নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজ৪৪৪

সুজ৪৪৪ › বিস্তারিত পোস্টঃ

ঢেউ

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

****----ঢেউ------****
-----------------------

লুকানো বারুদ চাপা পড়েছে সমুদ্রের স্রোতে
ঠান্ডা সফেদার বাগানটা আগ্নেয়গিরির ভয়ে,
লাল সূর্যটা জানান দেয়,রশ্মির প্রতাপ,
বাবু বসে আছেন শিঙ্গার শব্দ শুনবে বলে!
:
পাহাড়ি পঞ্চগড়ের হাওয়া জানিয়ে গেল,
শুষ্ক বিকেলটা ভিজে যাবে শিশিরে।
দেবতারা একাকীত্ব দিনের অবসর টানে
অপ্সরীদের রঙ মহলের সুগন্ধিতে।
:
কেউ নাচে, কেউ নাচায়,
কেউ তালিতে তাল দেয় মাথা নেড়ে।
আহা,সুখ বুঝি লুকিয়ে ছিল,
কোমরের ভাঁজে ভাঁজে, আর লাল ঠোঁটে।
:
চাদরে লিখা ছিল না কিছু,
কলমের ডগা আজ আর প্রেমে কাঁদে না।
কালির আগ্রাসন যেখানে তুঙ্গে,
রুপ সেখানে ধোঁয়া সাফেদ জামা।
:
জমা রাখা অভ্যাসটা আজন্ম জমাই থাক।
খোলস ছাড়লে অমানুষ আর পশুও থাকে না।
কীট হয়ে যায়, বিচার জ্ঞান উঠে যায় নিলামে,
আর শুষ্ক কাঁশিটা টান দেয় ফুসফুসে।
------------
৩১/১২/২০১৬
--------------
সুজন রুদ্র
-----------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.