নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

জমিয়ে চলুক ব্লগিং; শুভ হোক সবার ব্লগিং

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

হতাশা বাড়ছিল।
ব্লগারদের ব্লগবাড়ি ঘুরে ঘুরে দেখি আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোন কাজ ছিলনা।
নতুন ব্লগারদের প্রাথমিক পর্যায়ে ৩ দিন পর্যবেক্ষণে রাখা হয়। আমার বয়স ১ মাস ২ সপ্তাহ পেরিয়ে গেল। দুইদিন আগে কোন এক ভাইয়ের নিরাপদ হবার পর একটা পোষ্ট দেখলাম। উনি এক বছর পর নিরাপদ হয়েছেন। মনটা খারাপ আর হতাশায় ভরে গেল। এক বছর কি আমার ধৈর্যে কুলাবে?

শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ব্লগার সৈয়দ ইসলাম ভাইকে। আজকে সকালে মন্তব্য আর পাল্টা মন্তব্যে কথা হচ্ছিল উনার সাথে। আমি নিরাপদ হচ্ছিনা দেখে উনি বললেন-"গঠনমূলক ও শৈল্পিক লেখা প্রকাশ ও মন্তব্য চালিয়ে যাও। তারপর কোন কিছু না হলে তাদেরকে মেইল কর।" পাশাপাশি আরও কিছু দিক নির্দেশনা দিলেন। উনার কথামতো কাজ করলাম। সকাল ১১টা ৭ মিনিটে পেলাম এক আনন্দের সংবাদ। আমার ব্লগ বাড়িতে জ্বলজ্বল করছে একটি সাইনবোর্ড-

আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।

এবার জমিয়ে চালাবো ব্লগিং।

একটা জিনিস লক্ষ্য করলাম এখানেও সবাই আন্তরিক। নতুন বলে কেউ অবহেলা করেন নি। সবাই পোষ্টে কমেন্ট করে প্রেরণা জুগিয়েছেন। কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়।
বিজন রয়, কাওসার চৌধুরী, ভ্রমরের ডানা, মেহেদী হাসান হাসিব, কবির নাঈম দোদুল , আব্দুল্লাহ্ আল মামুন , রাকু হাসান , পদাতিক চৌধুরি, আরোগ্য , সনেট কবি, মাহমুদুর রহমান, ল, মুহাম্মাদ খাইরুল ইসলাম, ঠাকুরমাহমুদ , জুনায়েদ বি রাহমান, মোঃ মাইদুল সরকার (মোঃ মাইদুল সরকার ভাইও ব্লগে নিরাপদ হবার বিষয়ে আমার জন্য কষ্ট করেছেন), স্বপ্নীল ফিরোজ , মোস্তফা সোহেল, ফারিহা হোসেন প্রভা, এ.এস বাশার, চাঁদগাজী , জসীম অসীম, সাদা মনের মানুষ , বাকপ্রবাস, সূর্যালোক ।, সেলিম আনোয়ার , সৈয়দ ইসলামসহ আরও বেশ কয়েকজন আমার পোষ্টে মন্তব্য করে প্রেরণা জুগিয়েছেন। কয়েকজন শ্রদ্ধেয় ব্লগার ভাই বোন নিয়মিত আমার সব পোষ্টে এসেছেন। তারা জানেন। তাই তাদের নাম আর আলাদা করে উল্লেখ করলাম না।

একজন ব্লগারের নাম ইচ্ছে করেই উল্লেখ করিনি। আলাদাভাবে তার তাম উল্লেখ করলাম বলে ক্ষমাপ্রার্থী। তিনি হলেন স্রাঞ্জি সে। একজন বন্ধু। আমার মনে হয় তিনি সবার খুব সহজে আপন হতে পারেন। নতুন ব্লগার হিসেবে উনি প্রতিটি দিন আমার খোঁজ খবর নিয়েছেন।

সবার প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা। যদি কখনও কোন ভুল করে ফেলি আপনারা সংশোধন করে দেবেন আশা করি। সবাই ভালো থাকবেন।

শুভ হোক সবার ব্লগিং।।

মন্তব্য ৭৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

বন্ধু প্রথম পাতায় স্বাগতম।


এবার জম্পেশ লিখা শুরু করে দিন। শুধু ছড়া হলে হবে না গল্প চাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

নজসু বলেছেন: পারবো কি? প্রথম পাতায় আসতে পেরে খুব ভালো লাগছে।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে শুভ হোক আপনার পথ চলা।অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

নজসু বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন আপনিও।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪

আরোগ্য বলেছেন: bro, congrats, wish you good luck. very happy for you.

