নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুফি ফারুক এর ব্লগ

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক

সুফি ফারুক

বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।

সুফি ফারুক › বিস্তারিত পোস্টঃ

হ্যাকাথন - তরুণ উদ্যোক্তাদের জন্য আরেকটি ভাল খবর !!!

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১

বছর ঘুরে আবার হ্যাকাথন আসছে !!!

জানুয়ারি ২০১৪ তে ফাইনাল ইভেন্ট। ভেন্যু সম্ভবত রূপসী বাংলা হোটেলেই থাকছে।



এবারও বিশ্বের অনেকগুলো দেশে একসাথে হবে ফাইনাল ইভেন্ট।

ভিডিও কনফারেন্সে সবার সল্যুশন আমরা দেখবো। ওরা আমাদেরটা দেখবে।

আমরা সবাই মিলে গাদাগাদি করে ২/৩ দিন সলিউশন আর কোড করবো।

খাওয়া দাওয়ার পাশাপাশি একটু আড্ডাও মারবো।



কনটেন্টের নিয়ম অনুযায়ী সল্যুশনগুলো প্রতিটি প্রব্লেম ওনার এবং স্পন্সর এর সামনে উপস্থাপনের সুযোগ দেয়া হবে।

স্পন্সরদের পছন্দ হলে ফান্ডিং সহ সকল সুবিধা পাওয়া যাবে।



আমার সবাই মিলে চেষ্টা করছি - এবারের হ্যাকথান যেন মুল কোড ফোকাসড না হয়।

এবার হবে সল্যুশন ফোকাসড্‌। টেকনিক্যালি প্রমাণ করতে পারলেই হল। কোড লিখে শেষ করাটা মুল কাজ না।



এবার প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, জেলা উপজেলা পর্যায় থেকে টিম আশা করছি।

মুল ইভেন্টের আগে বিভাগীয় পর্যায়ে একটা করে কম্পিটিশন রাখার চেষ্টা করছি। দেখা যাক কতদূর করা যায়।



গত বারের মত এবারও - প্রযুক্তিতে বাংলাদেশ - পার্টনার থকছে।

আমাদের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা কমিটি টিম তৈরিতে সহায়তা করবে।



এ বিষয়ে কোন আইডিয়া বা মতামত থাকলে জানাতে পারেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

কালীদাস বলেছেন: হ্যাকাথন....এইটা কি জিনিষ? হ্যাকারদের ম্যারাথন হ্যাকিং কম্পিটিশন??

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কালীদাস বলেছেন: হ্যাকাথন....এইটা কি জিনিষ? হ্যাকারদের ম্যারাথন হ্যাকিং কম্পিটিশন??

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

সুফি ফারুক বলেছেন: ধারনা পাবার জন্য আমার গত বছরের একটা নোট শেয়ার করলাম।

Click This Link

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

সুফি ফারুক বলেছেন: লিংকটা কাজ না করলে, গুগুলে "হ্যাকাথন – আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য সম্ভাবনা" লিখে সার্চ দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.