![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেহানা বেগম ছেলেকে পিটাচ্ছেন । ছেলে ও মা ! ও মা ! বলে চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে । আজব ব্যাপার-স্যাপার । মা-ই ত পিটাচ্ছে , তাও মা কেই ডাকছে ।
সমস্যাটা হল ছেলে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে । গভীর মনোযোগ দিয়ে ভীষণ জোরে জোরে ফোনের বাটন চাপাচাপি করে । এই সময় ছেলে কখনো কখনো মুচকি মুচকি হাসে , আবার কখনো মন খারপও করে থাকে ।
প্রথমত , কেন হাসে , কেন মন খারাপ করে এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না ।
দ্বিতীয়ত , পড়ার নাম করে ফোন নিয়ে কি যেন করছিল রাফি ।
আজকে ছেলের থেকে সব তথ্য বের করেই ছাড়বেন রেহানা বেগম , এজন্যই এত পিটাচ্ছেন । ছেলে কিছুই বলছে না , খালি মা ! মা ! করছে । সব তথ্য বের করার হাল ছেঢ়ে দিয়ে রেহানা বেগম তার প্রশ্নোত্তর পর্ব শুরু করেছেন ।
এই প্রশ্নগুলা রাফির মুখস্থ । উত্তরও মুখস্থ ।
পড়তে বসে আর কখনো ফোন হাতে নিবি ? এখন থেকে নিয়মিত পড়াশুনা করবি ? আমি কিছু জানতে চাইলে তা লুকাবি না ?........ ইত্যাদি ইত্যাদি ।
প্রয়োজনমত রাফি হ্যাঁ , না , হ্যাঁ , না উত্তর দিচ্ছে । সব উত্তরই ঠিক হচ্ছে , কিন্তু রেহানা বেগম প্রত্যেকটা উত্তরের পরেই একটা করে থাপ্পড় লাগাচ্ছেন আর পরের প্রশ্ন করছেন ।
অবশ্য ভুল উত্তর দিলে একটার জায়গায় তিন চারটা থাপ্পড় লাগাতে পারেন ।
***
"নীল পরী" র মনটা আজ খুব খারাপ ।
অনেক ফ্রেন্ডই অনলাইনে । কত কত মেসেজ আসছে ইনবক্সে । হাই , হ্যালো ,
হাউ আর ইউ , ইউ আর সো কিউট..........
কিন্তু নীল পরী সেই কখন থেকে "স্বপ্নীল রাফি"কে নক করছে ! কোন রিপ্লাই আসছে না । খুব রাগ করছে নীল পরীর । ভাবছে , কালকে স্কুলে গিয়ে ওর বারোটা বাজিয়ে দিবে !
শাসন ছাড়া ভালবাসা পূর্ণতা পায় না । রেহানা বেগম ভালবাসেন বলেই ছেলেকে পিটাচ্ছেন , নীল পরীও একই কারণে রাফির বারোটা বাজানোর চিন্তা করছে ।
গভীর ভালবাসারই একটা বহিঃপ্রকাশ হল শাসন । এই ব্যাপারটাই আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না ।
©somewhere in net ltd.