নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

কাকের রাজ্য

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১






কাকের রাজ্যে কাক রাজা
মন্ত্রী পাখি দোয়েল,
ঢাল বিহীন সেনাপতি
ছোট্ট পাখি কোয়েল।
আকাশ ঝরা তারার মেলা
ময়ূরী গানের কন্যা,
মিষ্টি মধুর নিত্য সুরে
বয় যে খুশির বন্যা।
বাবুই পাখি শিল্পী হল
ময়না গেল ফাঁকা,
কাকের বদলে সে রাজ্যে
কোকিল করে কা-কা।

মন্তব্য ৮১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: কাক আর কোকিলের মধ্যে পার্থক্য কি কি?

কবিতা অনেক ভাল হয়েছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৪

নজসু বলেছেন: দাদা, অন্ততঃ একটা পার্থক্য বেশি লক্ষ্যনীয় আর তা হলো কণ্ঠস্বর।
কাক-কর্কশ
কোকিল- সুমধুর।

ভালো থাকবেন।

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাকের বদলে সে রাজ্যে
কোকিল করে কা-কা।

......................................................................
লেখাটায় অনেক অর্থবোধক ++

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

নজসু বলেছেন: হৃদয় দিয়ে ছড়া পাঠ করায় কৃতজ্ঞতা।
অনুপ্রাণিত হলাম ভাই।
ভালো থাকুন।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

হাবিব বলেছেন: অনেক ভালো লাগলো। তাই আপনার কবিতার অনুসরনে লিখলাম।

আমার রাজ্যে আমি রাজা
মন্ত্রী কেহ নাই,
সেনাপতি কে হবে তার
কোথায় গেলে পাই?

ফুল বাগানে ফুল ফুটিল
নিত্য যেথায় প্রজাপতি,
খেলা করে ফুলের উপর
করেনা সে কোন ক্ষতি।

গুন গুনিয়ে গান শোনালো
ছোট্ট কালো ২ টি ভ্রুমর,
মধুর সুরে মন কারিলো
করবো না আজ কোন গোমর।

কাকাতুয়া ছুটে এল
ময়না পাখির রূপ দেখিয়া,
আর- কথা বলতে শুরু করলো
বুলবুলি আর মিষ্টি টিয়া।

কেউ হবে না মন্ত্রী আমার
সবাই হবে আমার প্রজা,
কি করিয়া দেশ চলিবে
আমার রাজ্যে আমিই রাজা।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

নজসু বলেছেন: স্যার খুব সুন্দর হয়েছে।
আপনার এই তাৎক্ষণিক রচনা অনেক পোষ্টে খেয়াল করেছি
আর মুগ্ধ হয়েছি।
ভালো থাকবেন।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

নষ্টজীবন® বলেছেন: ভালো লাগাজানবেন, সুন্দর লিখেছেন

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

নজসু বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
সবসময় ভালো থাকুন এই প্রত্যাশা রইল।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

বাকপ্রবাস বলেছেন: আকাশ ঝরা টা ভরাও হতে পারে, আকাশে তারার মেলা সূত্রে ভরা। ঝরাও হতে পারে যখন তারা ঝরে পড়ে।

বাবুই পাখী শিল্পী হল
ময়নার শখ ডাক্তার
কাকেরও যে সর্দি হল
কী যে হবে নাকটার।

দুস্থ্য রাজা তায় বলে কী
রাজ্য রবে ফাঁকা?
ওই দেখনা প্রক্সি দিয়ে
কোকিল করে কাকা।
........................................
একটু বিশ্লেষণ করা যাক। ছড়া অর্থবোধক হতে হবে তেমন নয়, তবে যেহেতু একটা পাখী রাজ্যের বর্ণতা এবং সেখানে কাক রাজা, কেনইবা কোকিল কা কা করবে তার কোন সূত্র নাই, তায় আমি সূত্রটা দেবার চেষ্টা করেছি। আর ময়না গেল ফাঁকা শব্দটা কেমন যেন খাপছাড়া। কিসে হতে ফাঁকা প্রশ্নটাও এসে যায়।
............................
ছড়া খুব সুন্দর হয়েছে। অসাধারণ। আমি জাষ্ট কিছু টেকনিক্যাল কমেন্ট করলাম আরেকটু গুছিয়ে চিন্তা করলাম মাত্র।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