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

নজসু বলেছেন: থ্যান্ক ইউ ভাই।
ভালো থাকবেন।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

সৈকত জোহা বলেছেন: সুজন সাহেব আপনাকে অভিনন্দন।
আমার ধারণা আপনারা একটা সার্কেল একসাথে ব্লগে যুক্ত হয়েছেন। সম্ভবত ৪/৫ জন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

নজসু বলেছেন: অনেক ধন্যবাদ সৈকত জোহা ভাই।

প্রথম পাতায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

বাকপ্রবাস বলেছেন: শুভ সংবাদ। কিছুদিন আগে আমি একটা ব্লগে আইডি করেছিলাম কিন্তু সেখানে দুই তিন দিন থাকার পর আর যাইনা, প্রথম পাতায় আসার এতো হাঙ্গামা সহ্য করা সম্ভব না।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

নজসু বলেছেন: আমিও খুব হতাশ হয়ে পরেছিলাম।
আর ২/১ টা দিন গেলে হয়তো ব্লগে আসার আগ্রহ হারিয়ে ফেলতাম।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

আরজু পনি বলেছেন: আচ্ছা...

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

নজসু বলেছেন: দোয়া রাখবেন ভাই।
ভালো থাকবেন।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: প্রথম পাতায় আগমনে শুভেচ্ছা স্বাগতম!
ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক, নিরাপদ হোক!
হ্যাপী ব্লগিং!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

নজসু বলেছেন: অনুপ্রাণিত হলাম ভাই।
দোয়া করবেন ব্লগে যেন আপনাদের যোগ্য উত্তরসূরী হতে পারি।
শুভকামনা।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

সৈয়দ ইসলাম বলেছেন:
প্রথম পাতায় আগত প্রথম আনন্দে আমার প্রথম উপহার।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

নজসু বলেছেন: আপনার সুন্দর উপহারটি সানন্দে গৃহীত হলো।
এবং ধন্যবাদ আপনাকে।
প্রথম পাতায় আসার জন্য আপনার পরামর্শ আমার খুব কাজে লেগেছে।
শুভেচ্ছা।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ খবর! অত্যন্ত আনন্দ পেলাম। আনন্দ পেলাম এটা দেখেও যে ব্লগে আমরা আপনার বন্ধু হলেও স্রাঞ্জি সে - র সঙ্গে আপনার মিথোস্ক্রিয়াটা একটু বেশি, সেই স্রাঞ্জি সে ভাইয়া একেবারে প্রথম কমেন্ট রেখে বন্ধুর মানোন্নয়নে থথার্থ সাক্ষী হয়েছেন। দুজনকেই আমার অন্তরের অভিনন্দন ও শুভেচ্ছা।

পাশাপাশি প্রথম পাতায় সুযোগ পাওয়া মানে দায়িত্ব বাড়লো বৈকি। আরও সুন্দর সুন্দর পোস্ট দিন এবং আমাদের ঋদ্ধ করুন।

হৃদয়ভরা ভালোবাসা আপনাকে ♥♥।


০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

নজসু বলেছেন: আমিও অভিভূত স্রাঞ্জি সে এর প্রথম কমেন্ট পেয়ে।
ব্লগে এসে যে কয়জনকে খুব আন্তরিক হিসেবে দেখেছি, যাদের ব্যবহারে অমবয়িকতা লক্ষ্য করেছি এবং ভালোবেসেছি তাদের মধ্যে আপনিও একজন।
খুব পছন্দের একজন।

আপনার শুভাকাঙ্খী আমি।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: ব্লগিং হোক আনন্দময়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

নজসু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের দেখে অনুপ্রাণিত হই।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন, লিখুন! এখন আপনি ব্লগার জেনারেশনের অংশ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

নজসু বলেছেন: ব্লগে আপনাদের আরও কাছাকাছি থাকতে পারবো এরচেয়ে আনন্দের আর কি আছে?

