নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

মহারাজাকে নিয়ে নগন্য এক প্রজার প্রজাকীয় ছড়া

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬



[ছবি গুগল থেকে অনুসন্ধান করে নেয়া]

এই ছড়ার রাজা কাল্পনিক। কোন দেশের বা রাষ্ট্রের অথবা
কোন দ্বীপের রাজার সাথে ছড়ায় বর্ণিত গাবুল রাজার মিল নাই।
এমন কি রূপকথার গল্পেরও কোন রাজার সাথে মিল খুঁজতে যাবেন না।
সুতরাং ছড়ার বিষয় বস্তুুতে কোন রাজনৈতিক গন্ধ খুঁজতে যাওয়া বোকামী।
ইহা মজায় মজায় আনন্দের জন্য লিখিত।
পাঠে তৃপ্ত হবেন আশা করি।


হাবুলপুরের গাবুল রাজা
শিরে সোনার তাজ,
উচিত কথা বললে কেউ
মাথায় পরে বাজ।

প্রজারা তার ভীষণ পাজি
রাজা মশাই জানেন,
পদ হারানোর ভয়ে সদা
কসাই সেজে থাকেন।

নিয়ম নীতি নেই রাজার
বুদ্ধি ঘটে কম,
তোষামোদীর জয় জয়াকার
প্রতিবাদীর যম।

এক চোখেতে নুন বেঁচেন
আরেক চোখে তেল,
তেলা মাথায় তেল ঢালেন
ন্যাড়া মাথায় বেল।

নিজেকে তুমি চালাক ভাবো
প্রজারা নয় বোকা,
আর কতদিন মহারাজা
শুধুই দেবে ধোকা।

মন্তব্য ৯১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

তারেক ফাহিম বলেছেন: চমৎকার।

পাঠে তৃপ্তি হলুম।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

নজসু বলেছেন:


ধন্যবাদ প্রিয়জনেসু।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

ওমেরা বলেছেন: ক্ষমতার লোভ বেশী তাই হারানোর ভয়ও বেশী থাকে।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

নজসু বলেছেন:


একদম সত্যি বলেছেন।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

ফোয়ারা বলেছেন:
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭ ০

ওমেরা বলেছেন: ক্ষমতার লোভ বেশী তাই হারানোর ভয়ও বেশী থাকে।



০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

নজসু বলেছেন:


জ্বি ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

সাইন বোর্ড বলেছেন: ধোঁকা সবাই দিতে পারেনা এবং প্রজারাও বছরের পর বছর বোকা থাকতে পারেনা ।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

নজসু বলেছেন:



শোনা কথা...।
কষ্ট পায় বোকারা,
ধোকা খায় বুদ্ধিমানরা,
আর লাভবান হয় খারাপ মানুষগুলো।

গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর হয়েছে । মজা পেয়েছি । পোস্টটিতে লাইক দিয়েছি।

শুভকামনা ভালোবাসা রইলো ।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

নজসু বলেছেন:


মজা পেয়েছেন জেনে আমিও খুব খুশি হয়েছি।
আপনার লাইক পেয়ে খুশির মাত্রা আরও বেড়ে গেছে।
ভালো থাকবেন এই কামনা রইল।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

আরোগ্য বলেছেন: নজসু ভাই মজা পাইলাম। আমি এই ধরনের লিখতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাই সাবধান করেছে।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

নজসু বলেছেন:



সাবধান কেন ভাই?
সবকিছু কি খুব গুরুত্বসহকারে দেখা উচিত?
ব্লগে আমরা লিখছি আনন্দের জন্য।
আনন্দের জন্যই না হয় লিখুন।
আশা করি লিখবেন।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

আমি ৎৎৎ বলেছেন: ঝাক্কাস হয়েছে রে ভাই, অনেক ভাল হয়েছে।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

নজসু বলেছেন:


