নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

ছড়া ছন্দে সঠিক নিয়মে মোবাইল ফোন চার্জ করার নিয়ম

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮



[ছবিঃ গুগল হতে নেয়া। কিছু তথ্য সংগৃহীত বই থেকে নেয়া]

(এই পোষ্টটি পূর্বে একবার দিয়েছিলাম। তথ্যসূত্র উল্লেখ না করায় অটো ড্রাফট হয়ে গিয়েছিল পোষ্টটি। ঐ পোষ্টে যারা মন্তব্য করেছিলেন-খায়রুল আহসান, হাবিব স্যার, স্বপ্নের শঙ্খচিল, মোস্তফা সোহেল, কথার ফুলঝুরি!, আব্দুল্লাহ্ আল মামুন {শান্তির বাড়ির প্রতিবেশী যিনি। যেহেতু মামুন ভাই দু'জন}, নতুন নকিব, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, যুক্তি না নিলে যুক্তি দাও, পদাতিক চৌধুরি, কাওসার চৌধুরী, বন্ধু স্রাঞ্জি সে, বিজন রয় এবং লাবণ্য ২ । আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।)

আমরা করি কি রাতে ঘুমোতে যাবার আগে মোবাইল চার্জে দেই। সকালে উঠে সুইচ অফ করি। হয়তো বা অফিসে গিয়ে ডাটা কেবল দিয়ে কম্পিউটারে চার্জের জন্য কানেক্ট করি। সারাদিন শেষে বাড়ি ফেরার সময় কেবল থেকে মোবাইল খুলে নেই।

এভাবেই আমরা আমাদের মোবাইলের ব্যাটারির বারোটা বাজাচ্ছি।
যদি আমরা নিয়ম মেনে চার্জ করি, তাহলে ব্যাটারিটাকে অনেকদিন সুস্থ সবল রাখতে পারবো।
অনলাইন ঘেটে সঠিক নিয়মে মোবাইল ফোন চার্জ করার কিছু নিয়ম আমি পেয়েছি। আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের হয়তো জানা আছে। যাদের জানা নেই তাদের কিছুটা হলে উপকার হবে আশা করি।


(১)
না বুঝে না শুনে
বেনামি সস্তায়,
চার্জারে দিলে চার্জ
অবশেষে পস্তায়।

○ আপনার চার্জার খারাপ বা নষ্ট হতেই পারে। তাই বলে ফুটপাতের বা বাজারের সস্তা কমদামি চার্জার একদম ব্যবহার করবেন না। সস্তা চার্জারে ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা ওভারচার্জিংয়ের থেকে বাঁচার কোনও রকম মেকানিজম থাকে না তাই চার্জ দেবার সময় ফোন এবং ব্যাটারি উভয়েরই বড় রকম ক্ষতি হতে পারে।

(২)
মোবাইলে দিয়ে চার্জ
সারা রাত রাখলে,
ক্ষতি হবে আরো যেন
সুরক্ষা কেস ঢাকলে।

○ মোবাইলে কখনোই সারারাত চার্জ দেবেন না। এটা বাজে ও ঝুঁকিপূর্ণ একটি অভ্যাস। এতে ক্ষতি হয় ব্যাটারির।
চার্জ দেওয়ার সময় অবশ্যই ফোনের প্রোটেক্টিভ কেস খুলে নেবেন। চার্জিংয়ের সময় ব্যাটারি গরম হওয়া স্বাভাবিক। তাপ যদি বেরিয়ে যেতে না পারে তবেই সমস্যা তৈরি হবে আপনার ফোনটিতে।

(৩)
চার্জে দিয়ে গেম খেলা
কথা বলা ফোনে,
বোকামী হবে খুব
যদি গান শোনে।

○ অনেকেই চার্জে দিয়ে গেম খেলেন, ফোনে কথা বলেন, বা ফেসবুকে ব্যস্ত থাকেন। এটা ঠিক না। চার্জিংয়ের সময় ফোন গরম হয়। সে সময় ফোন ব্যবহার করলে ফোনের তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকে। এতে বিস্ফোরণেরও ভয় থাকে। পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের সময়ও এটা খেয়াল রাখতে হবে।

