![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকটার নাম হ্যাপি। উনার বুক পকেটের
উপরে লাগানো ব্যাজে তো তাই লেখা আছে।
লোকটার চেহারায় একটুও হ্যাপিনেস
দেখলাম না। রাগান্বিত চেহারা নিয়ে বললেন
"রাত-দুপুরে রাস্তায় রাস্তায়
ঘুরে বেড়ানো চোরেদের কাজ। দেখে তো চোর
মনে হয় না। মতলব কি?"
রাত-দুপুরে ঘুরে বেড়ানো হিমুদের কাজ,
উনি জানেন না। বোঝাই যায় , উনি গল্পের
বই পড়ার সময় পান নি। হিমুগিরি দেখাব
কিনা ভাবছিলাম।
সুন্দর করে বললাম, "শিশির ভেজা পিচ-
ঢালা পথে নিয়ন আলোর প্রতিচ্ছবি দেখি।
এইটা স্যার চাদনী রাতের জোছনার থেকেও
সুন্দর দেখায়।"
উনি এবার আরও রাগান্বিত হয়ে জিজ্ঞেস
করলেন , " ব্যাটা , ফাইজলামি *দাস ?
ফাইজলামি ***র মধ্যে ঢুকায় দিমু। মতলব
কি খুইলা ক।"
বললাম, "স্যার, আপনার নাম
হ্যাপি না হয়ে এংরি হওয়া উচিত ছিল। আর
আমার নাম হল পিকেটার। আমার মতলব
পিকেটিং করা।"
বলেই ভো-দৌড় দিলাম। উনি উনার
টিপিক্যাল পুলিশি পেট নিয়ে আমার
সাথে দৌড়ে পারেন নাই।
আমিও অনেকদিন পর একটু পরিশ্রম
করে এসে সুন্দর একটা ঘুম দিলাম।
সেদিন একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম।
শিশির ভেজা পিচ-ঢালা পথে নিয়ন আলোর
প্রতিচ্ছবি। সেই ছবি বাংলাদেশের
মানচিত্রের। সেই ছোট্ট বাংলাদেশটায়
খুধা নেই, দারিদ্র্য নেই, অভাব নেই,
ট্রাফিক জ্যাম নেই, লোডশেডিং নেই।
কাঁধে হাত রেখে একটা লোক সুন্দর
হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, "কি দেখ?"
বললাম , "এইটা আমাদের দেশ না !"
-হ্যাঁ ! এইটাই আমাদের দেশ।
-ইয়েস! আমি জানতাম একদিন এরকম হবেই!
কিন্তু, আপনি কে? ইউনিফর্ম পরে আছেন
কেন ?
-জ্বি , আমি জনগনের বন্ধু। সবাই
আমাকে পুলিশ ডাকে।
লোকটার ব্যাজ এ হ্যাপি লেখা ছিলও না,
লোকটাই হ্যাপি ছিলেন।
দরজায় ঠক ঠক শব্দে ঘুম ভেঙ্গে গিয়েছিল
তারপর। না , পুলিশের বুটের লাথি না।
ভিক্ষুকের নক।
©somewhere in net ltd.