নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুইসাইড সাইলেন্স

আমার কিছু না করতে খুবই ভাল লাগে। মাঝে মাঝেই বৃষ্টিতে আটকা পড়ে থাকি। ভালই লাগে। আমার কোন তাড়া থাকে না কখনোই। জীবনের দৌড় টা হেটে হেটেই পার হয়ে যেতে চাই, যতদূর যাওয়া যায় আর কী! খুব বেশি দূর আমার ভাল লাগে নি কখনোই।

সুইসাইড সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

বোকাবালকের প্রেমালাপ

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

- কি করো ?
- পড়তেছি ।
- সারাক্ষণ এত পড়ো ক্যান ? রাখো না বই টা !
- হুঁ ।
- রাখছো ?
- হুঁ ।
- এই , তোমাকে না ? খুব দেখতে ইচ্ছা করতেছে !
- হুঁ ।
- ধ্যাত ! খালি হুঁ হুঁ করে ! আমাকে তোমার দেখতে ইচ্ছা করে না ?
- .........
- চুপ করে আছ ক্যান ?
- হুঁ ।
- আবার "হুঁ" ?
- হুঁ ।
- তুমি খুব ফাজিল হইছো !
- হুঁ ।
- আমার ফাজিল ছেলে খুব ভাল্লাগে !
- ওহ । আচ্ছা । আমিও ফাজিল হবো ।
- আমার সবচেয়ে কি বেশি ভালো লাগে জানো ?
- কি ?
- তোমার চশমার মোটা কাঁচের ওপাশের লাড্ডু সাইজের মায়াবী চোখ দুইটা ।
- তাই ?
- হ্যাঁ । অন্নেক ভালো লাগে ! আচ্ছা , তোমার কি সবচেয়ে বেশি ভালো লাগে ?
- শীতকাল ।
- ওহ । বসন্ত ভালো লাগে না ?
- না ।
- কেনো ?
- বসন্তে তোমাকে বেশি সুন্দর দেখায় তাই ।
- ওমা ! বেশি সুন্দর দেখালে কি হয় !
- ভয় ।
- কিসের !
- বেশি ভালোবাসার ।
- বেশি ভালোবাসতে চাও না ?
- উঁহু ।
- কেনো ?
- ভালবাসতে ভাল লাগে না ।
- এইটা কেমন কথা !
-সুন্দর কথা ।
- পাগল একটা !
- একটা কবিতা শুনবা ?
- হুঁ ।
- এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও।

এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।

ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।

কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিও, পত্র দিও।

আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?

আমি না হয় ভালবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!
_______

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৫

অপু তানভীর বলেছেন: সুন্দর ! :)

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৫১

মাহবু১৫৪ বলেছেন: ++

খুব ভাল

৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ সবাইকে :)

৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর +

৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

 বলেছেন: +++

৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

বদিউজ্জামান মিলন বলেছেন: হেলাল হাফিজের কবিতাটা পুরাই মেরে দিলেন।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

সুইসাইড সাইলেন্স বলেছেন: কাউকে কবিতা শোনালে কি নিজের লেখা কবিতাই শোনাতে হয় ? এটা আমার গল্পের চরিত্রের জানা ছিল না ভাই । তাই হেলাল হাফিজের কবিতা শুনিয়েছে । আপনার ভাষায় "মেরে দিয়েছে" । :) @ বদিউজ্জামান মিলন ভাই ।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

সুইসাইড সাইলেন্স বলেছেন: Thank you :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.