নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

আজকে হবে বাঘের লড়াই

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২২






আজকে হবে বাঘের লড়াই
সেয়ানে সেয়ানে যুদ্ধ,
এশিয়া কাপ আনবে ঘরে
মনটা করে শুদ্ধ।

সোনার দেশের সোনার ছেলে
চোখে অসীম সুখ,
জয়ের কেতন ঐ উড়িয়ে
করবে উঁচু মুখ।

দামাল ছেলে শক্ত হাতে
ধরো মাঠের হাল,
দাওরে ভাই উড়িয়ে দাও
বিজয়েরই পাল।



(ছড়া লেখার অপচেষ্টা মাত্র।
ব্লগের ভাই/বন্ধুরা ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখবেন আশা করি)



ছবিঃ সংগৃহীত।[




মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:

বাংলাদেশ জয়ের আশা কয় পারসেন্ট.....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

নজসু বলেছেন: জিতবে কিনা জানিনা। তবে ভাই আমার আশাটা ১০০%।
অনেকটা আশা জেগে আছে আমার ভিতরে।
একটা বিশ্বাস কাজ করছে জিতবে।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:

বন্ধু কোন টপিক নিয়ে লেখালিখি কর....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

নজসু বলেছেন: আমার আসলে লেখা লেখির কোন দক্ষতা নাই। তাই বিষয়ভিত্তিক নিয়ে লেখা তেমন ভাবিনি।
মন যা চায় তাই লিখি।
তবে, ব্লগে তোমাদের সুন্দর সুন্দর লেখা পাঠ করে লেখার ইচ্ছা জাগে।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ছড়া সুন্দর হয়েছে, তবে খেলা নিয়ে আমার খুবই টেনশন হচ্ছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

নজসু বলেছেন: মনটা এখনও খচখচ করছে।
আমরা অল্পের জন্য হেরে যাই।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

সাদা মনের মানুষ বলেছেন:

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

নজসু বলেছেন: সকাল সকাল ধোঁয়া ওঠা গরম চায়ে মনটা প্রশান্তিতে ভরে গেল।
শুভ সকাল।
ভালো থাকবেন।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

আরোগ্য বলেছেন: দোয়া করি বাংলাদেশ যেন জিতে আর এই খুশিতে আমাদের যেন সেফ করে দেয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

নজসু বলেছেন: চলতে চলতে থেমে গেল বাংলাদেশ :(

সেফ হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি ভাই।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাংলাদেশ জয়ী হবেই হবে। আল্লাহ্‌ ভরসা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮

নজসু বলেছেন: আমরা অল্পের জন্য জয়ের আনন্দযাত্র করতে পারলাম না।
এটা একটা বড় আফসোস রয়ে গেল।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরা লড়াই করেছি। জয় আমাদের আসতো।। তারা লিটন কে চক্রান্ত করে আউট করেছে।।



ভালো লিখেছেন। সুন্দর প্রকাশ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

নজসু বলেছেন: ঠিক বলেছেন বন্ধু আমরা লড়াই করেই হেরেছি।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

লিখতে বস্লেই সব চলে আসবে... এবং তা লিখে পেলবেন.... তারপর তা যাচাইবাচাই করে....

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

নজসু বলেছেন: ঠিক আছে বন্ধু।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

বাকপ্রবাস বলেছেন: আপনার ছড়ার হাত ভাল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

নজসু বলেছেন: আপনার এই কমেন্টটা আমায় যে কতখানি প্রেরণা জোগালো তা ভাষায় বোঝাতে পারবো না।
খুব খুশি হলাম আপনার মতো ছন্দকারের এমন মন্তব্য পেয়ে।
ভালো থাকুন, হাসি খুশি থাকুন এই কামনা করি।

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১৩

সূর্যালোক । বলেছেন: হেরে গেলাম ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

নজসু বলেছেন: :(
আমরা জিততে জিততে হেরে গেলাম।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লড়াই হয়েছিল। ফলাফল যাই হোক নিপাট আনন্দ পাওয়া গেছে।
পাশাপাশি সুজনভায়ের ছড়াটিও ভালো হয়েছে। লাইক দিয়েছি ।


শুভকামনা রইল।


০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৩

নজসু বলেছেন: আমরা লড়াই করে হেরেছি।

ছড়া ভালো হয়েছে জেনে ভালো লাগলো।

অনেক অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা রইল।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

এ.এস বাশার বলেছেন: ভালো হয়েছে ছড়া.....সুখ পাঠ্য.....

শুভকামনা রইল সুজন ভাই।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

নজসু বলেছেন: জিম্বাবুয়ে কে নাজেহাল করে হারালো বাংলাদেশ।

এশিয়া কাপে প্রত্যাশা ছিল।

ছড়া ভালো হয়েছে জেনে ভালো লাগছে।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: বাকপ্রবাস বলেছেন: আপনার ছড়ার হাত ভাল - আমিও তাই বলি।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৭

রূপম রিজওয়ান বলেছেন: পরের দেড় বছরের মধ্যে দলের কি হাল হয়েছে! :( :(
ঘরোয়া ক্রিকেটকে মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে না পারলে সুখস্বপ্ন কেটে যেতে সময় লাগবেনা।
ওদিকে আফগানিস্তান..... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.