আরও কিছু নিয়ম

○ প্রয়োজনীয় জরুরি কোনও কাজে হাতে যদি সময় না তা হলে ফোন চার্জিং থেকে বিরত থাকবেন। একবার চার্জে বসালে কমপক্ষে ৮০% চার্জ করবেন। এতে ব্যাটারি ভালো থাকবে অনেক দিন।
○ মোবাইলের ব্যাটারির লাইফ সাইকেল ভালো রাখতে সপ্তাহে অন্তত একবার পুরো ব্যাটারি শেষ করে তার পর চার্জ করবেন এতে করে আপনার ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালোভাবে পারফর্ম করবে।
○ ফোনের সাথে পাওয়া অরিজিনাল চার্জার ব্যবহার করুন

মন্তব্য ৯১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নিয়ম গুলো মানতে পারলে সবার ভালো হবে। আমিও তাই করি রাতে মোবাইল চার্জ দেইনা। আর বালিশের নীচে মোবাইল রাখিনা। গেম খেলা ছেড়ে দিয়েছি সেই কবে।




পরিচয় টা হেব্বি। শান্তির বাড়ির প্রতিবেশী। হা হা হা । হাসি কমাতেই পারছিনা।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

নজসু বলেছেন: হাবিব স্যারের পোষ্টটা দেখছিলাম আর এটা রেডি করছিলাম। ঐ মামুন ভাই নিয়ে একটা বিভ্রান্তি ছিল।
তাই আপনাকে চিহ্নিত করতে শান্তির বাড়ির প্রতিবেশী বলে মনে হলো। :D

২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

টিয়া রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমার তো ফোনে চার্জ দেয়ার কথা মনেই থাকে না, অনেক সময় কথা বলতে গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে!
তবে ফোন চার্জ এ দিয়ে ঘুমাই না।
আর আমার আব্বা রোজ সকালে তার ফোন চার্জ এ দেন, ফোন এর চার্জ যদি ৮০% বা ৯০% থাকে তারপর ও!
কি করে বুঝাবো ভাইয়া বলেন তো?

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

নজসু বলেছেন: একটা মন্তব্যে মোবাইল চার্জে আমাদের দুটো স্বভাবসুলক দিক তুলে ধরেছেন।
কারও মোবাইল চার্জ দেয়ার কথা মনে থাকে না। আবার কেউ কেউ চার্জ থাকতেই চার্জ দেন।
দুটো পদ্ধতিই মোবাইলের জন্য ক্ষতিকর।

যখনই চার্জ দেবেন, তখন কমপক্ষে ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পূর্ণ করবেন।
সব সময় শতভাগ চার্জ পূর্ণ করতে হবে এমন কোনো কথা নেই।

আবার, ২০ শতাংশের ওপরে চার্জ থাকা অবস্থায় আবার চার্জে দেবেন না।
বারবার ও অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়।
ব্যাটারির চার্জ একেবারে শূন্য করে ফেলবেন না। এতেও ব্যাটারির আয়ু কমতে থাকে।

ধন্যবাদ বোন।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সম্প্রতি আমার চার্জার নষ্ট হয়ে গেছে! একটা পাঠাবেন?

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

নজসু বলেছেন: :D
আপনার কোন পিনের চার্জার তা তো আমি জানিনা।
তাই নিচের চার্জারটি পাঠালাম। দেখেন পছন্দ হয়েছে কিনা।



৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দে ছন্দে দারুন বলেছেন।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩

নজসু বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
ভালো থাকবেন।
ছন্দ ভালো লাগায় আমি খুশি হয়েছি।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি সস্তা একটা চার্জার পেয়েছিলাম, অরিজিনাল চার্জারের চাইতে প্রায় দিগুণ স্পিডে চার্জ উঠতো। ওটা দিয়ে চার্জ করে করে, এখন অরিজিনাল চার্জারে করলে চার্জ হয় কি না বুঝা মুস্কিল।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