সুন্দর মন্তব্য আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করলো।
আপনার পথচলা সুন্দর হোক এই প্রত্যাশা রইল।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মুগ্ধকর লেখা

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

নজসু বলেছেন:



ধন্যবাদ প্রিয় মামুন ভাই।
আপনার মন্তব্য আমাকে কৃতজ্ঞতার জালে আবদ্ধ করলো।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

আখেনাটেন বলেছেন: চমৎকার নজসু স্পেশাল। :D

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

নজসু বলেছেন:


চমৎকার শব্দটি আমাকে সবসময় উৎসাহিত করে।
আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করলো প্রিয় গল্পাকার।
ভালো থাকবেন।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

নীল আকাশ বলেছেন: এমন রাজাও সাংগ হবে পাংগা খেলে পরে
দেখবে তুমি কতই মজা থাকবে কেন দুরে!

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

নজসু বলেছেন:



বাহ! বাহ!! বাহ!!!
মজায় মজায় মজে যাক সবাই। (মজার প্রকারভেদ মনে করে ভয়ও পেলাম। )

শুভেচ্ছা জানবেন।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

করুণাধারা বলেছেন: চমৎকার ছড়া, একরাশ মুগ্ধতা এনে দিল।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

নজসু বলেছেন:



আপনার মুগ্ধতা আমার ছড়াটিকে সমৃদ্ধ করলো।
সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম।
ভালো থাকবেন।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

হাবিব বলেছেন: অসাধারন অসাধারন........ খুব খুব তৃপ্তিকর........

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নজসু বলেছেন:

ধন্যবাদ স্যার।
আপনার ভালো লেগেছে জেনে ছড়া লেখার সার্থকতা খুঁজে পেলাম।
সবাইকে নিয়ে ভালো থাকবেন।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:
আর বেশি দিন ধোকা দিতে পারবে না । প্রজারাও বুঝে গেছে । তাই স্ট্র্যাটিজি পাল্টাতে হবে ।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

নজসু বলেছেন:


সুতরাং গাবুল রাজা সাবধান। :D

মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সর্বদা ভালো থাকুন এই কামনা রইল।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা ! সুন্দর ছড়া । গাবুল রাজা !!

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নজসু বলেছেন:


সুন্দরে সুন্দরে ভরে যাক আপনার মনও।
শুভেচ্ছা জানবেন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

ঢাবিয়ান বলেছেন: এই রাজার রাজ্যে '' সত্য বলা মহাপাপ''

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নজসু বলেছেন:


সত্যের সুন্দর চাদরে আবৃত হোক পৃথবীর সকল মানুষ।
মিথ্যা দূরে যাক; সত্যের জয় হোক।

ভালো থাকবেন।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বই পড়া আমার পুরনো অভ্যাস, ঐ সময় একটা বই পড়েছিলাম, কাল্পনিক। বইয়ের নাম ছিল কিং সায়মনের রাজত্য। আপনার কবিতায় তারই এক রূপ দেখলাম।


প্লাস+++

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নজসু বলেছেন:


আপনার মন্তব্য পেয়ে বইটি পড়ার আগ্রহ জাগলো বলে
বইটির পিডিএফ ডাইনলোডে দিলাম।
নসীম হিজাযীর লেখা দেখলাম।
শুভকামনা রইল।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: অতি চালাকের গলায় দড়ি।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

নজসু বলেছেন:


যথার্থ বলেছেন। :D
মন্তব্য করার জন্য ধন্যবাদপ্রাপ্তি রইলেন।
ভালো থাকবেন।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নজসু বলেছেন:


খুশি হলাম ভাই।
আপনার সুন্দর জীবন কামনা করছি।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হা হা হ

;) :) :) :)


লেখা পড়ে শেখ হাসিনার জীবনী ভাব্বেন না প্লিজ

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

নজসু বলেছেন:




সময় সুযোগ মতো বইটা পাঠ করি আগে।
কারও সাথে অন্য কারও জীবনের মিল না খোঁজাই শ্রেয়।
কি বলেন বন্ধুবর?

