নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

ইহা একটি অরাজনৈতিক স্বাপ্নিক ছড়াঃ হাসিনা আর খালেদা ভাবে নয় আলাদা

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০



[ছবিঃ যথারীতি গুগল থেকে নেয়া।]

ছড়ার কথাগুলো যদি সত্য হতো।
হবে না।
কারণ এই ছন্দগুলো না ঘুমিয়ে বসে বসে স্বপ্নে দেখেছি।
আমার আজকের এই ছড়াটি ব্লগের সকল শ্রদ্ধেয় রাজনীতি বিষয়ক আলোচক,
সমালোচক ও লেখককে উত্সর্গ করলাম। তবে, ছড়া কিন্তু সবাই পড়বেন।


একটি দেশে দুইটি মেয়ে
গলায় গলা মিল,
গোলাপ জবা হাসনা হেনা
শাপলা ফোটা ঝিল।

নৌকায় চড়ে একটা মেয়ে
ঘোরে দেশের মাঝে,
ধানের শীষে আরেক মেয়ে
হাসে সকাল সাঁঝে।

নয়রে মিছে, হয়রে হাঁচা
সোনার এই দেশ,
দুইটি মেয়ে মনের সুখে
আছেন মিলে বেশ।

ঝগড়া নাই বিবাদ নাই
আলোয় মাখা মুখ,
তাদের দেখে সবার ঘরে
উঠুক ভরে সুখ।

দেশের টানে দুইটি মেয়ে
নিজের কথা ভুলে,
হিংসের ঝুলি বিদায় করে
সোহাগ নেয় তুলে।

আমরা বড় সুখেই আছি
সবার মুখে হাসি,
আমার এই সোনার বাংলা
তোমায় ভালোবাসি।

মন্তব্য ১৪৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

বলেছেন: হিংসার ঝুলি বিদায় করে
সোহাগ নেই তুলে-----


আসলেই যদি এমনটা হতো তাহলে ----
চাঁদের দেশের আজগুবি কেচ্ছা শুনতে হতো না।

একদিন হতেও পারে পরিবারতন্ত্রর অবসান
হতে পারে সোনার বাংলা তোমার আমার -



অসাধারন ছড়া ও ছবি
++++++++++

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

নজসু বলেছেন:



প্রথম মন্তব্যখানা প্রিয় ভাইয়ের কাছে পেয়ে আমি
যারপর নাই আনন্দিত হয়েছি।

আমরা আশায় বুক বেঁধে আছি
দেশের সবার বুক ভরা সুখ থাক।

ভালো থাকবেন।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একটা জোট বানাব।জোটে আওয়ামীলীগ আর বি এন পি থাকবে। আমজনতা ঐক্য জোট। কেমন হবে?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

নজসু বলেছেন:



প্রিয় মামুন ভাই, সত্যি যদি এমন হতো সবাই
মিলেমিশে এক কাতারে রয়েছি।
আমরা সবাই সবার। হিংসা নেই, বিদ্বেষ নেই,
আছে শুধু ভালোবাসায় ভরা। তাহলে অকালে ঝরতো না কোন প্রাণ।
হতো না দ্বন্দ ভাইয়ে ভা্‌ইয়ে। সুখে থাকতো দেশ। সুখে থাকতাম আমরা।

শুভেচ্ছা রইল প্রিয় ব্লগার ও ভাইয়ের প্রতি।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্বপ্নদোষ মনে হচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

নজসু বলেছেন:



ভুল স্বপ্ন বললে ভালো শোনাতো মনে হয়। :D
স্বপ্নের আর কি দোষ ভাই। দোষের মধ্যে আছি আমরা।
নিজেরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ।অন্যের ভালো মন্দ দেখার সময় কোথায়?
তবুও সবাই যদি মিলে মিশে থাকতেন। ক্ষমতার নয়, শুধু দেশের চিন্তা করতেন তাহলে
কতই না মধুর হতো।

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ভালো থাকবেন এই প্রার্থণা রইল।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

