![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
undefined মানব জীবনে শান্তির পথ যেমন ধর্ম তেমনি অশান্তির কারণও ধর্ম । আমার বিশ্বাস মতে কোন ধর্মই অশান্তির কথা বলেনি । সব ধর্মই শান্তির কথা বলেছে । অথচ মানবজাতী একটু বেশী বুঝতে গিয়ে ধর্মের পথ থেকে দূরে সরে এসেছে । যার ফলে আজকের সমাজের এই রুপ । যা দেখে জাহেলিয়াতের প্রতিচ্ছবি ফুটে ওঠে । দুঃখ লাগে মানব সমাজের এহেন দুরাবস্থা দেখে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৮
রুদ্র জাহেদ বলেছেন: মানুষের আচরণে মানুষকে দুঃখ পেতে হয়।জীবনের একটা কুৎসিত ব্যাপার।মানুষ চায়লেই প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে