![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা ছিল,
একটা শীতের সন্ধ্যায় তোমার সাথে বসে পাখিদের ঘরে ফেরা দেখব।
আমি কথা রাখি নি। তুমি জানো না ? আমি এমনই ?
তার চেয়ে বরং একলা থাকো,
সে-ই ভালো।
আমার চোখে পৃথিবী দেখবে ,
বলেছিলে না ?
সে কথা আর ভেব-ই নাকো !
আমার চোখে পৃথিবীটা না ?
ভীষণ আঁধার ! ভীষণ কালো !
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫
সুইসাইড সাইলেন্স বলেছেন: Thank you :-)
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।
ইন্টারেস্টিং নিক!
ভালো থাকবেন।।