রাফা বলেছেন: স্বপ্ন দেখতে হয় জেগে ।ঘুমিয়ে স্বপ্ন দেখলে সে স্বপ্নটা আসলে মরিচিকা।আর জেগে দেখা স্বপ্নটা পেতে হলে সেই স্বপ্নকে ধাওয়া করে বাস্তবায়িত করতে হয়।আকাশ কুসুম নয় বাস্তবতায় দেখার চেষ্টা করুন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

নজসু বলেছেন:



প্রিয় রাফা ভাই।
আসলে আমাদের স্বপ্ন দেখতে মানা নেই। ঠিকই বলেছেন স্বপ্ন যদি দেখতে হয়
ঘুমিয়ে নয়, জেগেই স্বপ্ন দেখা উচিত। তাতে স্বপ্নের বাস্তবায়ন হবে।

ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের এই বাণীটা আমার কাছে খুবই মূল্যবান।
স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যেটা পুরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।

আপনার মূল্যবান মন্তব্যের প্রতি আমার নিমোঘ শ্রদ্ধা।
ভালো থাকবেন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

সাইন বোর্ড বলেছেন: দূর্ভাগা এ জাতি, স্বপ্ন দেখা ছাড়া কিছুই করার নেই । সব অন্যায়-অবিচার'ই অাজ গা সওয়া হয়ে গেছে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

নজসু বলেছেন:



তবুও আমরা স্বপ্ন দেখেই চলবো প্রিয় ভাই।
স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে।

একদিন আশার ফুল ফুটুক।
বন্ধ হোক হিংসার রাজনীতি।
আলোয় ভরে যাক সোনার বাংলা।
ভালো থাকবেন এই কামনা রইল।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



গণতন্ত্রের মানস কন্যা/কওমির জননী এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী/গণতন্ত্রের মা; উভয়কে নিয়ে মচৎকার ছড়া!! উনাদের পেয়ে জাতি আজ গর্বিত। ভোটার হিসেবে আমরাও পুলকিত!!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

নজসু বলেছেন:



প্রিয় ভাই আপনার মন্তব্যের জন্য অসংখ্য কৃতজ্ঞতা।
আমরা নিশচয়ই একদিন গর্বিত জাতি হিসেবে বিশ্বের
দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো।
শুধু অপেক্ষা করতে হবে।
ভালো থাকবেন।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

বাকপ্রবাস বলেছেন: ছড়ায় ছড়ায় মুগ্ধ পড়ায়
স্বপ্ন সফল হোক
সোনার দেশে মিলে মিশে
থাকুক সর্বলোক

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

নজসু বলেছেন:



আমার সবচেয়ে প্রিয় ছড়াকারের আগমন ও মন্তব্য
আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে।

আপনার মুগ্ধতা আমাকে সর্বদা ঘিরে রাখুক।
ভালো থাকবেন।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

নীলপরি বলেছেন: দারুণ লাগলো ছড়া । ++

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

নজসু বলেছেন:


মেঘের পালক তুলে আনা নীলপরি বোনের কাছে
আমার ছড়া ভালো লেগেছে এটা আমার বড় পাওনা।
আপনার সুন্দর মন্তব্য আমার লেখার সার্থকতা খুঁজে পাই।
ভালো থাকবেন এই কামনা রইল।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

আরোগ্য বলেছেন: নজসু ভাই আপনার কাব্য যদি সত্যি হত সোনার বাংলা সোনার থাকতো। আফসোস দুই নারীর চুলাচুলি এখন বিশ্ব বিখ্যাত।
ছড়া চমৎকার হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম।
প্রিয় ভাই আমার।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহপাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব করে
হিসেবে সৃষ্টি করেছেন। দুইদিনের পৃথিবীতে আমরা এসেছি।
কেন আমাদের এত লোভ-লালসা?
আমাদের এতো রাগ কেন?
কিসের এতো হিংসা-বিদ্বেষ?
এভাবে আর কতদিন চলবে...?

