নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস রাখি - মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। চাই - প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশ। এবং সেই দিন বদলের সংগ্রামের সাথে থাকতে। কাজ - পলিসি, আইসিটি, উদ্যোক্তা, কারিগরি শিক্ষা নিয়ে। করি - পথ দেখা-দেখানো। ধাক্কা দিয়ে শুরু করানো। সরকারি ও বেসরকারি - অবকাঠামো ও নীতিমালা নিয়ে ঠেলাঠেলি। হাতিয়ার - লেখালেখি, প্রশিক্ষণ, বক্তৃতা, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান, পেশাজীবী ও গন-সংগঠন, বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজনীতি এবং যখন যা লাগে।
প্রিয় ভাই/বোন,
তোমাদের জন্য আমাকে একটি লেখা লিখতে বলা হয়েছে। লেখাটা লিখতে বসার পরে চট করে শেষ হয়ে গেল বটে। কিন্তু প্রথমবার পড়তে গিয়েই হোঁচট খেলাম। "কি করবে" আর "কি-করবেনা"র লম্বা তালিকা। ভয় পাচ্ছি পাছে তোমরা আমাকে অনাকাঙ্ক্ষিত পরামর্শ দাতা মুরুব্বী হিসেবে বয়কট না কর! সেজন্য ফিরে এসে শুরুতে একটু ভণিতা করার সিদ্ধান্ত নিলাম। জানিয়ে রাখছি - আমি মুরুব্বী না, আমাকে তোমাদের বন্ধু ভাবতে পারো। যে Do's/Don'ts এর তালিকা দিয়েছি, এটাকে উপদেশ ভেবো না। বরং তোমার বড় ভাইয়ের ঠেকে-দেখে শেখার অভিজ্ঞতার গল্প ভাবতে পার। এটাকে কোন আর্টিকেল না ভেবে, তোমার কাছে আমার একটি চিঠি ভাবতে পারো।
আমি বিশ্বাস করি - আজ তোমাদের প্রায় সবার চোখে, আগামী দিনে বিশ্ব জয়ের স্বপ্ন। যার স্বপ্ন যত বড়, আজ শুরুতেই তাকে তত বড় করে সালাম দিলাম। কারণ আমি বিশ্বাস করি - অর্থ নয়, বিত্ত নয়, মানুষ আসলে তার স্বপ্নের সমান বড়। যার স্বপ্ন নেই, তার জন্য এই শহর না। তাই চোখের সামনে স্বপ্ন যদি না থাকে, তবে চোখটা আরও খুলে, লম্বা একটা শ্বাস নিয়ে স্বপ্নটা গোছাতে শুরু করো। হ্যাঁ চোখ খুলে দেখ স্বপ্ন। যেই স্বপ্ন তোমাকে অলস হতে দেবে না, হাল ছাড়তে দেবে না। সেই স্বপ্নের কথা প্রতিদিন নিজেকে বল, বন্ধুদের বল, আমাকে বল। নিজের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, প্রতিদিন স্বপ্নকে আর নিজেকে শানিত করো।
আমার মতো গ্রাম/মফস্বল শহর থেকে আসা বেশীরভাগ তরুণদের একটা বিশেষ রোগ থাকে। আমি নাম দিয়েছিলাম "Glass Door Phobia"। অনেক পাবলিক বক্তৃতায় এ গল্প বলেছি। মনে করো - শহরের দুটি দোকান। একই জিনিস পাওয়া যায়, দামও কাছাকাছি। একটাতে কাঁচের দরজা ঠেলা দিয়ে ঢুকতে হয়। অন্যটাতে কোন দরজা নেই। আমরা কেন যেন - ওই কাঁচের দরজাটা ঠেলে ঢুকতে ভয় পাই। গলা শুকিয়ে আসে। আমরা মোড়ামুড়ি করে, শেষ পর্যন্ত ওই খোলা দোকানটাতেই ঢুকি। এই কাঁচের দরজাটা শুধু একটা উদাহরণ। এরকম হাজার উদাহরণ আছে। আমাদের পকেটে খরচ করার মত যথেষ্ট পয়সা থাকতেও, ভালো রেস্টুরেন্টে ঢুকে ডাঁটে মেন্যু দেখে খাবারের অর্ডার দিতে ভয়। শহুরে সহপাঠীদের চেয়ে অনেক ফিট থাকার পরেও, ট্রেন্ডি পোশাকটা পরতে ভয়। খেলাধুলা, আর্ট, গান বাজনার রুচি - শহুরে বন্ধুদের চেয়ে কয়েকশ গুন ভাল হবার পরে, নিজের পছন্দ উচ্চ স্বরে জানাতে ভয়। নিজের ভাল খারাপ লাগা স্পষ্টভাবে জানাতে ভয়। অকারনেই ভয় হয় এই শহরের স্মার্ট তরুণ/তরুণীদের। এরকম আরও কত শত জিনিসে অকারণ ভয়। এই ভয় আমাদেরকে আরও সীমিত গণ্ডির মধ্যে আটকে ফেলতে চায়। এই ভয়ই ওদের-আমাদের আলাদা করে। ওদেরকে দেয় আরও এগিয়ে, আমাদেরকে দেয় সমানুপাতে পিছিয়ে।