২০| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


ছড়াটি পড়তে ভালো লেগেছে

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নজসু বলেছেন:


এই ভালো লাগায় উদ্ভাসিত হোক আমার ব্লগ।
আনন্দময় হোক আপনার জীবন।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ছড়াটি উচিৎকার হয়েছে! ধন্যবাদ। কিন্তু হাবুলপুরের গাবুল রাজাদের বিবেকের চেতনার ঘুম ভাংবে বলে মনে হয় না।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নজসু বলেছেন:



মানুষ নামক আমরা যে জীবটি পৃথিবীতে বিচরণ করছি,
সেই জীবটির মৌলিক মানবীয় প্রাণশক্তি হলো 'বিবেক'।
এই বিবেক ছাড়া আমরা কখনও মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো না।

সবক্ষেত্রে, সবার বিবেক জাগ্রত হোক এই প্রত্যাশা রইল।

শুভেচ্ছা জানবেন।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ন্যাড়া মাথায় বেল, সত্যিই বেশ মজাদার হইছে

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

নজসু বলেছেন:




ধন্যবাদ কামাল ভাই।
আপনার মন্তব্যগুলো আপনার ছবির মতোই সুন্দর।
ভালো থাকবেন।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

শিখা রহমান বলেছেন: বাহ!! চমৎকার। ছন্দে ছন্দে পড়তে খুব ভালো লাগলো।

শুভকামনা ছড়াকার। :)

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

নজসু বলেছেন:


শুভ সকাল।
আপনার ভালো লেগেছে তাতেই আমি খুশি।
ভালো থাকবেন ।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

সূর্যালোক । বলেছেন: ছড়ায় মজা পেলাম ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

নজসু বলেছেন:




আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কমেন্টের জবাব পেয়ে।
আমি খুবই চিন্তিত ছিলাম।
আপনার সুন্দর কমেন্টটা আমাকে খুব আনন্দ দিয়েছে।
আপনিও সারাজীবন আনন্দে থাকুন এই কামনা রইল।
আপনাকে ব্লগে নিয়মিত চাই।

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

বলেছেন: ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ তোমাকে

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

নজসু বলেছেন:


ভালো লাগায় অনেক খুশি হলাম।
শুভকামনা সবসময় চাই।
আমার পক্ষ থেকেও শুভকামনা রইল।

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: নান্দনিক ++++

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

নজসু বলেছেন:


অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: মহারাজার জয় হোক ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নজসু বলেছেন:


আমার ছড়ায় আপনার উপস্থিত আমাকে বিমোহিত করলো।
ধন্যবাদ জানবেন।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! মহারাজাকে নিয়ে চমৎকার একটি ছড়া। ভাল লাগলো 'সুজন' ভাই।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নজসু বলেছেন:


ভালো লাগায় খুশি হলাম প্রিয় ভাই।
আপনার অনুবাদ গল্প প্রচন্ত অনুভব করছি।
শুভকামনা।

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
খুশি হলাম ভাই।
আপনার সুন্দর জীবন কামনা করছি।

অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নজসু বলেছেন:



ব্লগের প্রথম অবস্থায় বুঝতে পারিনি ভাই।
এখন বুঝি কেন আপনি সবার হৃদয়ের মণিকোঠায় রয়েছেন।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রজারাও কিন্তু এখন কম বুঝছে না।
দারুণ কবিতা লিখেছেন। শুভ কামনা নিরন্তর।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

নজসু বলেছেন:


অনেক ধন্যবাদ বোন।
আপনার উপস্থিতিতে ব্লগ যেন আনন্দে হেসে উঠলো।
ভালো থাকবেন।

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: শত শহস্র মহারাজার নাম চলে গেছে ইতিহাসের পাতায়, অনেকের নাম কোথাও নেই, কি আসে যায় তাতে, মহারাজা আসবেন যাবেন - প্রকৃতির নিয়মে হলেও তাকে যেতে হবে ।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

