নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
আজ পর্যন্ত আমার অডিও লাইব্রেরীতে তার ৯ শো গানের ট্যাগ ছিল - Pandit Manna Dey (1919), India (Vocal).
আর সেই ট্যাগের মধ্যে -2013 সংখ্যাটা ঢুকে গেল
চলে গেলেন আমার মান্না দে। আমাদের মান্না দে।
আমার-আমাদের বেড়ে ওঠার প্রতিটা পরতে ছিল তার গান। প্রতিটি সৃতির সাথে জড়িয়ে আছে সেই সুর।
এল পি-র পট পট শব্দের রেকর্ডিং। রাতের পর রাত জেগে শুনেছি। গুনগুন করতে থেকেছি।
একা, বন্ধুদের-সাথে, প্রেমে, বিরহে - সবসময় উনি সঙ্গে ছিলেন।
সেই কিশোর সময় থেকে আজও পর্যন্ত - শুনছি, গাইছি।
কিন্তু আজ যেন কি হচ্ছে। বুঝতে পারছি না।
কি যেন গোলা পাকানো, আটকে আসছে গলার ভিতর .. গান আসছে না ...
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২
এন ইউ এমিল বলেছেন: অন্তরের এত গভিরে আরকেউ পোছাতে পারেনি বোধ হয়
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭
সুফি ফারুক বলেছেন: প্রথম যেদিন ওনাকে স্পর্শ করলাম, সেদিন ছিল আমার জীবনের শ্রেষ্ঠতম আনন্দের দিনের একটি
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
এহসান সাবির বলেছেন: মান্না দের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।
তার আত্মা শান্তি পাক।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭
ঢাকাবাসী বলেছেন: খুব কষ্ট পেলুম। আমার প্রিয় শিল্পীদের একজন।