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: সরকার প্রধান হয়ে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে প্রতি দিন ২ ঘন্টা করে জনগণকে 'বিদ্যুৎ সরবরাহে' বাধা দিয়েছেন। ... শতাব্ধীর এই সন্ধিক্ষনে, বাংলাদেশের পলিটিক্স ও সোশ্যাল ফেব্রিকেশান এ ধর্মের প্রতি আঘাত, হিংস্রতা ও ধর্মের সাথে সংশ্লিষ্ট মানুষকে পরিকল্পিতভাবে নির্মূল করার যে কাজ কারবার দেখছি - তাতে মনটা বিষিয়ে উঠছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

নজসু বলেছেন:



ইহা একটি অরাজনৈতিক স্বাপ্নিক ছড়া।
ধন্যবাদ।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: উত্তাল আন্দোলনের পথে গেলে সরকার আরও ধরপাকড় করবে।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন:

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা রাজনীতিতে এসেছেন উনার বাবা, উনার পরিবার হত্যার বিচার করতে; কারা হত্যা করেছে উনার বাবাকে? কারা উনার বাবা-হত্যার বিচার বন্ধ করেছিল? বিচার বন্ধ করেছিলো বেগম জিয়ার স্বামী! বেগম জিয়া কি স্বামীর করা অন্যায়টাকে মুছেছে? না, মুছেননি

কার আমলে শেখ হাসিনার উপর গ্রেনেড মারা হয়? বেগম জিয়ার আমলে! বেগম জিয়া কি গ্রেনেড হত্যার বিচার করেছে? না, করেনি!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

নজসু বলেছেন:



মা, বাবা, পরিবার প্রিয়জন এমন কি আদরের ছোট্ট ভাইকে হারিয়ে
কষ্টের জীবন কাটানো এমন একজন প্রধানমন্ত্রী হিসেবে নয়; একজন সাধারণ মানুষ হিসেবেও
সবার চাওয়া উচিত খুনীদের উপযুক্ত বিচার হোক।

যদি কেউ না চায় তাহলে বুঝতে হবে তার বিবেক নেই।

অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
ভালো থাকবেন।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ভীষন----------------!!!!!!!!!!!!!!!!!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

নজসু বলেছেন:



ভালো লাগায় মন খুশি হয়ে গেলো আমার প্রিয় ব্লগার রাজীব ভাই।
আপনি সর্বদা ভালো থাকুন এটাই আমার প্রত্যাশা।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ভীষন----------------!!!!!!!!!!!!!!!!!!!

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

অক্পটে বলেছেন: আমরা স্বপ্ন দেখি স্বপ্ন বুনি। যে কোন মহৎ কাজ, মহৎ আকাঙ্খার মূলে প্রথমে স্বপ্ন দেখতে হয়।
আপনার স্বপ্ন সত্যি হোক। কতো স্বপ্নই তো সত্যি হয়।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

নজসু বলেছেন:



খুবই সুন্দর করে বললেন।
স্বপ্ন দেখতে বাঁধা নেই।
সবার ভালো স্বপ্নগুলো সফল হোক।

ভালো থাকবেন ভাই।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ক্ষমতা ভুলে যদি তারা দেশের ও জনগণের জন্য একটু চিন্তা করতো হয়তবা আমাদের দেশটা এক ছোট্ট জান্নাতে পরিণত হতো।
খুব সুন্দর হয়েছে কবিতাটি। শুভ কামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

নজসু বলেছেন:



প্রিয় বোনটি খুব গুছিয়ে সুন্দর করে একটি সত্যি কথা বলে গেলেন।

ক্ষমতা ভুলে যদি তারা দেশের ও জনগণের জন্য একটু চিন্তা করতো হয়তবা আমাদের দেশটা এক ছোট্ট জান্নাতে পরিণত হতো।


এমনটাই যেন হয়।
কবিতা ভালো লাগায় খুশি হয়েছি।
ভালো থাকবেন বোন।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

তারেক ফাহিম বলেছেন: স্বপ্ন দেখতে কারনা ভালোলাগে B-)


কেমন আছেন প্রিয়?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

নজসু বলেছেন:



