নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

রঙ্গ রসে ভালোবাসার অণুকবিতা-০১

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪





ছবিঃ গুগল থেকে নেয়া।



(১)
প্রিয় সখী কেমন আছিস
ভালোবাসা নিস,
নাইতে এলে পুকুরঘাটে
মিসকল দিস।



(২)
হৃদয় চুরি করে সখী
এইতো করলি বেশ,
তোর রূপে জ্বলে পুড়ে
সুজন নাইয়া শেষ।




(৩)
হাতটা হাতে রাখনা সখী
আমার দিকে তাকা,
দেখতে পাবি তুইযে শুধু
হৃদয় পটে আঁকা।




.............................................................................................................
[ড্রাফট হয়ে যাওয়া পোষ্টগুলোতে যারা মন্তব্য করেছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা]

মন্তব্য ৪১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: মানুষের মনে এত রস!!!!

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

নজসু বলেছেন: কেমন আছেন দাদা?
হাজারো সমস্যার মাঝে একটু আনন্দে থাকার প্রচেষ্টা । :)

২| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯

মোস্তফা সোহেল বলেছেন: কব্যকনা ভালই হয়েছে।তবে আরও কিছু কাব্য কনা এক সাথে দিতে পারতেন।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

নজসু বলেছেন: আপনি কি জানেন আপনার অনুকাব্য আমার অনুপ্রেরণা।
আমি ওখানে কমেন্ট করেছিলাম গেল কোথায়?

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

নজসু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আগে একটু একটু করে চর্চা করি।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


অনুকবিতার যুগ ছিলো ওমর খৈয়ামের সময়; এখনও কি লোকজন অনুকবিতা পড়েন?

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

নজসু বলেছেন: বর্তমানে মাঝে মাঝে দুই একটা পত্রিকার সাহিত্য পাতায় অনুকাব্য দেখতে পাই।
এখন খুব বেশি চল নেই মনে হয়।

দন্তস রওশনের অণুকবিতা পড়তে পড়তে সেগুলো ভালো লেগে যায়।
ব্লগেও দেখি মাঝে মাঝে পোষ্ট আসে।

তাই আমার নেই কাজ তো খই ভাজ আর কি। :)


৪| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো অনুকাব্য।

শুভকামনা সুজনভাইকে।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

নজসু বলেছেন: ভালো লেগেছে বলে খুশি হলাম।
এখন মরীচিকা- চারেই আছি।
একটু একটু করে এগিয়ে যাচ্ছি।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !!
ভালোলাগা।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

নজসু বলেছেন: আপনার ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করলো।

ভালো থাকবেন।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪

হাবিব বলেছেন:



(ক)

প্রিয় সখা- ভালো আছি
নিলাম ভালোবাসা,
নাইতে আমি চলে এসেছি
এবার পালা তোমার আসা।

(খ)

হৃদয় নিয়ে প্রেম দিয়েছি
গেছো কেন ভুলে?
আমি তো তোমায় জ্বালাতে আসিনি
হৃদয়ে রাখবো তুলে।

(গ)

হাতটা আছে তোমার হাতে
চোখটা মেলে দেখো,
ঐ হৃদয়ে রেখ আমায়
ভুলে যেও নাকো।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

নজসু বলেছেন: স্যার, আপনার লেখা যত পাঠ করছি ততো মুগ্ধ হচ্ছি।
অসাধারণ।

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪

আরোগ্য বলেছেন: ভাই নামটা সুজন সখী দিলে বেশি মানাতো।হা হা হা।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮

নজসু বলেছেন: ভাই, ২ নম্বরটা আর একবার পড়েন। :D

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

কাওসার চৌধুরী বলেছেন:



ভালবাসার চমৎকার অনুকবিতা। +++

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

নজসু বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।

৯| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

মোঃ তারিকুল ইসলাম (সাগর) বলেছেন: ভালো হয়েছে, তবে আরো কিছু লেখা যেত

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

নজসু বলেছেন: ভালো হয়েছে জেনে ভালো লাগছে।
এরপর থেকে আরো কিছু লেখার চেষ্টা করবো।
থন্যবাদ। ভালো থাকবেন।

১০| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: অনুকবিতার যুগ ছিলো ওমর খৈয়ামের সময়; এখনও কি লোকজন অনুকবিতা পড়েন?
আপনার এত সুন্দর অনু কবিতা পড়ার জন্য আমি ওমর খৈয়ামের সময়ে হলেও যেতে চাই, কুনু আপত্তি নাই!

