| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি তো আমাকে হারিয়ে ফেলেছি
সবুজে প্লাবিত পল্লীর গাঁয়
তুমি কি দেখেছো আড়িয়াল গ্রাম
অবাক সুচারু এই বাংলায়?
সারি সারি ধান শাপলার শাখা
ডগা তুলে খায় দোল
বৃষ্টির ফোঁটা জলের কপোলে
যেন অনুপম টোল
আবার কখনো হারিয়ে যদি যাই
অন্য কোথাও পাবে না আমায়
আমাকে খুঁজে পাবে তুমি এই
নিভৃত ঠিকানায়
গ্রামগুলি যেন গলাগলি ধরে
দাঁড়িয়ে রয়েছে ঠায়
মানুষ ও পাখির গানে কোলাহলে
প্রান্তর ছেয়ে যায়
চলছে জীবন উচ্ছলতায়
চির সংগ্রামে, প্রেমে, মানবতায়
ঘামে ও রুধিরে প্রেরণার ফুল
প্রাণে প্রাণে চমকায়
২৮ জানুয়ারি ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো আমাকে হারিয়ে ফেলেছি
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: আপনি প্রতিভাবান মানুষ।
ভালো থাকুন। সুস্থ থাকুন। একদিন সময় করে ইউটিউব থেকে আপনার গান গুলো শুনবো।