এই ফোবিয়ার একটি মাত্র চাবি। যার নাম "Self Confidence"। বুক ভরে শ্বাস নিয়ে পূর্ণ চোখে তাকানো। নিজেকে পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য দরকারি মনে করতে পারা। কারও চেয়ে নিজেকে ছোট না মনে করা। আমাদেরকে জয় করতে হলে, প্রথম এই ফোবিয়া কাটাতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে। জানতে হবে আজ যারা এই শহরের অর্থনীতি, রাজনীতি, শিল্প, সংস্কৃতি নিয়ন্ত্রণ করছেন, তারা সিংহভাগই তোমার/আমার মতো গ্রাম থেকে আসা। তারা সবাই আত্মবিশ্বাস নিয়ে, নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, কঠোর অনুশীলনে নিজেদের তৈরি করেছেন। পরিবার, টাকা, সামাজিক প্রতিবন্ধকতা - কিছুই তাদের রুখতে পারেনি। তাই তাদের যখন হয়েছে-তোমাদেরও হবে।
তোমাদের ঢাকাতে আসার মুল উদ্দেশ্য লেখাপড়া। তোমরা হয়ত বেশিরভাগই ইতোমধ্যে একাডেমিক বিষয় নির্বাচন করে ফেলেছ। যারা করনি, তারা একটু চিন্তাভাবনা করে বিষয় নির্বাচন করো। মনে রাখবে - বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির কল্যাণে খুব দ্রুত বদলে যাচ্ছে পেশা। বদলে যাচ্ছে কর্মকৌশল। তাই আজকে যেটা ভাল আয় করা গুরুত্বপূর্ণ পেশা, কাল সেটার অস্তিত্ব নাও থাকতে পারে। আজকে আমরা জানি না, এরকম হাজারো পেশায়, আগামী দশ বছর পরে, বহু টাকা মাইনে দিয়ে লোক খোঁজা হবে। তাই ভবিষ্যতে কর্মের নিশ্চয়তা আছে, এ ধরনের একাডেমিক বিষয় নির্বাচন করার চেষ্টা করো।
অনেককেই বলতে শুনেছি - আমার দরকার নাই, এটা শুধু বাবা মায়ের প্রত্যাশা পূরণের জন্যই পড়ছি। কেউ বলে - একটা সার্টিফিকেট পেলেই হল, সেটা যে কোন কায়দায় হোক। কেউ বলে - কাজ/চাকরি পাওয়াটা বড় কথা, একাডেমিক রেকর্ড কোন বিষয় নয়। আমি বলব - এ কথাগুলো এভাবে না ভাবতে। বরং জেনো - খারাপ একাডেমিক রেকর্ড হয়তো তোমার লক্ষ অর্জনকে বিপর্যস্ত করতে পারবে না। কিন্তু মোটামুটি ভাল একটি একাডেমিক রেকর্ড, তোমাকে স্বপ্ন বাস্তবায়ন আরও বেশি এগিয়ে দেবে। পাশাপাশি মনে রাখতে হবে - জয় করার জন্য শুধু একাডেমিক পড়া নয়, পাশাপাশি সেটার প্রায়োগিক কায়দা রপ্ত করা দরকার। যে দরকারি জিনিসগুলো একাডেমীতে শিখছ না, সেগুলোও খুঁজে হাতে-কলমে শেখা দরকার।
জয় করে নেবার জন্য মুল দরকার দক্ষতা। যেকোনো একটি কাজে, অন্যদের চেয়ে উল্লেখযোগ্য দক্ষতা। সেই কাজটা যেন তোমার মতো ভালভাবে বেশি লোক করতে না পারে । ভাল হয় সেটা তোমার একাডেমী সম্পৃক্ত বিষয়ে হলে, না হলেও খুব অসুবিধা নেই। শুধু মনে রাখতে হবে - তুমি একটি কাজ খুব ভালভাবে করতে পারো, যেটা একই পেশার আরও ১০ জন মানুষ আন্তরিক ভাবে স্বীকার করতে হবে। সেই ১০ জন থেকে ১০০ হবে, তা থেকে হাজার, লক্ষ, কোটি ...। তারপর আন্তরিক ভাবে কাজ করে যাও, নিজের দক্ষতা ক্রমশ বাড়াতে থাক, দেখবে একদিন তুমি বাংলাদেশের মধ্যে অনন্য বলে পরিচিত হয়ে গেছ। আমি তোমার সংবর্ধনা সভায় তোমার ভূয়সী প্রশংসা করে বক্তৃতা দিচ্ছি (সৃষ্টিকর্তার কাছে মনেপ্রাণে সেই প্রার্থনা করি)। দেখবে তোমার ওই উন্নতিতে -চাচা, মামা, খালু ফুফা বা প্যালা লাগে নাই। তুমি নিজের মহিমায় মহীয়ান।
কিছু ছোট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বলি। ঢাকা শহরে খুব দ্রুত, কর্ম ছাড়া বড়লোক হবার অসংখ্য অফার চারদিকে ঘুরে বেড়ায়। ভুলেও সেদিকে পা বাড়িয়ো না। মনে রেখ তুমি যোগ্য হলে, তোমার অর্থ অমনি হবে। নৈতিক ভাবে অর্থ আয় করতে যত দেরি ভাবছ, তার আগেই হবে। ঢাকা শহরে কুমারখালীর শিক্ষার্থীদের বাইরেও বন্ধুত্ব করতে চেষ্টা করো। তোমার লক্ষ্য যেই পেশা, সেই পেশার বড় ভাইদের সাথে সম্পর্ক রাখতে চেষ্টা করো। চাচা-মামার চেয়ে তোমার সেই বন্ধু-বড় ভাইরা তোমার ক্যারিয়ারে বড় সম্পদ হতে পারে।
৭০০ শব্দের মধ্যে লেখার কথা ছিল। কিছু বোধ হয় বেশি হয়ে গেল। বাকিটা দেখা হলে বলবো।
তোমাদের,
সুফি ভাই
©somewhere in net ltd.