নজসু বলেছেন: এখন মনে হচ্ছে ঝরাটা ভরা হলেই মনে হয় ভালো হতো।
আগামীতে শব্দ চয়নে সর্তক থাকবো আশা করছি।
আপনার সুন্দর বিশ্লেষন আমাকে মোহিত করলো।
আপনার ছন্দ অসাধারন।
এভাবে আপনার পরামর্শ সবসময় পেলে নিজেকে তৈরি করে নিতে পারবো।

ময়না ফাঁকা গেল এই কথাটার অর্থ আমি অন্যভাবে তৈরি করেছি।
আমারা জানি ময়না গানের পাখি।
আর বাবুই শিল্পী বা তাঁতি পাখি।
বাবুইয়ের কাজ সুন্দর সুন্দর বাসা বানানো।
শিল্পী নাম পেয়েছে বলে বাসা বানানো বাদ দিয়ে গান গাওয়া শুরু করেছে।
যেটা তার করা উচিত নয়।।
গান গাইতে না পেরে ময়না তাই ফাঁকা গেল। ।

জানিনা কতখানি ভাবতে পেরেছি।
আপনার মতামত আশা করছি।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭

স্বচ্ছ দর্পন বলেছেন: সুন্দর হয়েছে ভাই।

আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

নজসু বলেছেন: ধন্যবাদ জানবেন।
ছড়া ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনার ব্লগে যাবার ইচ্ছে রইল।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪

তারেক ফাহিম বলেছেন: ছড়াতে ভালোলাগা +

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

নজসু বলেছেন: আপনার দেয়া প্লাস পেয়ে খুব ভালো লাগছে।
ভালো থাকবেন।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর।। কাকের গান কোকিল

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

নজসু বলেছেন: সব কিছু কেমন যেন পাল্টে যাচ্ছে মনে হচ্ছে।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: কাক! হে কালো কাক।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

নজসু বলেছেন: কোথায় যেন পড়েছিলাম একটা কাকের দিকে যত সময় নিয়েই তাকিয়ে থাকেন না কেন
পরে অন্য কাক থেকে সেই কাককে আপনি আলাদা করতে পারবেন না।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ছড়া।

শুভেচ্ছা রইল।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

নজসু বলেছেন: আপনার মুখে বাহ শব্দটা শুনে খুব ভালো লাগছে।
আপনি ভালো থাকবেন।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। বেশ ভাল লেগেছে।
ময়ূর নরমালি ফেখম খুলে নাচের জন্য বিখ্যাত। গানের কথা কখনো শুনিনি। যদি বর্তমান সমাজের উপমা হয় তবে ঠিক আছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

নজসু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঠিকই ভাই, ময়ূর পেখম খুলে নাচে।
দিন বদলে যাচ্ছে। কোকিলের কাজ কাক করছে।
ময়নার কাজ বাবুই করছে।
তাই ময়ূর নাচতে ভুলে গিয়ে গান গাইছে।

১২| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮

নজসু বলেছেন: আপনার দোয়া আমার কাম্য।
ভালো থাকবেন।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

কাওসার চৌধুরী বলেছেন:



শেষের লাইন দু'টি তো দারুন!! সময়ের প্রেক্ষিতে চমৎকার কাব্য। +++

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

নজসু বলেছেন: আপনার অনবদ্য মন্তব্য আমার চলার প্রেরণা।
ভালো থাকবেন।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

আরোগ্য বলেছেন: কবিতাটা কিন্তু দারুণ হয়েছে। কাওসার ভাইর সাথে একমত।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

নজসু বলেছেন: ভালো হয়েছে জেনে আমি খুব খুশি হলাম ভাই।
আপনিও ভালো থাকবেন।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার কাছে কাকই ভালো। আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছ্ন্ন রাখে। :P

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

নজসু বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই।
কিন্তু কাক ভায়া যে, আবর্জনা পরিস্কার না করে রাজা হয়ে বসে আছেন।
পরিবেশ পরিচ্ছন্ন হচ্ছে না কিন্তু। :D

শুভকামনা আপনার জন্য।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

স্রাঞ্জি সে বলেছেন:

দারুণ লিখেছ বন্ধু.... :)


প্রতিমন্তব্য তাড়াতাড়ি দিচ্ছ দেখে ভাল লাগল।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

নজসু বলেছেন: এবার তুমি এলে সবার শেষে। :(

দ্রুত প্রতিমন্তব্য দিচ্ছি তোমার পরামর্শ পেয়ে।

তোমার মতো বন্ধুর কথা অমান্য করা যাবেনা।

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

কাছের-মানুষ বলেছেন: ছড়াতে মিষ্টি হয়েছে।
পড়তে সুস্বাদু লাগল।


+++

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নজসু বলেছেন: এতো সুন্দর কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে।
সবসময় ভালো থাকুন।।

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:

নয় টাই ঘুমাই ছিলাম, উঠছি দেড় টার দিকে। তাই কিঞ্চিৎ মিস হয়ো গেল... =p~


হা হা ছড়ায় দেখতেছি সবাই প্যারাডক্স হয়ে গেছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নজসু বলেছেন: সুখের নিদ্রা। :D

ছড়া কি হয় না হয় আমি কখনই তা চিন্তা করিনা। :)

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

ওমেরা বলেছেন: কাকের রাজ্যের ছড়া ভালই হয়েছে ।ধন্যবাদ ।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

নজসু বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।

২০| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

সূর্যালোক । বলেছেন: ছড়া ও বাকপ্রবাস ভাইয়ার মন্তব্য ভালো লেগেছে ।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

নজসু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।

২১| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

আবু হাসান লাবলু বলেছেন: কাকের কা কাতে কোকিল কোপাকাত।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

নজসু বলেছেন: ঠিক বলেছেন।
শুভেচ্ছা জানবেন।

২২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

এ.এস বাশার বলেছেন: ছড়া ভালো লেগেছে.................

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

নজসু বলেছেন: ছড়া ভালো লাগায় খুব খুশি হলাম।
সর্বদা ভালো থাকুন এই কামনা।

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

যবড়জং বলেছেন: মজার ছড়া +++

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

নজসু বলেছেন: মজা পেয়েছেন জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



মন্ত্রীত্ব পায়নি এবার
শালিক টিয়া ময়না,
কাক পেয়ে শফথ নিতে
মোটেও দেরি সয়না।


০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

নজসু বলেছেন: :D :D :D :D
সুন্দর লিখেছেন।

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

স্রাঞ্জি সে বলেছেন:

বন্ধু কি খবর, কি করো...???

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪

নজসু বলেছেন: শুভ সকাল বন্ধু।
এইতো চলছে।
তোমার খবর কি?

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: ছোট্ট বাবু নজসুর ছড়া ভালো লেগেছে :P তবে ছোট্ট বাবুর ছড়াটি ছোট্ট হলেও অর্থবহ ।

আচ্ছা, কেন হাস হতে চাওয়া ? যদিও হাসও একটি পাখি কিন্তু অন্য কোন পাখি কেন নয় ?

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

নজসু বলেছেন: শুভ সকাল।
ছড়া ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে।

হাঁস হতে চেয়েছি খুব সাধারন একটা কারণে।
এটা আমার অনেক দিনের ইচ্ছা।

আপনার সুন্দর মন্তব্যের জন্য খুব খুশি হয়েছি।

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩

আখেনাটেন বলেছেন: বাচ্চারা শুনলে বেশ মজা পাবে। :D

ভালো লিখেছেন।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৯

নজসু বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহিত করলো।

ভালো থাকবেন সবসময়।

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯

নীল আকাশ বলেছেন: এখানে তো দেখছি সব কবিদের মেলা আর হাট বসেছে, বেশ বেশ!
এক সাথে সবাই কে পেয়েছি, দারুন।
নজসু ভাই, ছন্দে ছন্দে ছড়াটা কিন্তু সত্যই ভালো হয়েছে......

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫০

নজসু বলেছেন: আপনাদের মতো প্রিয় ব্লগারদের ব্লগে আমার ব্লগে পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি।
সবার প্রতি কৃতজ্ঞতা।

আপনার সুন্দর মন্তব্য আমার এগিয়ে যাওয়ার প্রেরণা হোক।

২৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০০

নতুন নকিব বলেছেন:



সুন্দর। শুভেচ্ছ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।
শুভ সকাল।

আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাখিদের নিয়ে সুন্দর কাব্যকথা।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নজসু বলেছেন: ধন্যবাদ অবিরাম।
শুভেচ্ছা ও শুভকামনা।

৩১| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: দোয়েল কোয়েল বাবুই ময়না কোকিল সবই আমার খুব পছন্দের পাখি জনাব।
তবে কাক! আজ পরিক্ষার হলে কেমিস্ট্রি পরিক্ষা দিচ্ছিলাম, হঠাত করে একটি কাক আসলো জানালার পাশে। আমি ভয়ে পেয়ে গিয়েছিলাম। যার ফলে কলমের কালি আমার লিখা জায়গায় পরে পুরো নষ্ট হয়েছিলো। :((

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

নজসু বলেছেন: হঠাৎ করে কাক পরীক্ষার হলে গেল কেন?
নাকি পরিদর্শক হয়ে গিয়েছিল?

আশা করি পরীক্ষা ভালো হয়েছে।

ছড়া কেমন লাগলো তাতো বললেন না।

৩২| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

বুদ্বিমান গাধা বলেছেন: ভালো লেগেছে ছড়া।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

নজসু বলেছেন: ছড়া ভালো লাগায় খুব খুশি হলাম।
আপনার সুন্দর সুন্দর লেখার প্রতীক্ষায় রইলাম।

৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক ভালো লেগেছে ছড়া। আপনার পাখিদের প্রতি প্রেম দেখে আমি মুগ্ধ জনাব।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৭

নজসু বলেছেন: অনেক ধন্যবাদ বোন।
ফুল পাখি নদী পাহাড় মনে হয় সবার পছন্দ।

৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২

আরজু পনি বলেছেন: মন্তব্যগুলো পড়লাম না।
কিন্তু কবিতাটা লেখার সময় সম্ভবত কবি রূপক কিছু ভেবে লিখেছেন।
আমি ছন্দ বুঝি না। তবুও ছন্দে পড়তে ভালো লেগেছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৯

নজসু বলেছেন: আপনি মনে করে আমার ব্লগে এসেছেন আমি খুব খুশি হয়েছি।
ছন্দ পড়তে ভালো লেগেছে জেনে আরও বেশি খুশি লাগছে।

ভালো থাকবেন এই কামনা করি।

৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুপাঠ্য ছড়া। ++++

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

নজসু বলেছেন: অনেক ধন্যবাদ ছড়া ভালো লাগায় ।

৩৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


পড়তে ভালো লাগলো

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

নজসু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
ভালো থাকবেন।

৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:
চাঁদ গাজী সাহেব। সনেট কবির রুপ ধারণ করল নাকি।

৩৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:
পোস্ট ড্রাফট নিছ কেন

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

নজসু বলেছেন: পোষ্ট নিয়ে অনেক ঝামেলা হলো বন্ধু।
লম্বা ইতিহাস। :)

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

নজসু বলেছেন: তুমি কই? :(

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: মিষ্টি মিষ্টি কোবতে

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

নজসু বলেছেন: :-B

৪০| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৪

অক্পটে বলেছেন: দারুণ! অর্থবহ।

২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

নজসু বলেছেন:



শুনে খুশি হলাম প্রিয় ভাই।
শুভেচ্ছা জানবেন আর ভালো থাকবেন।

৪১| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার অন্তরনিহিত অরথটা ধরতে পারিনি, তবুও পড়তে ভাল লেগেছে। +
এই কবিতার আগে পর্যন্ত আপনার সবক'টি পোস্টে মন্তব্য রেখে এসেছি। একবার সময় করে দেখে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.