নজসু বলেছেন:


আমার পোষ্টে আপনাকে পেয়ে ভালো লাগছে।
চিরসত্যি মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

কাছের-মানুষ বলেছেন: ছড়া যথেষ্ট সুন্দর এবং মিষ্টি হয়েছে তবে সব যুগের সাথে মানান সই কথাগুলো।

আমার ভাললাগা রইল ছড়ায়।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

নজসু বলেছেন:


আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করলো।
আপনার মনকাড়া মন্তব্যটি আমার হৃদয়ে গেঁথে রইল।
ভালো থাকবেন।

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

সাত সাগরের মাঝি ২ বলেছেন: দারুন.................
আমার ভাললাগা রইল

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

নজসু বলেছেন:


আপনার ভালো লাগায় অত্যন্ত খুশি হয়েছি আমি।
আপনি সর্বদা ভালো থাকুন এই কামনা রইলো।

৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

হাবিব বলেছেন: আপনার লেখা পাবার জন্য আর কতোকাল অপেক্ষা করাবেন?

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

নজসু বলেছেন:


প্রিয় হাবিব স্যার,
পুনরায় আপনার মন্তব্য পেয়ে খুব খুব ভালো লাগছে।
আমি আসলে আপনাদের সবার মতো খুব বেশি একটা ভালো লিখতে পারিনা।
চেষ্টা করি হযবরল কিছু একটা লেখার।
হাতে সময়ও কম থাকে।
মাসে হয়তো দুটো পোষ্ট আমি দিতে পারবো।

আপনার হৃদ্যতায় সবার হৃদয় জয় হোক।
ভালো লাগা।

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

তারেক ফাহিম বলেছেন: @@ চাঁদগাজী বলেছেন: ছড়াটি পড়তে ভালো লেগেছে


এই প্রথম গাজী ভাই কারো ব্লগে এমন সাদামাটা উত্তর দিলো B-)

ভাবনায় নতুন করে অনেক বেশি কিছু পাবো হয়তো সময় নিচ্ছেন পোষ্ট দিতে ;)

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

নজসু বলেছেন:



শ্রদ্ধেয় চাঁদগাজী স্যারকে আমি কেন যেন ক্লাশের স্যারের মতোই ভয় পাই। (আগে যেমন ক্লাশে ভয় পেতাম) :D
অনেক পোষ্টে উনার স্পস্টবাদী মন্তব্য পাঠ করে উনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যায়।

আমার আগের ছড়াতেও উনার ভালো লাগা মন্তব্য পেয়েছি।
আমি কৃতজ্ঞ।

ফাহিম ভাই, আমি আসলে লেখালেখির তেমন কোন নিয়ম কানুন জানিনা।
মনের কথাটাই ব্লগে প্রকাশ করি।
সময় কাটাই আপনাদের সাথে।

আপনিও আমার খুব প্রিয় একজন।
শুভেচ্ছা জানবেন।

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

অলিউর রহমান খান বলেছেন: আপনি কোন উদ্দশ্যকে সামনে নিয়ে কবিতাটি রচনা করেছেন আমার জানা নেই; তবে আমাদের দেশের রাজনীতিবিদগণের বাস্তব, পরিচ্ছন্ন চেহারা খানা খুব সুন্দর ভাবে ভেসে উঠেছে।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

নজসু বলেছেন:


ছড়া পাঠ করেছেন আমি খুশি হয়েছি।
আপনার মূল্যবান মন্তব্য আমার পাথেয় হোক।
ভালো থাকবেন।

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

বলেছেন: নতুন লেখা চাই

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

নজসু বলেছেন:



ভাই, আমি আপনাদের লেখা বেশি বেশি পাঠ করছি।
আপনি আমার ব্লগে এসে নতুন লেখার কথা বলেছেন।
আমি সত্যি সত্যি খুবই খুশি হয়েছি।
দোয়া করি ভালো থাকেন।