নজসু বলেছেন: ভাই, আমার মনে হয় সস্তায় আপনি যে চার্জারটা পেয়েছিলেন সেটা ভালো মানের ছিল।
তাইতো ভালো সার্ভিস পেয়েছেন।
অনেক সময় আমরা ছাইয়ের মাঝেও রত্ন পাওয়া যায়।
ধন্যবাদ ভাই।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় না সুজন ভাই আপনার এ সতর্কতামূলক পোস্ট টি পড়ে , তারপর থেকে আমি ফোন চার্জ এর ব্যাপারে অত্যন্ত সতর্ক হয়েছি। এখন থেকে নিয়মটি ফলো করি । আজকে তার উপর সংযজন টি বেশ ভালো লাগলো উপভোগ্য হলো ।

শুভকামনা জানবেন ।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

নজসু বলেছেন: আমার পোষ্ট পাঠ করে আপনি সতর্ক হয়েছেন জেনে খুব ভালো লাগছে।
পোষ্টের সংযোজনটি ভালো লাগায় খুশির মাত্রা আরও বেড়ে গেলো।
ভালো থাকবেন।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

সাইন বোর্ড বলেছেন: ব্যাপারটি অারো কয়েক জনের কাছে শুনেছি, সচেতন পোস্ট, ভাল লেগেছে ।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

নজসু বলেছেন: আপনার ভালো লেগেছে বলে আমারও ভালো লাগছে ভাই।
ভালো থাকুন।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২

করুণাধারা বলেছেন: ফোন চার্জ করার নিয়ম নিয়ে কবিতা লেখা যায়! চমৎকার কবিতা হয়েছে। নিয়মগুলো মনে থাকল।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬

নজসু বলেছেন: চমৎকার শব্দটি আমাকে অনুপ্রাণিত করলো।
ভালো থাকুন নিরন্তর।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

এস এম ইসমাঈল বলেছেন: ছড়ার ছন্দে চার্জ, চমৎকার কাজ।ধন্যবাদ, লেখককে।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

নজসু বলেছেন: সুন্দর একটি ছন্দ আপনার কমেন্টেও পেলাম।
ধন্যবাদ জানবেন।
কয়দিন ব্যস্ততার জন্য আপনাদের সাথে সাক্ষাত কম হয়েছে।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

নীল আকাশ বলেছেন: সামু ব্লগই এমন একটা জায়গা যেখানে রম্য, আনন্দ আর জানার কোন অভাব নেই। সকাল বেলা অফিসে এসে পড়লাম আখেনটন ভাইয়ের গ্রাফেটোলজি। ৩ ঘন্টা পড়ে হাসি থেমেছে যেই, তখনি দেখি পদাতিক দা আমার শুভা কে এমন প্যাদানি দিল গোপালপুরের কলিঙ্গ হোটেলে সামু পরিবার ট্যুরে। কি উত্তর লিখব খুঁজে না পেয়ে নজসু ভাইয়ের ব্লগে এসে পড়লাম মোবাইলের চার্জিং নিয়ে ছড়া। দারুন! আজকে সামুতে দারুন দারুন সব পোষ্ট এসেছে....নজসু ভাই, এমন ইনোভেটিভ আইডিয়ার জন্য রইল আমার পক্ষ থেকে +++++++
শুভ কামনা রইল।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

নজসু বলেছেন: আপনার এতো সুন্দর মন্তব্য আমাকে বিমোহিত করলো।
উৎসাহ বেড়ে গেলো।
আখেনটন ভাইয়ের রম্য লেখা আমিও খুব উপভোগ করেছি।
পদাতিক ভাইয়ের পোষ্ট পাঠ করে আলাদা আনন্দ পেয়েছি।
সামু সম্পর্কে আমার ধারনা এতো উন্নত ছিলো না।
এখানে এসে বুঝলাম আপনারা খুব আন্তরিক আর অমায়িক।
আপনাদের মতো এতো বন্ধু বৎসল স্বজন আমি খুব কমই দেখেছি।
তাইতো অল্পদিনে আপনাদের আমি খুব আপনার করে নিয়েছি।
ধন্যবাদ রইলো।
ভালো থাকবেন।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: খুব মজার।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫

নজসু বলেছেন: এতক্ষণ আপনার পোষ্টে কমেন্ট টাইপ করছিলাম।
কমেন্ট শেষে আপনার মন্তব্য দেখে খুব খুশি হলাম।
ভালো থাকবেন ভাই।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


স্হায়ী পদ্য রচনা করার চেষ্টা করুন।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

নজসু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার।
আপনার উপদেশ/পরামর্শ অবশ্যই কাজে লাগাবো।
ভালৌ থাকবেন।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

আরোগ্য বলেছেন: নজসু ভাই আমি বুঝতে পেরেছি এই পোস্ট আমার জন্য। অসংখ্য ধন্যবাদ। বদঅভ্যাসগুলো ত্যাগ করাতে চেষ্টা করবো।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

নজসু বলেছেন: প্রিয় ভাই আপনার মন্তব্য পাঠে পোষ্টটার সার্থকতা খুঁজে পেলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন এই দুআ রইল।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ফোয়ারা বলেছেন:


উপকারি পোস্ট....... এমন পোস্টের জন্য ধন্যবাদ

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

নজসু বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পোষ্ট উপকারে লাগলে খুশি হবো।
ভালো থাকবেন।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

হাবিব বলেছেন: একটা চিকন পিনের চার্জার হবে?

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

নজসু বলেছেন: চিকন পিনের চার্জার নামে একটি নাটক খুব আলোড়ন তুলেছিল।
যদিও আমার দেখা হয়নি। পত্র পত্রিকায় যা পড়েছি আর কি।
আপনার চার্জারটা পাওনা রইলো স্যার। :)

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

এস এম ইসমাঈল বলেছেন: শুনলাম তুমি সবাইকে চার্জার বিলিয়ে বেড়াচ্ছ? তা বেশ বেশ, আমার জন্যে একটা রাখবে কিন্তু, নইলে ............

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

নজসু বলেছেন: স্টক সীমীত।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিতরণ করা হচ্ছে। :D :D

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

এস এম ইসমাঈল বলেছেন: ওমা! তুমি করে বলায়, মাইন্ড করলে নাকি? যাদেরকে আমি আপন ভাবি, তাদের আমি তুমি করেই বলি।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

নজসু বলেছেন: কখনই নয়। তুমি ডাকের মধ্যে দূরত্ব কম থাকে।
ভাই-বন্ধুর মাঝে তুমি ডাকে একটা মাধুর্যও আছে।
আমি বরং খুশিই হয়েছি।

কমেন্টায় স্রাঞ্জি সের কথা মনে হলো।
ব্লগে স্রাঞ্জি সের অনুপস্থিতি আমাকে বিচলিত করে তুলেছে।
সেই প্রথম তুমি ডাকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল।
প্রার্থণা করি তার সমস্যা দ্রুত মিটে যাক।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

এস এম ইসমাঈল বলেছেন: আসলেও তাই, এ কদিন স্রান্জিসে কে দেখা যাচ্ছে না, খবর নেয়া দরকার।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

নজসু বলেছেন: ব্লগ ছাড়া উপায় নাই।
ফেসবুক আইডি জানা থাকলে ভালো হতো। কারও জানা থাকলে কমেন্টে লিংক দিলে ভালো হতো।
স্রাঞ্জি আমার আইডি চেয়েছিল। কিন্তু তখন দেয়া হয়নি। :(

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দরকারী কথা বেশ সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

নজসু বলেছেন: আস সালামু আলাইকমু।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
ভালো থাকবেন ।
আপনার জন্য দুআ করি।
আমার জন্যও দুআ করবেন।

২০| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

আখেনাটেন বলেছেন: মজার ছলে দামী পরামর্শ। :D

সকলের সচেতন হওয়া ভালো।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

নজসু বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমাকে আনন্দিত করলো।
সুন্দর গল্প লিখিয়ে এমন একজনের কাছে এত সুন্দর মন্তব্য পেতে কার না ভালো লাগে।
আমারও খুব ভালো লেগেছে।
ভালো থাকবেন ভাই।

