![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-তুমি আমার সাথে এত কম কথা বল কেন ?
-কই কম কথা বললাম ?
-এইত , ছোট ছোট করে কথা বল ।
-ভাল্লাগে অল্প কথা বলতে ।
অনেক কথা না বলা থেকে যায় ।
কথা শেষ হবার পরেও মনের আকাশে ঘুরতে থাকে কথার মেঘেরা ।
তারপর স্বপ্নের ভেতর বৃষ্টি হয়ে ঝরে পড়ে ।
কি শীতল সেই বৃষ্টি !
শীতে আমার ঠোঁট দুটো কাঁপ্তে থাকে ।
আমি খুব করে চাই তোমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কাঁপুনি টা থামিয়ে দিতে , তোমাকে বুকে জড়িয়ে কিছুটা উষ্ণতা ধার নিতে !
আমার ভয় করে ।
তুমি আমার কম্পমান ঠোঁটের দিকে তাকিয়ে বুঝতে পারো আমার ভীষণ শীত লাগছে ।
তারপর আমাকে অবাক করে দিয়ে ডেকে বল , বোকা বালক , আমার বুকে আসো না !
কী মিষ্টি সেই ডাক ! কী মায়াভরা সেই চাহনী !
জানো ? স্বপ্নে কোনদিনই তোমার ঠোঁটে ঠোঁট রাখা হয় নি , তোমাকে বুকে জড়িয়ে উষ্ণতাও নেয়া হয় নি !
-কেনো ?
-তোমার চোখের দিকে তাকিয়েই কত শত শতাব্দী পার করেছি ! বুড়ো-বুড়ি হয়ে গেছি দুজন ! কি আশ্চর্য ! সেই বৃদ্ধ বয়সেও তোমার চোখের মায়া এতটুকু কমে নি !
-নির্ঝর ?
-উঁ ?
-ভালোবাসো ?
-খুউব ।
-আমি জানি !
কি জানে আদৃতা ?
এতক্ষণ ধরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা মিথ্যা গুলোকে সত্যি বলে জানে ? নাকি ঠিক ধরে ফেলতে পারে আমার কন্ঠের কৃত্রিমতা !
কৃত্রিমতার আন্তঃআনবিক ফাঁগুলোতে কি এতটুকুও সত্যিকারের ভালবাসা ছড়িয়ে নেই ?
২| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
সুইসাইড সাইলেন্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
খেলাঘর বলেছেন:
আসলে কনফিুজিং