জ্বী ফাহিম ভাই একদম ঠিক বলেছেন।
স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে।
স্বপ্নরা মানুষকে ঘিরে রাখে।

একটা সত্যি কথা বলি, মাকড়শার ফাঁদ এর শেষ পর্বটা পড়ার পর
আমার মন সত্যি সত্যি খারাপ।
রূপা মেয়েটার স্বপ্ন ভঙ্গ আমাকে দগ্ধ করছে।

ভালো থাকবেন প্রিয় ভাই।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

হাবিব বলেছেন: অনেক........লাইক

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

নজসু বলেছেন:



প্রিয় স্যার আপনি আছেন আমার হৃদয়ের মণিকোঠায়।
একদম সত্যি কথা।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ ! সুজন ভাইয়া । চমৎকার বিষয় নিয়ে চমৎকার লিখেছেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

নজসু বলেছেন:




অনেকদিন পর বোনের দেখা পেলাম।
ছড়াটিকে চমৎকার বলায় অনুপ্রাণিত হলাম।
ভালো ও সু্স্থ থাকুন এই প্রার্থণা রইল।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আরোগ্য বলেছেন: কারাগার এ স্বাগতম নজসু ভাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

নজসু বলেছেন:




শ্রদ্ধেয় প্রিয় ভাই।
অসম্ভব সুন্দর লেখাটি পাঠ, লাইক এবং কমেন্ট করে এসেছি।
আরও সুন্দর সুন্দর লেখা পাওয়ার প্রত্যাশা রইল।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: ইস! আমি বড্ড পিছিয়ে পড়লাম!!! একদম লেটলু হয়ে গেলাম !!

সুন্দর ছড়া ! কিন্তু বাস্তবে রাজনীতিতে যদি এই ছড়াটির সামান্যতমও প্রকাশ ঘটতো তাহলে দেশ ও রাজনৈতিক চিত্রটা সম্পূর্ণ বদলে যেতে । বদলে যেত মানুষের জীবনের রংটাও। সত্যিই তো সোনার বাংলা সোনার দেশে পরিণত।

শুভকামনা ও ভালোবাসা রইল।



০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

নজসু বলেছেন:




প্রিয় কেউ মন খারাপ করে থাকবে এটা অসম্ভব।
তাই আমি ইচ্ছে করে আপনার কমেন্টের জবাব দেরি করে দিলাম। :D
সুতরাং আপনি পিছিয়ে পড়েছেন বলে আর আফসোস করতে পারবেন না। :)

আমরা অপেক্ষায় থাকবো সবাই একদিন মিলেমিশে এই বাংলাটাকে সত্যিকারের সোনার বাংলা
হিসেবে গড়ে তুলবেন।

আপনার সুন্দর মন্তব্য আমাকে এগিয়ে নিয়ে যাক অনেক দূর।
ভালো থাকবেন।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

আলমগীর কাইজার বলেছেন: এসব কথা যদি কভু সত্যি হয়ে যায়,
সোনার বাংলায় ফলবে সোনা, সন্দেহ নেই ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

নজসু বলেছেন:



একদিন স্বপ্নের দিন আসবে প্রিয় আলমগীর ভাই।
ভালো থাকবেন।
সুন্দর মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জানবেন।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়া কবিতা ভাল লাগলো, সুন্দর লিখেছেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

নজসু বলেছেন:



জেনে খুবই আনন্দিত হলাম প্রিয় কবি।
আপনার কবিতাগুলো আমাকে মুগ্ধ করে।
মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা রইল।
ভালো থাকবেন।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ১৩ নং মন্তব্যে শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলাম সত্য কথাগুলো বলে যাওয়ার জন্য

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

নজসু বলেছেন:



চাঁদগাজী আমার অত্যন্ত শ্রদ্ধার একজন পাত্র।
আমার প্রিয় একজন ব্লগার।
উনি খুব সুন্দর করে বলেন।

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্বপ্ন!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

নজসু বলেছেন:




স্বপ্ন আমরা দেখেই চলবো প্রিয় ভাই।
স্বপ্নের মাঝে আমরা বেঁচে রইবো।
ভালো থাকবেন অবিরত।

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

হাবিব বলেছেন:




প্রিয় স্যার আপনি আছেন আমার হৃদয়ের মণিকোঠায়।
একদম সত্যি কথা।
....... আলহামদুলিল্লাহ...। খুশি হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু কি লাগে?

