![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি শালিকের দ্যাখা না পাই কভু,
বিরহে কাতর হয় যদি বিভুঁ ।
যদি জ্যোৎস্না স্নানে যায় রবি,
উত্তর পাবো কি সবি ?
হে বিদগ্ধ আত্মা,
তুমি শান্ত করো
টলমান সাঁকো ।
আমি হেঁটে যাবো পথ,
অস্থিরতায় দোলা পাক আমার রথ ।
হে অপরিচিত সন্ধ্যা,
নির্মল হও, উজ্জ্বল হও
শালিক সন্ধ্যা খুঁজে পাক
আমাদের পরিনত রমন।
বৈশাখী বাতায়নে দোলা খুঁজে নিক
সুহাসিনী রমণিকে ।
যদি সন্ধ্যা প্রদীপ চলে আসার আগে
আমি রমন না হই,
আমাকে পূরণ করে নিক
অপরিণত বিকেল।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
সুজন কুতুবী বলেছেন: ধন্যবাদ শামীম ভাই ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯
কল্লোল আবেদীন বলেছেন:
চমৎকার কবিতা।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১২
রুদ্র জাহেদ বলেছেন: কাব্যভা বেশ আছে।আমার মনে হয় আরেকটু গভীরবোধ নিয়ে লিখলে আরো ভালো হবেই
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! লেখায় বেশ গভীরতা আছে। আছে ছন্দের মাধুর্যতা। ভালো লাগলো।