নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

গদাধর মোকতার

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩



ছবিঃ ফেসবুকের একটি পাতা থেকে নেয়া।

গদাধর মোকতার,
হাক ডাক জোরে,
ঘুম চোখে পিটপিট
কাক ডাকা ভোরে।

থানা পাড়া, আদালত
বাম হাত তলা,
দুষ্টু কত ছাড়া পায়
শিষ্ট লোক কলা।

গদাধর হাসিমুখে
বেশি খায় পান,
লাউ কলা দুধ সাগু
পেলে গায় গান।

পড়ালেখা, ধরা জ্ঞান
আছে কিনা ঘটে,
আগুপিছু নাহি ভাবি
নিজে জ্ঞানী বটে।

ঠিক ভুল যতো পারো
গদা তুমি বলিও,
বড় বড় নোটগুলো
পকেটে ভরিও।

মন্তব্য ৭২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

সাইন বোর্ড বলেছেন: এসব গদাধরের এখন সুদিন, এদেরকে কিছু বলা যাবেসা ।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

নজসু বলেছেন: সত্য মিথ্যার চিরকালীন দ্বন্দ্বে মিথ্যাবাদীরা কৌশলে
প্রভাব খাটিয়ে কিছুদিনের জন্য টিকতে পারে ।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।

২| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

এভো বলেছেন: মজা পেলাম পড়ে । ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

নজসু বলেছেন: মজা পেয়েছেন জেনে খুশি হলাম।

ভালো থাকুন।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪

করুণাধারা বলেছেন: গদাধর মোক্তারের কবিতা পড়তে পড়তে সফদার ডাক্তারের কথা মনে পড়ে গেল.......

কবিতায় ভালো লাগা।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

নজসু বলেছেন: হোসনে আরার লেখা সফদার ডাকতার খুব মজার একটি লেখা।



সফদার ডাক্তার
মাথা ভরা টাক তার


কবিতা ভালো লাগায় খুশি হলাম।
ভালো থাকবেন।

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

মাকার মাহিতা বলেছেন: ওরা থাকুক সুখে, ওদের কিছু বলতে নেই।
চাকরী থাকবে না তবে।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

নজসু বলেছেন: নিজেকে বাঁচাতে হোক,
কাউকে খুশি করতে
অথবা স্বার্থের কারনেই হোক না কেন আমরা মিথ্যা বলে চলেছি।

আমাদের অভ্যাসের পরিবর্তণ হোক।

ধন্যবাদ মন্তব্য করার জন্য।
শুভেচ্ছা জানবেন।

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: মজার ছটা।

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

নজসু বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

৬| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর। আমাদের ব্যক্তি সমাজ জীবিনে সত্যকেই গ্রহন করা উচিৎ। মানুষ এখন শিক্ষিত হয়। মুখস্ত বিদ্যায় সার্টিফিকেট এর মালিক হয়। শিক্ষিত হয়না। তাই মানুষ হতে পারেনা । তাই তারা শিক্ষক হয়েও ছাত্রীকে টিজ করে। মুখস্ত বিদ্যা মানুষকে মানবিকতা শিক্ষা দিতে পারেনা।

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

নজসু বলেছেন: আপনার সুন্দর মন্তব্যখানা খুব ভালো লাগলো।

মানুষ এখন শিক্ষিত হয়। মুখস্ত বিদ্যায় সার্টিফিকেট এর মালিক হয়। শিক্ষিত হয়না। তাই মানুষ হতে পারেনা ।

সত্য কথা বলেছেন।

[অটঃ দুই মামুনে বিভ্রান্ত ছিলাম। আরেকজন মামুন ভাই আছেন তা আমি জানতাম না। আপনাকে ভেবে আপনার মিতার ব্লগ বাড়িতে নিয়মিত খোঁজ নিয়েছি। আজকে দুজনকে একসাথে না পেলে অন্ধকারেই থেকে যেতাম। এই কারণে আপনার অনেক লেখা আমি এড়িয়ে গেছি। এখন অবশ্য দুই মামুনের লেখাই আমার পছন্দের]

ভালো থাকবেন।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪

আরোগ্য বলেছেন: নন্দলালকে মনে পড়লো।

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

নজসু বলেছেন: দ্বিজেন্দ্রলাল রাযের নন্দলাল তো মজার এক ছড়া।

আপনাকে পেয়ে আমার ভালো লাগলো।
ভালো থাকবেন।

৮| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
তোমার ছড়া পেয়ে ভাল লাগল......... ;)

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

নজসু বলেছেন: ধইন্যা পাতা দিলাম তোমাকে। :D

৯| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

তারেক ফাহিম বলেছেন: গধাদের জন্যইতো প্রশ্নপত্র ফাঁস :(

ছড়ায় মুগ্ধতা।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২

নজসু বলেছেন: আপনার মন্তব্যে সকালের আলোটাকে আরও আলোকিত মনে হচ্ছে।
আপনার সুন্দর জীবনটা আরও বেশি বেশি আলোকিত এমনটাই কামনা করি।
ধন্যবাদ।