২১| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩

Monthu বলেছেন: আপনি অনেক সুন্দর লিখেন। বর্ণনা ব্যাখ্যা সব পরিপাটি

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

নজসু বলেছেন: আপনার মন্তব্য আমাকে উৎসাহ যোগালো।
শুভেচ্ছা র'লো।
আপনার ব্লগীয় জীবন সুন্দর হোক।

২২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৪

মুক্তা নীল বলেছেন: খুব মজার ছন্দ কবিতা। তবে শিক্ষনীয়। সুন্দর একটি পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোথাকবেন। শুভ রাত্রি।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

নজসু বলেছেন: সুন্দর মন্তব্য।
হাসি খুশিতে ভরে থাক আপনার মন।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯

বলেছেন: সতর্কতামূলক পোস্ট[/sb

অনেক সুন্দর লিখা

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

নজসু বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই।
আনন্দময় থাকুন।

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:২২

কাওসার চৌধুরী বলেছেন:



খুব গুরুত্বপূর্ণ পোস্ট। আগেও পড়েছিলাম, আবারও পড়লাম। +++

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

নজসু বলেছেন: কষ্ট করে আরও একবার কমেন্ট করতে হলো।
এজন্য ক্ষমাপ্রার্থী।

ভালো থাকবেন প্রিয় ভাই।

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৬

আবু তালেব শেখ বলেছেন: ফোনে চার্জ দিতে দিতে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। সংগে চার্জার গুলো ও বিদ্রোহ করছে।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

নজসু বলেছেন: এমন হলে সত্যি বিরক্তি লাগে ভাই।
আশা করি সমস্যা নিরসন হবে আপনার।
ভালো থাকবেন।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

নীলপরি বলেছেন: দরকারী পোষ্ট ।++

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

নজসু বলেছেন: মন্তব্য পেয়ে খুশি হলাম।
ভালো থাকবেন।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

শিখা রহমান বলেছেন: কবিতার ছন্দে ছন্দে অনেক তথ্য জেনে ফেললাম। :) সতর্কতামূলক পোস্টটার অভিনব উপস্থাপনার জন্য ধন্যবাদ।

শুভকামনা। ভালো থাকুন সবসময়।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নজসু বলেছেন: সুন্দর মন্তব্য পেলে পোষ্ট দেয়ার সার্থকতা খুঁজে পাওয়া যায়।

আপনিও ভালো থাকবেন।

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চাঁদগাজী বলেছেন: স্হায়ী পদ্য রচনা করার চেষ্টা করুন।

তাকে একটা সবক দিন না !!

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নজসু বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই
আশা করি ভালো আছেন।
ভালো থাকুন এই কামনা রইল।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

মনিরা সুলতানা বলেছেন: জরুরী লেখা।
যেনে রাখা ভালো।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নজসু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।

৩০| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: একটু বলবেন আমাকে... আপনি কোন ছড়ার কথা আামকে বলেছিলেন, যেটা আমি সংকলন পোস্টে নিইনি!

প্লিজ।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নজসু বলেছেন: আমার মনে হয় বুঝতে ভুল হয়েছে।
এই পোষ্টটাকে তো পুরোপুরি ছড়া পোষ্ট বলা যাবেনা।
আমি বুঝতে না পেরে ভুলেই বলে ফেলেছি ভাই।
আপনাকে কষ্ট দিয়ে ফেললাম মনে হয়।

৩১| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

স্রাঞ্জি সে বলেছেন:

বন্ধু আমি চলে আসছি। এখন সব ঠিকঠাক হয়ে গেছে।

তোমার এই পোস্টটি আগেও একবার পড়েছিলাম। সেখানে আমার মন্তব্য ছিল।

রাত্রে আসছি, আড্ডা হবে।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নজসু বলেছেন: আশা করি সবকিছু ভালোয় ভালোয় মিটে গেছে।
ব্লগের সবাই তোমাকে খুব মিস করে।