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

নজসু বলেছেন: :) :) :)

আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।
অনু কবিতা সুন্দর হয়েছে জেনে ভালো লাগছে।

১১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

সাইন বোর্ড বলেছেন: নদীতে ঢেউ, বেশ উত্তাল বাতাস ।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

নজসু বলেছেন: তিতলি আসছে।
নবরঙ্গে সাজছে নদীগুলো।
উল্লাসে ফেটে পরছে যেন।

সুন্দর কমেন্টের জন্য অজস্র ধন্যবাদ।

১২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসেছ তিতলি
বসিয়েছি চায়ের কেটলি ?


আসুক না ঝড়
হবোনা মোরা পর।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

নজসু বলেছেন: .
পর করে সাধ্য কার
আছে একতা,
বন্ধন অটুট থাক
সাথে সততা।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

নজসু বলেছেন: ফুলের মতো সুন্দর হোক আপনার জীবন।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

আখেনাটেন বলেছেন: মাঝির নৌকোতে একসাথে অনেক সখি উঠে পড়েছে মনে হচ্ছে। সুজন মাঝির অবস্থা তো শ্যাষ। :-P :P

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

নজসু বলেছেন: কোন ঘাটে লাগাইবা তোমার নাও.
ও আমার. সুজন মাঝি রে.
কোন ঘাটে লাগাইবা তোমার নাও.
আমি পারের আসায় বইসা আছি.
আমায় লইয়া যাও

সখীদের আকুতি যদি এমন হয় তাহলে সুজন মাঝির
নৌকাসহ ডুবে মরা ছাড়া উপায় কি? :D

১৫| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৮

এস এম ইসমাঈল বলেছেন: ওরে সুজন নাইয়া!

প্রেমিক সুজন বুঝবে তখন
যখন খাবে ছ্যাঁকা,
হায়রে! তুমি আজও
রয়ে গেলে বোকা।

সুজনের বন্ধু :
শোন সুজন খোকা!
আমার একখান কথা,
পুকুর ঘাটে বসা আছে
পরাণ সখীর বাবা।

সখী :
তিনার হাতে লাঠি আছে
ওরে তুই যাসনে সেথা একা,
যখন তখন রসিক সুজন
বায়না ধরিস না।

সখী :
বাবার পাশে, কে আছে বসে,
দেখতে পাচ্ছ না?
বুইড়া মোড়ল বড়ই গাড়ল
ও তুই প্রাণে বাঁচবিনা।

সখী :
গাঁও গেরামের মেয়ে আমি
লাজে বাঁচি না।
ও তুই সখী সখী বলে আমায়
পাগল করিস না,

সখী :
"তুই কেনরে সখীর তরে
হইলিরে দেওয়ানা"?
সুজন :
"সখীর প্রেমের এত জ্বালা
আগে জানতাম না"।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

নজসু বলেছেন: দারুণ! দারুণ হয়েছে।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সখি আধুনিক ভীষন
বাথটাবে স্নান শেষ
পুকুর ঘাটে আর আসেনা
নেই সে আবেশ ;)

হৃদয় জ্বালিয়ে সূখ, সখির
সুজন পানে না চায়
হাজার সূজন কোরবানেতে
তার কি আসে যায় ;)

হৃদয় পটে আঁকা ছবির
নেইযে কোন মোল
ব্যাংক ব্যালেন্ম আর ফ্লাট র'লে
মেলে সখির কলরোল :P

হা হা হা
আপনার অণুকাব্যে খোচানুকাব্য ;) =p~

অনুকাব্যে +++

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

নজসু বলেছেন: খুব সুন্দর আর মজাদার হয়েছে আপনার খেচানুকাব্য। :D

১৭| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

বাকপ্রবাস বলেছেন: বেশ ভাল লেগেছে

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

নজসু বলেছেন: ভালো লাগায় খুশি হলাম প্রিয় ছড়াকার।

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

নজসু বলেছেন: খুব সুন্দর আর মজাদার হয়েছে আপনার খেচানুকাব্য। :D

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

নজসু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
জবাব দিতে দেরি হলো বলে দুঃখিত।
ভালো থাকবেন।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

২২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া সুজন নাইয়া এর তিন তিনটে অণুকবিতা পড়ে বেশ চমৎকৃত হ'লাম।
পোস্টে প্লাস + +।
পাঠকের মন্তব্যের উত্তর দেন না কেন? লেখকের কাছ থেকে মন্তব্যের উত্তর না পেলে নতুন কোন লেখায় মন্তব্য করার স্পৃহা থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.