নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুইসাইড সাইলেন্স

আমার কিছু না করতে খুবই ভাল লাগে। মাঝে মাঝেই বৃষ্টিতে আটকা পড়ে থাকি। ভালই লাগে। আমার কোন তাড়া থাকে না কখনোই। জীবনের দৌড় টা হেটে হেটেই পার হয়ে যেতে চাই, যতদূর যাওয়া যায় আর কী! খুব বেশি দূর আমার ভাল লাগে নি কখনোই।

সুইসাইড সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

জানতেন কি না দেখুন তো ?

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

* চুইং গাম খান নি এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল । অনেকে তো চুইং গাম চিবানো টা কে স্মার্টনেস ও ভেবে বসেন ! যাই হোক , পৃথিবীর সবচেয়ে পুরাতন চুইং গামের বয়স কত জানেন ? ৯ হাজার বছর ! আজ থেকে ৯ হাজার বছর আগেও চুইং গাম পাওয়া যেত !

* বাসায় নষ্ট হওয়া বা ব্যাটারী শেষ হয়ে যাওয়া কাঁটাওয়ালা ঘড়ি আছে ? থাকতেই পারে । আজকাল খুব কম লোকই সময় দেখার জন্য ঘড়ি ব্যাবহার করে থাকেন । মোবাইল ফোন আছে না হাতে হাতে ?
কখনো কি খেয়াল করেছেন ? আপনার থেমে থাকা ঘড়িটাও কিন্তু প্রতিদিন দুই বার করে সঠিক সময় দেখায় !

* হাতি দেখেছেন ? ভীষণ শক্তিশালী প্রাণী না ? এরা যে স্তন্যপায়ী প্রাণী তা তো জানেন । জানেন কি ? পৃথিবীর সকল স্তন্যপায়ীই লাফাইতে পারে , শুধুমাত্র এই ভীষণ শক্তিশালী হাতি ছাড়া !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপি ব্লগিং !:#P

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৫

সুইসাইড সাইলেন্স বলেছেন: থ্যাংকু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.