নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজ৪৪৪

সকল পোস্টঃ

ঢেউ

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

****----ঢেউ------****
-----------------------

লুকানো বারুদ চাপা পড়েছে সমুদ্রের স্রোতে
ঠান্ডা সফেদার বাগানটা আগ্নেয়গিরির ভয়ে,
লাল সূর্যটা জানান দেয়,রশ্মির প্রতাপ,
বাবু বসে আছেন শিঙ্গার শব্দ শুনবে বলে!
:
পাহাড়ি পঞ্চগড়ের হাওয়া জানিয়ে গেল,
শুষ্ক বিকেলটা ভিজে যাবে শিশিরে।
দেবতারা একাকীত্ব...

মন্তব্য০ টি রেটিং+০

ঘৃনার শক্তি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১




ঘৃনায় শক্তি, ঘৃনায় অন্ধকার, ঘৃনায় আলো।
গভীরতা অনন্ত, টান! কৃষ্ণ গহ্বর ও হার মানে।
কালো সে গভীর কালো,খোলা চুলের মত।
নরম রৌদের, অনন্ত অভিসারি, যার শেষ নেই।
:
শেষ নেই কালো ভ্রু এর নাচন,...

মন্তব্য০ টি রেটিং+০

কাবেরীর বেতালা

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

নিতাই আমি সত্যবাদী নই!
সরসে ভাসে আলোর ফোয়ারা,
মেঘের গোকুলে বেড়ে ওঠে নদ,
তারপর শীতল পরশে বাঁচায় প্রাণ।
:
যে চলে গেছে, বিদ্যুৎ নিয়ে,
কুপি জ্বালালে রুপ কি দমনো য়ায়!
সখি, মরে গেছি শীতলের দমকায়।
আর চকিৎ...

মন্তব্য৩ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.