আমি যখন বাবা হবো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

নজসু বলেছেন:




অল্পতেই যে খুশি হয় তাকে ভালোবাসতে আর কি লাগে?

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৮

ওমেরা বলেছেন: দুইটা মেয়ে বুড়ী এখন , যাবে আকাশে নয়ত পাতালে ।
তখন তাদের গলায় গলায় মিল হবে , আমরা দেখব না ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

নজসু বলেছেন:



আমরা তবুও অপেক্ষা করবো।
অনন্তকাল অপেক্ষা করবো।
আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো হিংসা বিদ্বেষমুক্ত একটি
সোনার বাংলা পাবে।

অনেক ধন্যবাদ প্রিয় বোন।

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩০

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
খারাপ মানুষদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করতে পারলে ভালো কিছু একটা হতে পারেন। এছাড়া সম্ভব নয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

নজসু বলেছেন:



স্বার্থের রাজনীতি সত্যি খুব ভয়ংকর।
এতে খারাপ মানুষরা জনগনের ক্ষতি তো করছেই, সেই সাথে
নিজেদেরও ক্ষতি করছে।

সুন্দর কথা বলেছেন প্রিয় কবি।

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: আমিন , আমিন, আমিন, আমিন, আমিন, আমিন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

নজসু বলেছেন:



আল্লাহা আমাদের মনের আশা পূরণ করুক।
ধন্যবাদ প্রিয়।

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ভায়া-
আমরা সোনায় বাংলায় কত ভাল আছি!
সত্যি যদি এমন হতো
কত ভাল হতো।
+++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

নজসু বলেছেন:


প্রিয় মাইদুল ভাই।
সত্যি খুব ভালো হতো।
একদিন সবাই মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ রইলো আমাদের।
ভালো থাকবেন।

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: খুব সুন্দর.......... ভালো লাগলো

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
আপনার ভালো লাগায় আমি অত্যন্ত খুশি হয়েছি।
আপনি সর্বদা ভালো থাকুন।
আপনার কাজে সফলতা আসুক এই দোয়া করি।

৩৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

সমালোচক মন্তব্যকারী বলেছেন: মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, এমন অভিযোগে বিরোধীজোট বিএনপি ও জামায়াতরে এক ডজন নেতার বিচার করছে। আওয়ামী লীগ সরকার। তারা নিজেদের মুক্তিযুদ্ধের কথিত স্বপক্ষ শক্তি দাবি করে এ বিচার করলেও তাদের দলে থাকা রাজাকারদের ব্যাপারে একেবারে নিরব। এদলটিতেও রয়েছে, কুখ্যাত রাজাকার, আল বদর, আল শামস, গণহত্যকারী, গণধর্ষণকারী, অগ্নিসংযোগাকরীসহ অসংখ্য স্বাধীনতাবিরোধী। কিন্তু তারা রয়েছেন ধরা ছোয়ার বাইরে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

নজসু বলেছেন:




ছড়ার সাথে এই কমেন্টের সম্পর্ক কি দয়া করে বলবেন কি?

৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ক্ষমতা দ্বন্দে জনগন চান্দে B-) B-) B-) B-)

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

নজসু বলেছেন:




রাজনীতির ঘোরপ্যাঁচে কখন কি ঘটছে কে জানে। :D
মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
জবাব দিতে দেরি হয়ে গেলো।

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আরোহী আশা বলেছেন:




হাত তালি..........+++
অনেক মজারু কবিতা...।
আমিও মাঝে মাঝে এমন ভাবি

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

নজসু বলেছেন:



প্রিয় বোনটি আমার।।
আপনার আমার সকলের ভাবনা সত্যি হোক।
সবাই মিলেমিশে থাকুক।

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

হাবিব বলেছেন:


সুজন ভাই কি ফ্রি আছেন?

