![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে কামতপ্ত আত্মা,
পবিত্র হও লেহনে, মর্দনে;
ঝড় তোলো সঙ্গম শয্যা ।
হে ঘুমন্ত আত্মা,
তোমার দিন যেন শুরু হয়,
রমনীর মধুর পরশে ।
হে মানবিক বিবেকবোধ,
সাঁঝ সকালে ঝাড়ি দেয়া,
হয় যেন রোধ ।
২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২
সুজন কুতুবী বলেছেন: আন্তরিক ধন্যবাদ, বিজন দাদা ।
৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৫
তার আর পর নেই… বলেছেন: তিনটা স্তবকে তিন রকমের ভাব। বেশি ভালো লাগে নি।
৪| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৭
সুজন কুতুবী বলেছেন: আপনাদের ভালো লাগার প্রতি আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে । তার আর পর নেই ।
৫| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭
সুজন কুতুবী বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হে কামতপ্ত আত্মা,
পবিত্র হও লেহনে, মর্দনে;
ঝড় তোলো সঙ্গম শয্যা ।
ভাবুক কামুক মুই
ঝড় চাই তুলিতে;
তুমিই দাওনা টিপস
যা আছে নিজ থলিতে।
হে ঘুমন্ত আত্মা,
তোমার দিন যেন শুরু হয়,
রমনীর মধুর পরশে ।
ভাবতেই রিনরিনে
অনুভূতি আহা;
শুনেই পড়ছে লোল
বলেছ হেথা যাহা।
হে মানবিক বিবেকবোধ,
সাঁঝ সকালে ঝাড়ি দেয়া,
হয় যেন রোধ ।
প্রেমিক পুরুষ আমি
ক্যান দিমু ঝাড়ি;
বুকে প্রেম দরিয়া
ভালবাসি নারী।
৭| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭
সুজন কুতুবী বলেছেন: হাহাহাহাহা..... চমৎকার মন্তব্যের জন্য এককাপ চা বরাদ্দ করা গ্যালো ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: বাহ! বেশ।