![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিতাই আমি সত্যবাদী নই!
সরসে ভাসে আলোর ফোয়ারা,
মেঘের গোকুলে বেড়ে ওঠে নদ,
তারপর শীতল পরশে বাঁচায় প্রাণ।
:
যে চলে গেছে, বিদ্যুৎ নিয়ে,
কুপি জ্বালালে রুপ কি দমনো য়ায়!
সখি, মরে গেছি শীতলের দমকায়।
আর চকিৎ মন তিক্ত বিষে!
:
দরবার খোলা রেখেছি অনেক আগে,
কয়েদী বাড়েনি, শুধু যন্ত্রনা বেড়েছে!
ঘাসের আঘাত কত তীব্র বুঝবে কি করে?
বুঝার লোকে শিশ দিয়ে খুন হয়!
:
নতুনের ঘ্রাণ বড়ই বেরসিক!
খালি পুরাতনকে নিমন্ত্রণ দেয়।
আর নতুনের নেশা পুরাতনকে শানিয়ে দেয়,
মাঝে চাপা পড়ে, জলের গোপন ধারা!
:
আমাদের বলতে এখন আর কিচ্ছু নেই,
তুমি শব্দটা দূরত্ব বাড়িয়েছে যোজন,
"আমি "শব্দটা খুব অহংকারি ,
মরবে, মারবে তারপর ও মুখ চলে না।
:
বেহাগ যন্ত্রণাটা বেশ সাধিয়ে নিয়েছি!
মুখে বিষ নিলে কথা মিষ্টিতো হবেই।
আর নীল বর্ণ গুলো ধোঁয়ায় মাতাবে।
শেষের নীলটা যেন বিষ হয়ে মরণ দেয়!
--------------
৩০/০৮/১৬
--------সুজন রুদ্র।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
সুজ৪৪৪ বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১
[email protected] বলেছেন: This is a great post. I like this topic.This site has lots of advantage.I found many interesting things from this site. It helps me in many ways.Thanks for posting this again.
expert editing review
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল কথাগুলো।