একটা মেইল দেব, চেক করতে পারবেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

নজসু বলেছেন:



আমার অতি প্রিয় স্যার।
মেইলে আমাদের কথা চলা অবিরত থাক। B-)

৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

আরোহী আশা বলেছেন: নতুন পোস্ট কি দাওয়াতে গেছে..

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

নজসু বলেছেন:



ব্যস্ততা আমাকে দেয় না অবসর

খবর নেবার জন্য আমি খুব খুশি হলাম।
ভালো থাকুন এই দুআ ছাড়া আর কি করতে পারি?

৩৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি ছিলাম মাইনাস টু ফরমুলার সমর্থক।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

নজসু বলেছেন:



ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই।
জবাব দিতে একটু দেরি হয়ে গেলো।
আপনার সমর্থণের প্রতি শ্রদ্ধা রইল।

৩৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

আমি ৎৎৎ বলেছেন: অনেক ভাল লাগল, এই পোষ্টের জন্য + + +


ভাল থাকুন, সবসময়।

আসলে আমি একটু টেনশন এ আছি !!!!!!!

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

নজসু বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে প্রিয় ব্লগারদের সাক্ষাত না পেলে মনটা খারাপ লাগে।
যেমন আপনি একজন।

আপনার চিন্তা দূর হয়ে যাক। আনন্দে ভরে থাক মন এই প্রার্থণা রইল।

৪০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

বলেছেন: নজসু

স্বর্গের পাশাপাশি ভালোবাসা --
কখনও তা নরকের আগুনের চেয়েও পোড়ায় বেশি।

ভালোবাসায় অবিশ্বাস --
ভালোবাসাকে করা যায় না অস্বীকার।

স্মৃতিকে দূরে ঠেলে দেয়া –
ভালোবাসাকে রাখি কামনা বাসনার উর্দ্ধে,

জানি,কামনার জলে সিক্ত হলে,
মনের কাছে রিক্ত হতে হয় মানি।
---------------------------------

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

নজসু বলেছেন:




অসাধারণ সুন্দর আমার প্রিয় লতিফ ভাই।
একটু আগে আপনার ব্লগে দেখে এলাম
ভালোবাসা ফুরাবার নয়।
আমার অফুরন্ত ভালোবাসা প্রিয় এই ভাইয়ের জন্য।

৪১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি নিয়ে তুমি এত ব্যস্ত ভাই
লেখাপড়া সেতো থাকবেই
নতুন লেখাও যে কিছু চাই ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

নজসু বলেছেন:



আমার অত্যন্ত প্রিয় মাইদুল ভাই।
হাজারো ব্যস্ততা আমাকে ব্যস্ত রাখছে।
কিন্তু মনটা পরে রয় আপনাদের কাছে।
আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও আমার খোঁজ নেন
এতে আমি যে কি পরিমাণ খুশি হই তা লিখে বোঝাতে পারবো না।

আপনি আমার খুব আপনার জন। ভালো থাকবেন।

৪২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

মুক্তা নীল বলেছেন: মানুষতো সপ্ন আর আশা নিয়েই বাচে। সপ্ন দেখতে দোষ কি,,আমি নিজেও অনেক ধরনের সপ্ন দেখি। আপনার এই লেখায় দেশপ্রেমের সপ্ন, তা যেনো বৃথা না যায়। শুভ হোক আপনার সারাদিন।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

নজসু বলেছেন:




আপনার সুন্দর এই মন্তব্যটি খুবই অনুপ্রাণিত করলো আমাকে।
সবার সব সুন্দর স্বপ্নগুলো সত্যি হোক এটাই কাম্য।
আপনিও সর্বদা ভালো থাকবেন এই প্রার্থণা রইল।

৪৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: এ লেখা পড়েছি তো -
কিন্তু রাজনৈতিক লেখায় মন্তব্য করি না :( তাই হয়ত ওভারলুক করে গেছি।


