেস টা ক্লিয়ার না। এখনও কি সিভি নিচ্ছেন নাকি?
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০
নর্থপোল বলেছেন: ভাই আপনার প্রোফাইল কি? মানুষ কেন আপনার কাছে যাবে সেটা না বললে কিভাবে আপনাকে বিশ্বাস করা যায়?