ভালো থাকুন।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: শুভ ব্লগিং। জোরছে চালাবেন। ব্লগ মাতিয়ে দিবেন কিন্তু।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

নজসু বলেছেন: ভাই আমি ব্লগে নতুন। আপনাদের অনুপ্রেরণা পেলে চলতে পারবো।
ভালো থাকুন এই কামনা করি।
শুভ ব্লগিং। :)

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চাঁদগাজীবলেছেন:অভিনন্দন, লিখুন! এখন আপনি ব্লগার জেনারেশনের অংশ

সেটাই। তবে লেখক বাচ্চার প্রোপিক দিল কেন??B:-)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

নজসু বলেছেন: কঠিন প্রশ্ন ভাই।

আসলে আমার বয়সটা তিন কুড়ি হলেও মন এবং স্বভাবটা বাচ্চা বাচ্চা । তাই হয়তো। :D

আপনাকে ব্লগে পেয়ে খুশি হলাম।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: অভিনন্দন ভাই। লেখা চলুক জমিয়ে! ফুলেল শুভেচ্ছা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

নজসু বলেছেন: মেহেদী ভাই, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

সনেট কবি বলেছেন: আপনাকে অভিনন্দন।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

নজসু বলেছেন:
শুভেচ্ছা নিন হাজার গোলাপের জানাই আপনাকে সালাম,
আপনার আগমনে ধন্য আমার হৃদয়, শ্রদ্ধা জনালাম ।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০

রাকু হাসান বলেছেন:
অভিনন্দন :) । সুখবর ।

প্রত্যাশা থাকবে মুগ্ধ করে রাখবেন নিজ লেখায় । নতুন প্রতি নিজ দায়িত্বটাও পালন করা হোক সেই কামনা । হোক ব্লগিং । :)

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

নজসু বলেছেন: সুন্দর কমেন্ট বক্স দেখে মুগ্ধতায় ভরে গেল মন।
প্রার্থণা করবেন প্রত্যাশা যেন পূরণে সচেষ্ট হই।
ভালো থাকুন।।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন। পথচলা শুভ হোক।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪

নজসু বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।
শুভেচ্ছা জানবেন।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন, শুভকামনা

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

নজসু বলেছেন: নয়ন ভাই শুভকামনা রইল আপনার জন্যও।
ভালো থাকুন।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
হ্যাপি ব্লগিং :)

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

নজসু বলেছেন: ধন্যবাদ বোন।
শুভ ব্লগিং।

২০| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২২

কাতিআশা বলেছেন: শুভ ব্লগিং।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

নজসু বলেছেন: শুভ ব্লগিং।
শুভ সকাল।
শুভ হোক প্রতিটি দিন।

২১| ০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪০

কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে। শুভ হোক সামুতে পথচলা। লিখুন এবার মন খুলে।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

নজসু বলেছেন: খুব সুন্দর ফুল। ফুলের সুবাসে ভরে গেল আমার ব্লগ।

শুভ সকাল।

শুভ কামনায়।

২২| ০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এবার লিখতে থাকুন, আছি সাথে সব সময়।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

নজসু বলেছেন: সাথে থাকবেন জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১০

সাদা মনের মানুষ বলেছেন:

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নজসু বলেছেন: সকালের দেয়া ধোয়া ওঠা গরম গরম চা এখন খেলাম। :)

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনার নাম কি সুজন? অনেক অভিনন্দন, আনন্দময় হোক আপনার ব্লগিং জীবন।

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

নজসু বলেছেন: নামে কিবা আসে যায় ভাই।
আনন্দ নেমে আসুক সবার জীবনে।
ভালো থাকবেন।
ধন্যবাদ।

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল বন্ধু.....

কেমন আছ???

০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৮

নজসু বলেছেন: শুভ সকাল বন্ধু। (২৪ ঘন্টা পর)
আমি ভালো আছি।
তুমি মনে একটু বেশি ব্যস্ত।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

হাবিব বলেছেন: আশা আর ভয়ের মাঝে এখনো আছি, আমি জানি না কতটা পারবো। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি সেফ হতে পারবো? আবার প্রিয় অনেক ভাইয়ের মন্তব্য দেখে ভরসা পাচ্ছি। অনেক আগে থেকেই আমি মনযোগ দিয়ে ব্লগে উঁকি মারতাম। অনেক দ্বিধার মাঝে সামুতে আসা। কতদিন লাগবে জানিনা। তবে যতদিনই লাগুক সামুতে ছিলাম-আছি-থাকব । যত দিন দেহে আছে হৃদস্পন্দন। দোয়ার দরখাস্ত রইলো অগ্রজদের নিকট।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