লেখা তো খুব সুন্দর হয়েছে !! ছন্দে ছন্দে বেশ স্বপ্ন বোনা। তুমি যেমন লিখেছো, সত্যিকার অর্থে তেমনই হবার কথা ছিলো ;
কিন্তু! কোন যাদু মন্ত্রে, আমাদের ভাগ্যের পরিহাসে আমরা বর্তমানে ক্লদে ডুবে আছি ।
দেশপ্রেম নাকি ঈমানের অংগ !
অথচ দেশপ্রেমিক খুঁজতে গেলে আত্মপ্রেমিক , দলপ্রেমিক ই চোখে পরে ।

লেখা চমৎকার হয়েছে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

নজসু বলেছেন:




আপনার আগমনে আমার মন খুশিতে ভরে উঠেছে।
আমার ব্লগ পাতা হয়েছে আলোকিত।

লেখা ভালো লাগায় আমি খুবই অনুপ্রাণিত হলাম।

৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

নজসু বলেছেন:





অপেক্ষিং প্লীজ......... :-B

৪৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

ইসিয়াক বলেছেন: আপনা‌কে ধন্যবাদ ও বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

নজসু বলেছেন:



বিজয় দিবসের শুভেছ্ছা আপনাকেও।
সর্বদা ভালো থাকবেন এই প্রত্যাশা রইল।

৪৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম নজসু ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আপনার পোস্টের অপেক্ষায় আছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

নজসু বলেছেন:




ওয়ালাইকুম আস সালাম আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকেও।
আমি বেশ কয়েকবার আপনার ব্লগে যাই নতুন লেখার আশায়।
আপনি আমার খোঁজ খবর নেন এটা আমার খুব ভালো লাগে।
কৃতজ্ঞতা আর ভালোবাসার বন্ধন দৃঢ় হয়।
পোষ্ট দিলে ব্লগে দেয়ার মতো সময় বের করতে হয়।
আমি সেই সময়টর অপেক্ষায় থাকি প্রিয় ভাই।

আপনি ভালো থাকুন। সর্বদা আমাদের এভাবে ভালোবাসুন এটাই চাই।

৪৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: টেস্ট সাকসেসফুল :)

পোস্টটা সরিয়ে ফেলেছি...

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

নজসু বলেছেন:




প্রিয় ভাই।
আমার একটা অনুরোধ আছে।
আমরা আপনার একটা পোষ্টে জেনেছি ব্লগ নিয়ে আপনার চিন্তা ভাবনা অনেক।
তাই বিভিন্ন গবেষণা করছেন।
কিন্তু ফলাফল কি হলো, কি নিয়ে টেস্ট করলেন তা আমাদের জানালে কৌতূহল নিবারণ হতো। :)
মনের মধ্যে খালি খুঁতখুঁতানি তৈরি করে দেন। :D

৪৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: এমন স্বপ্নের কথা শুনতে ভালোলাগে, কিন্তু স্বপ্ন দেখার সাহস নাই।

সুন্দর ছন্দে ভালোলাগা জানিয়ে গেলাম সুজন ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

নজসু বলেছেন:




একদম ঠিক কথা বলেছেন কামাল ভাই।
তবুও আমরা আশায় রই স্বপ্ন পূরণের।

আপনার ভালো লাগায় আমিও খুশি হলাম।
ভালো থাকবেন।

৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

নজসু বলেছেন:



ঘন দুধের এমন চা (নাকি কফি?) পেলে কার না মনটা ভালো হয়ে যায়।

৫০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এক কবিতা দিয়া কি পুরা ডিসেম্বর পার করবেন না কি ?

