![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আমি তোমাকে খুউব ভালবাসি !
-থাপ্পড় খাইছেন কখনো ?
-না ত । এর আগে যাকেই প্রপোজ করছি ইগনোর করে হনহন করে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে । থাপ্পড় ত কেউ দেয় নি । ত দিলে দিতে পারো ।
-ফাইজলামি করার জায়গা পান না , না ?
-কে বলল ! এইত আপনার সাথে দিব্যি ফাইজলামি করতেছি !
-মেয়েদের ডিস্টার্ব করা ছাড়া আর কোন কাজ নেই আপনাদের ?
-কই ? আর ত কেউ নাই । আমি ত একাই ।
-আচ্ছা ঠিক আছে , আর কোন কাজ নেই আপনার ?
-আছে ।
-সেইটা করেন গিয়ে ।
-সেইটাই ত করছি !
-মানে !!
-এই যেমন , বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষামান সুন্দরী মেয়েদের বোরিং সময়টাকে সুন্দর সময়ে পরিণত করে দেয়া ।
-স্যরি মিস্টার , আপনার সঙ্গ আমার সময়টাকে মোটেই সুন্দর করে তুলছে না ।
-চা খাবেন ? ঐ যে পিচ্চিটা দেখছেন , ওর চা একবার খেলে সারা জীবন মনে থাকবে ।
গাড়িটা এসে পড়েছে । এই স্ট্যান্ডে অনেক যাত্রীই নেমে পড়ে । যাত্রীদের নামা শেষ হলেই বাসে উঠে পড়বে টুম্পা ।
-আচ্ছা , আপনার ত গাড়ি এসে গেছে । আরেকদিন চা টা খাবেন কিন্তু !
বাসের বাম পাশের সিটে বসা টুম্পার ধারনা ছেলেটা এখন ওর দিকে তাকিয়ে আছে । ছেলেটার চোখদুটো ধরে ফেলার জন্য হুট করে পিছু ফিরে তাকাল টুম্পা ।
এরই মধ্যে কখন যেন পিচ্চিটা চা দিয়ে গেছে ছেলেটাকে । ছেলেটা টুম্পার দিকে তাকিয়ে নেই , তাকিয়ে আছে চায়ের কাপে । টুম্পার মনের কোণে কোথায় যেন একটা ছোট্ট ইচ্ছা মাথা চাঁড়া দিয়ে উঠার চেষ্টা করছে । ছেলেটার সাথে এক কাপ চা খেতে খেতে আর কিছুটা সময় গল্প করার ইচ্ছা । টুম্পা খুব সফলভাবেই সেই ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারছে ।
বাসের গতি বাড়ছে । দুর্বল ইচ্ছাটা আত্মসমর্পণ করছে । টুম্পার ছোট্ট ইচ্ছাটা ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়ছে । ইচ্ছা টা দমিয়ে রাখা টুম্পার জন্য সহজতর হচ্ছে । কিছু ইচ্ছা দমিয়ে রাখার মাঝেও পূর্ণতার তৃপ্তি থেকে যায় ।
©somewhere in net ltd.