![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* চুইং গাম খান নি এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল । অনেকে তো চুইং গাম চিবানো টা কে স্মার্টনেস ও ভেবে বসেন ! যাই হোক , পৃথিবীর সবচেয়ে পুরাতন চুইং গামের বয়স কত জানেন ? ৯ হাজার বছর ! আজ থেকে ৯ হাজার বছর আগেও চুইং গাম পাওয়া যেত !
* বাসায় নষ্ট হওয়া বা ব্যাটারী শেষ হয়ে যাওয়া কাঁটাওয়ালা ঘড়ি আছে ? থাকতেই পারে । আজকাল খুব কম লোকই সময় দেখার জন্য ঘড়ি ব্যাবহার করে থাকেন । মোবাইল ফোন আছে না হাতে হাতে ?
কখনো কি খেয়াল করেছেন ? আপনার থেমে থাকা ঘড়িটাও কিন্তু প্রতিদিন দুই বার করে সঠিক সময় দেখায় !
* হাতি দেখেছেন ? ভীষণ শক্তিশালী প্রাণী না ? এরা যে স্তন্যপায়ী প্রাণী তা তো জানেন । জানেন কি ? পৃথিবীর সকল স্তন্যপায়ীই লাফাইতে পারে , শুধুমাত্র এই ভীষণ শক্তিশালী হাতি ছাড়া !
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৫
সুইসাইড সাইলেন্স বলেছেন: থ্যাংকু
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপি ব্লগিং