৩৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

নীলপরি বলেছেন: বাহ । রাজার কবিতা ভালো লাগলো ।
মিল খুঁজিনি । :)
শুভকামনা

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

নজসু বলেছেন:



লেখা ভালো লাগায় আমি খুশি হয়েছি।
সবচেয়ে বড় কথা হলো আপনার শীতসন্ধ্যার পাহাড়-লিপি ২য় বার পাঠ করে
মাথা থেকে কিছুতেই শীত আসলে বসন্ত আর কতদূর থাকতে পারে? বাক্যটা সরাতে পারছিনা।

সবসময় কানে বাজছে যেন।

৩৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন রাজা চাইনাকো আর
প্রজার প্রতি খেয়াল নাই যার।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

নজসু বলেছেন:


খুব সুন্দর ছন্দ মিলিয়ে দিলেন মাইদুল ভাই।
সাথে একটা সত্য কথাও বলে দিলেন।
ভালো থাকবেন।

৪০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: গান শোন------ মনোলিনা

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

নজসু বলেছেন:



ধন্যবাদ ভাই।
লিংকটা গতকালই পেয়েছি। গানটা শুনলাম।
ভালো থাকবেন।

৪১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

জুন বলেছেন: হীরক রাজার অবস্থা আরকি নজসু #:-S
+

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

নজসু বলেছেন:




মহারাজার জয় হোক। :D
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।


৪২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ B-))

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

নজসু বলেছেন:




আমি ভেবেছিলাম, ব্লগে আমি আছি এটা আপনি ভুলেই গেছেন।
সবার ব্লগবাড়িতে আপনার আনাগোনা দেখি, আমার বাড়িতে অনেকদিন হলো নেই। :(

আমার কাছে সিলেটের র টি কিংবা মিষ্টি কমলা নেই বলে ভুলে গেছেন মনে হয়। :D

যাহোক আমার সব পোষ্টে আপনার আগমন খুবই আনন্দিত করলো।
সত্যি বলছি ভাই, প্রিয় ব্লগারদের দেখা না পেলে পোষ্টের সার্থকতা থাকে না।

আমার প্রিয় ব্লগারদের মধ্যে আপনিও একজন।
ভালো থাকবেন- এই কামনা রইল।

৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :)

আসলে পড়ি বাট মন্তব্য করা হয়নি....
আর ব্লগ নিয়ে রিসার্চ করছি তো...
তাই পুরানা ব্লগ বেশি পড়া হয়.....

তাই কিছু মনে করবেন না আশাকরি :)

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

নজসু বলেছেন:



না ভাই কিছু মনে করিনি।
আমি জানি আপনি ব্লগ নিয়ে বিভিন্ন গবেষণা করছেন।
এই বিষয়ে আপনার কয়েকটি পোষ্টও দেখেছি। আমার কমেন্টও আছে।
আপনি সফল হন আর এই ব্লগকে পরিপূর্ণ ব্লগ হিসেবে গড়ে তুলুন এটাই
আমাদের কাম্য।

৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন এই পোস্টটা পড়ছি

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

নজসু বলেছেন:




মারাত্মক।
রুবেল নামক ঐ ব্লগার মানুষের আবেগ নিয়ে এতোটা খেলেছেন।
প্রথমে বুঝতে পারছিলাম না বিষয়টা। রনি রাজশাহীর কমেন্টের একটা লিংকে সব পরিস্কার হলো।

৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি আমার ব্লগ পড়েন তাহা আমি জানি ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

নজসু বলেছেন: :-B

৪৬| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: রাজা আসেন রাজা যায়ন, রানী আসেন রানী যাবেন, রেখে যাবেন কর্ম।
রাজতন্ত্রের বিলোপ হলেও, এমন রাজা রানীই তো আসেন একের পর এক!
ছড়া চমৎকার হয়েছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.