নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুইসাইড সাইলেন্স

আমার কিছু না করতে খুবই ভাল লাগে। মাঝে মাঝেই বৃষ্টিতে আটকা পড়ে থাকি। ভালই লাগে। আমার কোন তাড়া থাকে না কখনোই। জীবনের দৌড় টা হেটে হেটেই পার হয়ে যেতে চাই, যতদূর যাওয়া যায় আর কী! খুব বেশি দূর আমার ভাল লাগে নি কখনোই।

সুইসাইড সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

শাসন

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

রেহানা বেগম ছেলেকে পিটাচ্ছেন । ছেলে ও মা ! ও মা ! বলে চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে । আজব ব্যাপার-স্যাপার । মা-ই ত পিটাচ্ছে , তাও মা কেই ডাকছে ।

সমস্যাটা হল ছেলে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে । গভীর মনোযোগ দিয়ে ভীষণ জোরে জোরে ফোনের বাটন চাপাচাপি করে । এই সময় ছেলে কখনো কখনো মুচকি মুচকি হাসে , আবার কখনো মন খারপও করে থাকে ।
প্রথমত , কেন হাসে , কেন মন খারাপ করে এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না ।
দ্বিতীয়ত , পড়ার নাম করে ফোন নিয়ে কি যেন করছিল রাফি ।

আজকে ছেলের থেকে সব তথ্য বের করেই ছাড়বেন রেহানা বেগম , এজন্যই এত পিটাচ্ছেন । ছেলে কিছুই বলছে না , খালি মা ! মা ! করছে । সব তথ্য বের করার হাল ছেঢ়ে দিয়ে রেহানা বেগম তার প্রশ্নোত্তর পর্ব শুরু করেছেন ।
এই প্রশ্নগুলা রাফির মুখস্থ । উত্তরও মুখস্থ ।

পড়তে বসে আর কখনো ফোন হাতে নিবি ? এখন থেকে নিয়মিত পড়াশুনা করবি ? আমি কিছু জানতে চাইলে তা লুকাবি না ?........ ইত্যাদি ইত্যাদি ।

প্রয়োজনমত রাফি হ্যাঁ , না , হ্যাঁ , না উত্তর দিচ্ছে । সব উত্তরই ঠিক হচ্ছে , কিন্তু রেহানা বেগম প্রত্যেকটা উত্তরের পরেই একটা করে থাপ্পড় লাগাচ্ছেন আর পরের প্রশ্ন করছেন ।
অবশ্য ভুল উত্তর দিলে একটার জায়গায় তিন চারটা থাপ্পড় লাগাতে পারেন ।

***

"নীল পরী" র মনটা আজ খুব খারাপ ।

অনেক ফ্রেন্ডই অনলাইনে । কত কত মেসেজ আসছে ইনবক্সে । হাই , হ্যালো ,
হাউ আর ইউ , ইউ আর সো কিউট..........

কিন্তু নীল পরী সেই কখন থেকে "স্বপ্নীল রাফি"কে নক করছে ! কোন রিপ্লাই আসছে না । খুব রাগ করছে নীল পরীর । ভাবছে , কালকে স্কুলে গিয়ে ওর বারোটা বাজিয়ে দিবে !

শাসন ছাড়া ভালবাসা পূর্ণতা পায় না । রেহানা বেগম ভালবাসেন বলেই ছেলেকে পিটাচ্ছেন , নীল পরীও একই কারণে রাফির বারোটা বাজানোর চিন্তা করছে ।
গভীর ভালবাসারই একটা বহিঃপ্রকাশ হল শাসন । এই ব্যাপারটাই আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.