৩২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ২:০৮

সূর্যালোক । বলেছেন: ছড়ার প্রশংসা করতেই হয় । ভালো লিখেছেন।

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

নজসু বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষা করছিলাম।
আশা করি ভালো আছেন।
আপনার প্রতিশোধ গল্পে আমার একটা কমেন্ট ছিল।
জবাব পাইনি।
আপনি মন খারাপ করলেন কিনা তাই ভেবে অস্থির লাগছিলো।

আশা করি ভালো আছেন।

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই
যে চার্জার পাঠাইলেন এটা তো দেখি অদ্ভুত!

আমার ফোন চার্জে দেয়ার পর অন্যগুলো খালি পড়ে থাকে, ভাই এতে বিদ্যুৎ অপচয় হয়, তাই আমি এটা রাখতে পারছি না! স্যারি!

এই দেখুন, ফোন! :(

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

নজসু বলেছেন:



কিরে ভাই উপহারের জিনিস নিয়ে কেউ এরকম বলে নাকি?
বলেন যে আপনার আরেকটা চাই।
ঠিক আছে ভাই আপনাকে আরেকটা চার্জার পাঠিয়ে দেব। :D

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

Monthu বলেছেন: জেনে ভালো লাগলো । গুরুত্বপূর্ণ লেখা

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

নজসু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
আপনার তথ্যবহুল লেখাগুলো আমার খুব ভালো লাগে।
ভালো থাকবেন ভাই।

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ও আচ্ছা, এটা উপহার ছিল! চরি ভায়া!

চার্জারটা কিন্তু নষ্ট ছিল :(

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

নজসু বলেছেন:




ছুঃ মন্তর ছুঃ
দিলাম একটা ফু :D

দেখেন তো ভাই চার্জারটা ঠিক হলো কিনা। :)

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমি খুব অলস একজন মানুষ। যার কিনা মোবাইল ইউজ করার পর মোবাইল চার্জ করতেও আলসেমি লাগে। :(
যখন দেখি মোবাইল ফুল চার্জ হয়ে আগুন হয়ে আছে, তখন প্রায় সময়ই আমি আমার মোবাইল ফোন ফ্রিজে রেখে দেই। তবে আকস্মিক বিষয়, বর্তমানে আমি যে ফোন ইউজ করছি সেটা প্রায় ৮-৯বারের মত ফ্রিজে রেখে দিয়েছিলাম তাও ঘণ্টা খানেকের জন্য। তবুও ৩বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ্‌ ফোনের কিছুই হয়নি। B-)

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নজসু বলেছেন: Notification দেখে কেন যেন মনে হলো আপনার কমেন্ট।
একবিন্দু মিথ্যা নয়।
ফ্রিজে মোবাইল রাখেন অবাক কান্ড!!!

ব্লগে অনিয়মিত হলেন কেন?

৩৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

সৈয়দ ইসলাম বলেছেন: উপকারী পোস্ট!

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

নজসু বলেছেন: অনেক দেরিতে হলেও আপনাকে আমার পোষ্টে পেলাম।
আমি অত্যন্ত খুশি হয়েছি।
ভালো থাকবেন।

৩৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: রেগুলার ক্লাস ও প্রাইভেটের জন্য ব্যস্ততায় সময় কাটে। কয়দিন ধরে একটু অসুস্থ ছিলাম, সত্যি বলতে মজায় ছিলাম। B-) কিন্তু কাল থেকে আবারও ব্যস্ত হয়ে যেতে হবে ভাইয়া। :( কি যে করবো! শান্তি নাই।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

নজসু বলেছেন:



বোন ঠিকই আছে।
সবার আগে পড়াশুনা।
তারপর সময় পেলে বাদ বাকি বিষয়।
ভালো পড়াশুনা আর সর্বদা সুস্থতা কামনা করছি।

৩৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: এমন কো ন মোবাইল কি নেই যাতে চার্জ লাগে না। ব্যাটারী লাগে না।