১০| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কিরমানী লিটন বলেছেন: গধাদের দখলেই আজ সবকিছু...
ছান্দসিক ছড়ার- মুগ্ধতা ছড়ালো- চমৎকার।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭

নজসু বলেছেন: আমরা কারণে অকারণে মিথ্যার আশ্রয় নেই।
কেউ নিজেকে ঝামেলা থেকে বাঁচাতে মিথ্যা বলি
আবার অন্যকে খুশি করতে ক্রমাগত মিথ্যা কথা বলে থাকি।
আবার এমন কিছু লোক আছে যারা নিজের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা কথা বলে।
কারণে অকারণে মিথ্যার আশ্রয় নেয়।
কিছু লোক আছে যারা নিজের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা কথা বলে।

আমরা সকল মিথ্যা থেকে দূরে থাকতে চাই।

আপনার মন্তব্যগুলো আপনার লেখার মতোই মিষ্টি।
ভালো লাগে।

১১| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ছন্দের নৃত্যের দেখে মনে হল যেন রূপসীর নৃত্য! অসাধারণ হয়েছে ভায়া!

প্লাশ++++

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০

নজসু বলেছেন: আপনার মন্তব্য আমাকে প্রেরণা জোগালো।
ভালো থাকুন সবসময় এই কামনা করি।

১২| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

হাবিব বলেছেন: চা হাতে নিয়ে সবে মাত্র চুমুক দিয়েছি। পিয়ন মামা ছোট্ট প্লেটে করে দুইটা কি তিনটা বিস্কুট দিয়ে গেল । শেষ বিকেলে চা বিস্কুট পেয়ে মজা করে খাচ্ছিলাম। চায়ে বিস্কুট কেবল চুবিয়েছি। হঠাৎ আপনার কবিতা পাঠে মনোযোগী হলাম। কবিতা শেষ করে চেয়ে দেখি হাতে বিস্কুট তা আর নেই। অবশেষে চা খাওয়া শেষ করে কাপের তলদেশে গলে যাওয়া বিস্কোটের দেহাবশেষ উদ্ধার করলাম।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

নজসু বলেছেন: স্যার কি বলি।।।
আপনার মতো একজন লেখকের কাছে এমন উজ্জীবনী মন্তব্য পেতে কার না ভালো লাগে।
আমারও ভালো লাগলো।

ভালো থাকবেন।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, বেশ মজা পেলাম।

শুভকামনা প্রিয় সুজন ভাই কে।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪

নজসু বলেছেন: আপনি মজা পেয়েছেন
আমি খুশি হয়েছি।
আপনার জন্যও শুভামনা।

ভালো থাকুন অবিরত।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চমৎকার বর্ণনা।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

নজসু বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।।
ভালো থাকবেন।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ও তাই? আমি একদিন নিজেই তো ভয় পেয়ে গেছিলাম। দেখি আমার নামে লেখা পোস্ট। আমি ভাবলাম ফেসবুকের মতো সামুর নিক ও কি হ্যাগ হয় নাকি? পরে দেখি তিনি আমারি নামে আমারি মিতা। ভালো লিখেন তিনি ।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

নজসু বলেছেন: ভালো থাকবেন বন্ধু।
শুভেচ্ছা র'ল।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১

নীল আকাশ বলেছেন: এই সব গদাধরের এখন দিন, এদেরকে কিছু বলা যাবে না, সাথে সাথেই রাজাকার খেতাব পেয়ে যাবেন!
ছন্দ কবিতা টা জোস হয়েছে.........
শুভ কামনা রইল।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫

নজসু বলেছেন: ছন্দ কবিতা ভালো লাগায় খুশি হলাম খুব।
ভালো থাকবেন।

১৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

বিজন রয় বলেছেন: একজন নিয়ে এলেন নটবর, আর আপনি আনলেন গদাধর। বাহ! বেশ।

আপনিও গদাধরকে নিয়ে সিরিজ লিখুন।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

নজসু বলেছেন: আমি খুব একটা লেখার বেশি সময় পাইনা।
কাজের ফাঁকে যেটুকু সময় পাচ্ছি
সেসময় টুকুই আপনাদের ভালোবাসার টানে ছুটে আসছি।

আপনাকে আমার ছড়া পোষ্টে পেলে খুব ভালো লাগে।
ভালো থাকবেন।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল সুন্দর ছন্দোবদ্ধ কথামালায় রচিত ছড়াটি ।
অনেক অনেক শুভ কামনা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

নজসু বলেছেন: ব্লগে এসে আপনার নাম দেখেছি।
আপনি ভালোবাসা ও শ্রদ্ধার একজন।
আপনাকে আমার পোষ্টে পেয়ে খুব খুশি হলাম আমি।
আপনাকে ব্লগে নিয়মিত চাই।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


গদাধর সুনাগরিক!

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

নজসু বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমার ছড়া যেন পূর্ণতা পেল।
ভালো থাকবেন।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

এ.এস বাশার বলেছেন: সুজন ভাই ছড়া দারুন হয়েছে.....
বলি গদাধরকে একটু মানুষ করুন........