নজসু বলেছেন: স্যার চিন্তা করবেন না। নিরাপদ হয়ে যাবেন।
নিরাপদ হতে না পেরে আমারও খুব খারাপ লাগছিল।
সম্ভবত মাইদুল ভাই আপনার ব্লগে একটা লিংক দিয়েছেন। আমিও ওটা ফলো করেছি।
মেইল করতে পারেন মডারেটরকে।

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন খবর। এবার আর মন খারাপ নয়। চালিয়ে যান আনন্দে ব্লগীয় জীবন।

সুখকর হোক আগামীর পথ চলা।

আমার আঁকা রজনীগন্ধা দিলেম উপহার-

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

নজসু বলেছেন: মাইদুল ভাই, সকালবেলা স্নিগ্ধ সুন্দর রজনীগন্ধাটি দেখে প্রাণ জুড়িয়ে গেল।
আপনার আঁকা ছবি খুব সুন্দর।

২৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: অভিনন্দন।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

নজসু বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা।

২৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড নজসু ভাইয়ু!!!!!!! :)

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

নজসু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩০| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
শুভ ব্লগিং।। ;)

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

নজসু বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা।

৩১| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

এ.এস বাশার বলেছেন: শুভকামনা আপনার জন্য.... সুন্দন সুন্দর লেখা ও গঠন মুলক মন্তব্যে শুরু হোক আপনার সামনের পথচলা....


০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪

নজসু বলেছেন: সুন্দর মন্তব্য, সুন্দর ফুল।
ফুলের মতো সুন্দর হোক আপনার জীবন।

৩২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

আখেনাটেন বলেছেন: ব্লগিং জগতে সুস্বাগতম হে রাজন!

এবার মচৎকার লেখা দিয়ে ব্লগীয় ঢোলে বাড়ি মারুন জোরেসোরে হে মহাত্মন!

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

নজসু বলেছেন: শুকরিয়া। :)
ভালো থাকুন।

৩৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন:
তোমার প্রতিমন্তব্য দিতে হয় কেন। ব্লগার রা কি মনে করবে....

তো কি খবর, নতুন পোস্ট দাও।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

নজসু বলেছেন: অনলাইনে থাকলেও সময় নিয়ে ব্লগে বসতে হচ্ছে বন্ধু।
জানি, ব্লগার বন্ধুরা বিরক্ত হতে পারেন।
পোষ্ট একটা রেডি আছে।
এটার কমেন্টের জবাবগুলো দেয়া শেষ হলে পোষ্ট দিবো। :)

৩৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৮

স্রাঞ্জি সে বলেছেন:
... দিতে দেরী হয় কেন...

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

নজসু বলেছেন: নাও..। শেষ। :D

৩৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: আমিও দুইদিন হল শুরু করলাম। আপনার লেখা পড়ে বুঝতে পারলাম বেশ সবুর করতে হবে।
আপনাকে অভিনন্দন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

নজসু বলেছেন:




আপনান জন্য শুভকামনা রইল।
ভালো থাকবেন।

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: এখানেও একবার ঢু মারলাম B-))

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

নজসু বলেছেন:




আমার প্রিয় ভ্রাতা,
এই যে ঢুঁ মারলেন.....এই কারণগুলোর জন্যই হয়তো সবাই আপনাকে এতো ভালোবাসে।
আমিও। :-B

৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

তারেক ফাহিম বলেছেন: যে আমার প্রতি এতটা আন্তরিক তার সেফ হওয়া ব্লগটিতে আমার মন্তব্য নাই :((

পোষ্টটি হয়ত চোখে পড়েনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয়।

ভার্চুয়াল জগতেও এত আন্তরিক হয়, আপনাদের না দেখলে বুঝতামনা।

ভালো থাকুন নিরন্তন।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

নজসু বলেছেন:



প্রিয় ফাহিম ভাই।
আপনি বাস করছেন হৃদয়ের এমন একটা স্থানে, যেখানে কেউ থাকলে তার উপর মন খারাপ করা যায় না।
আমিও অত্যন্ত ভাগ্যবান যে আপনার মতো এমন ভাই/বন্ধু পেয়েছি।

দোয়া করি ভাই, আজীবন ভালো থাকুন। জগতের সকল সুখ আনন্দ যেন আপনার হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.