তবে খেলনা মোবাইল না। সত্যিকারের মোবাইল।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

নজসু বলেছেন:


ক'বছর আগে পড়েছিলাম বিদ্যুৎহীন চার্জ পদ্ধতি নিয়ে কাজ করছে নকিয়া।
এটি থারমোজেনারেটর রূপান্তরিত পদ্ধতিতে কাজ করবে।
এর ফলে মানুষের শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা শক্তিতে রূপান্তরিত
হয়ে মোবাইল ফোনের চার্জ সরবরাহ করবে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৪০| ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম , নজসু ভাই কি খবর? হদিশ পাইনা কেন?

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নজসু বলেছেন:


ওয়ালাইকুম আস সালাম ভাই।
আপনাদের দোয়ায় ভালো আছি।
সময় কম পাচ্ছি বলে আপনাদের সাথে দেখা কম হচ্ছে।
একটু আগে জানতে পারলাম আপনার জন্মদিন।
শুভেচ্ছা জানিয়ে এলাম।
এখানেও আপনার দীর্ঘজীবন কামনা করছি।
দোয়া রইল আপনার জন্য।
খোঁজ নেয়ায় খুব খুশি হয়েছি। ভালো থাকবেন।

৪১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

শাহারিয়ার ইমন বলেছেন: অনেক কিছু জানলাম । বাই দা ওয়ে ,চিকন পিনের চার্জার হবে ?

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

নজসু বলেছেন:


ইমন ভাই, চিকন পিনের চার্জার নাটকটার ডাউনলোড লিংক দিতে পারি। :)
শুভকামনা।
ভালো থাকবেন।

৪২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

শাহারিয়ার ইমন বলেছেন: নাটকটি দেখেছি আপনার পোষ্ট পড়ে আবার মনে পড়ল ,তাই লিখলাম কমেনটে । ভাল থাকবেন খুব ।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

নজসু বলেছেন:



নাটকটা ঐ সময় বেশ আলোড়ন তুলেছিল।
পত্রিকাতেও লেখালেখি হয়েছিল।

আপনিও ভালো থাকবেন এই প্রত্যাশা রইল।

৪৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চিকন পিনের চার্জার আছে :-B

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

নজসু বলেছেন:




জ্বী জনাব, খুঁজলে হয়তো পাওয়া যাবে। :-B

৪৪| ০৯ ই জুন, ২০১৯ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: আগের মন্তব্যকারী হিসেবে নিজের নামটি দেখতে পেয়ে খুশী হ'লাম।
আবারও পড়লাম। আবারও আল লাগলো। আবারও প্লাস + দিয়ে গেলাম।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৫

নজসু বলেছেন:




আপনার অনুপ্রেরণা আমাকে খুবই উৎসাহিত করছে।
আমার লেখা প্রথম পাতায় আসছিলো না। তখন আপনাকেই পেয়েছি পরামর্শদাতা হিসেবে।
কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছেন আমাকে।

৪৫| ২৪ শে জুন, ২০১৯ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম তিনটে পোস্ট- "শোক, স্বাধীনতা এবং পৃথিবীতে আগমন", "অবসাদে বিদ্বেষ" এবং "মেয়েদের মুখ আর ছেলেদের কলিজা ফাটে কেন?" পড়ে তিনটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে পড়ে দেখবেন।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৮

নজসু বলেছেন:



পুরাতন পোষ্টগুলোতে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে আমার।
সত্যি আপনাকে শ্রদ্ধা দেখানো এবং ভালোবাসা ছাড়া আর কোন উপায় নাই।

৪৬| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩২

একনিষ্ঠ অনুগত বলেছেন: খুব সুন্দর উপকারী পোস্ট। বর্তমানে প্রায় সকল মোবাইল ফোনের ব্যাটারিতেই ওভারচার্জ প্রটেক্টর থাকে, তাই একটানা দীর্ঘ সময় চার্জ দিলেও সমস্যা হওয়ার তাত্ত্বিক কোন কারণ নেই, তবে অভ্যাসটি ভালো নয়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.