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

নজসু বলেছেন: ভালো মানুষ হতে গেলে মন কে ঠিক করতে হবে,
কারণ মন ঠিক হলেই সব ঠিক।

গদাধরদের মন মানসিকতা ফিরে আসুক।

ভালো থাকবেন।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

আরোহী আশা বলেছেন: ছন্দময় কবিতা ++

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

নজসু বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই।
ভালো থাকুন নিরন্তর।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: রসাত্নক ছড়া! ভাল লাগলো পড়ে।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

নজসু বলেছেন: শুভ সকাল মেহেদী ভাই।
মন্তব্য পেয়ে খুশি হলাম।
ভালো থাকবেন।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।

২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নজসু বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাইয়া কেমন আছেন? ভালো লাগলো কবিতাটি মজার। ;)

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

নজসু বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম মনে হয়।
পরীক্ষা চলছিল জানতাম।
আশা করি সব পরীক্ষা ভালো হয়েছে।
আমারও একটু ব্যস্ততা যাচ্ছে বোন।

ভালো আছি আমি।

কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পরিক্ষা সেই কবেই শেষ। তবে একটু অসুস্থতার কারণে ব্লগে এতদিন আসতে পারিনি। ভালো থাকবেন ভাইয়া। শুভ রাত্রি।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

নজসু বলেছেন: আপনিও ভালো থাকবেন বোন।

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২

হাবিব বলেছেন: প্রিয় সুজন ভাই! নতুন লেখা চাই।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

নজসু বলেছেন: স্যার কৃতজ্ঞতায় ভরা থাকলাম।
আপনি খোঁজ নিয়েছেন আমার।
আনন্দিত বোধ করছি।
২/১ দিনের মধ্যে একটা ছড়া পোষ্ট করবো।
আপনার সব লেখা আমি অফলাইনে পাঠ করেছি।

২৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

সূর্যালোক । বলেছেন: পড়তে ভালো লেগেছে ভাইয়া।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

নজসু বলেছেন: অনেক অনেক খুশি হলাম।
ভালো থাকবেন।

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৫

মুহম্মদ নিজাম বলেছেন: পড়ে মজা পেয়েছি! সুন্দর

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নজসু বলেছেন: মজা পেয়েছেন জেনে খুব ভালো লাগছে।
ভালো থাকবেন।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

টুটুল বলেছেন: কবিতাটি পড়ে হুমায়ুন আজাদের সব কিছু নষ্টদের অধিকারে যাবে কবিতাটি মনে পড়ে গেলো।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

নজসু বলেছেন: আপনার মন্তব্যটিতে আশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

শাহারিয়ার ইমন বলেছেন: গদাধর :D

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

নজসু বলেছেন:



নামটার ভিতরে আসলেই একটা হাসি হাসি অনুভূতি হয়। :)
কৃতজ্ঞতা ইমন ভাই।
ছড়া পাঠে খুশি হচ্ছি।

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: শেষের দিকে গদাকে ভালই পরামর্শ দিয়েছেন, আশা করি গদা আপনার কথা রাখবে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

নজসু বলেছেন:



আপনার মন্তব্যখানা দেখতে অনেক দেরি হয়ে গেলো।
ব্লগের নোটিফিকেশন ঠিকমতো কাজ করছে না মনে হয়।
আপনার মন্তব্য পেয়ে আমার ব্লগ আলোকিত হয়ে উঠলো যেন।
ভালো থাকবেন।

৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

হাবিব বলেছেন: আয়াতুল কুরসীর সনেটীয় অনুবাদ

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

নজসু বলেছেন:



ঘুরে এলাম স্যার।
আমি তো ওটাতে গিয়েছিলাম।
কমেন্ট আছে।
আর কোন কিছু আছে কি যা আমার নজরে পড়েনি।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

হাবিব বলেছেন: নতুন করে সনেটিয় অনুবাদ দিয়েছি..
আগে শুধু ছন্দ অনুবাদ ছিল

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নজসু বলেছেন:



আবার যাচ্ছি প্রিয়জনেসু। :)

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

সৌরভ সাফওয়ান বলেছেন: বাস্তবমুখি কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

নজসু বলেছেন:



আপনাকে আমার ব্লগে পেয়ে খুশি হলাম।
কবিতা পাঠ করার জন্য কৃতজ্ঞতা রইল।
সর্বদা ভালো থাকুন এই দুআ রইল।

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

সৌরভ সাফওয়ান বলেছেন: ভালোবাসা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

নজসু বলেছেন:



আপনার জন্যও রইল হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা।

৩৬| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: কবিতাটি পাঠ করে খুবই আনন্দ পেলাম।

৩৭| ২০ শে মে, ২০২১ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: রসাত্নক ছড়াটি বেশ উপভোগ্য হয়েছে, তবে গদাধরদের কার্যকলাপ ভাল পাই না।

করুণাধারা বলেছেন: গদাধর মোক্তারের কবিতা পড়তে পড়তে সফদার ডাক্তারের কথা মনে পড়ে গেল....... - আমারও প্রথম দিকে সফদার ডাক্তার এর কথা মনে হচ্ছিল! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.