হাবিব ভাই কইল-আপনি নাকি ভেরি কিউট, তা এখানা ফটো পাঠান আমার মেইলে দেখি পাত্রী যোগাড় করতে পারি কিনা-

মেইল[email protected]

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

নজসু বলেছেন:



স্যারের কথা বিশ্বাস করলেন প্রিয় মাইদুল ভাই।? :D
প্রিয় হাবিব স্যারের প্লান প্রোগ্রাম তো অনেক।
দেখা যাক কদ্দুর কি হয়। :-B

ফটো না হোক, মেইলে যোগাযোগ হবে আশা করি।

৫১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

আরোগ্য বলেছেন: প্রিয় নজসু ভাই কারাগারে নারীকে দেখে যান। আমি পোস্ট নিয়ে শঙ্কিত।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

নজসু বলেছেন:



প্রিয় আরোগ্য ভাই।
কারাগার পরিদর্শন করে এলাম। B-)

৫২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: যতা ছুময়ে দানানো হপে ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

নজসু বলেছেন:





জনাব, অপেক্ষিং রইলাম। :D
আপনার কাছে সত্যি সত্যি আমার প্রত্যাশা অনেক বেশি।

৫৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নজসু বলেছেন:



প্রিয় ছড়াকারকে পেয়ে আমার ব্লগবাড়ি ও মন আনন্দে ঝলমল করে উঠলো।
সর্বদা শুভকামনা আপনার জন্য।

৫৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাল্পনিক আর অলীক স্বপ্ন হলেও
ছড়া পড়তে ভালো লেগেছে।
ছড়াকারকে শুভেচছা।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

নজসু বলেছেন:



ছড়া পড়তে আপনার ভালো লেগেছে বলে আমি খুবই আনন্দিত হয়েছি।
আপনি নিজেও যে এতো সুন্দর ছন্দ মিলে ছড়া লেখেন তা কি জানতাম?
ভালো লাগার রেশ আপনার ব্লগেও ছড়িয়ে দিয়ে আছেন প্রিয় ভাই।
শুভ কামনা। ভালো থাকবেন।

৫৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



নতুন কিছু লিখুন

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

নজসু বলেছেন:



শুভ সকাল শ্রদ্ধেয়।
আপনার পুনরায় আগমনে আমি এতোটাই খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারছিনা।
কৃতজ্ঞতার বন্ধনে আরও জড়িয়ে গেলাম।

আমি সময় করে নতুন কিছু পোষ্ট করবো।

আপনার সর্বদা সুস্বাস্থ্য কামনা করি।
ভালো থাকবেন।

৫৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

স্বপ্নীল ফিরোজ বলেছেন: খারাপ না।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

নজসু বলেছেন:



আপনার ভালো লেগেছে বলে আমি আনন্দিত।
এই ভালো লাগা অব্যহত থাকুক সবসময়।
ভালো থা্কবেন।

৫৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

যোখার সারনায়েভ বলেছেন: সুন্দর ছড়া ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

নজসু বলেছেন:



আপনি ছড়া পাঠে এটিকে সুন্দর বলেছেন বলে
আমি খুবই অনুপ্রাণিত হলাম।

আপনার লেখাও আমাকে মুগ্ধ করেছে।
প্রীতির বন্ধন অটুট থাক।

৫৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

আরোগ্য বলেছেন: নজসু ভাই পাঁচটা পয়েন্ট লেখার ও কি সময় নাই। দেন না ভাই কেউ তো আমগো জেলে পুরবো না।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম।
আমি ভয়ে ভয়ে এই দুইদিন কমেন্টের জবাব দিতে আসিনি প্রিয় ভাই।
পারতাম না। তবে ইচ্ছে ছিলো।
আজকে জবাব দিলাম। কারণ সময় শেষ। :-B

আমার প্রিয় ভাই, আপনার কারণে আমি ব্লগে কতো যে উৎসাহিত হই তা আমিই জানি।
এমন ভালোবাসা সবসময় অটুট রাখতে চাই।

৫৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মাহের ইসলাম বলেছেন: শুধু ছন্দমিলের জন্যেই নয়, বক্তব্যের মধ্য দিয়ে যে আকাংখা ফুটিয়ে তুলেছেন, তা অসাধারন হয়েছে।

শুভ কামনা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

নজসু বলেছেন:



আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা হয়ে রইল।
অন্যান্য পোষ্টে আপনার সুন্দর সুন্দর মন্তব্যগুলো পড়ি আর ভালো লাগে।

অনেক অনেক কৃতজ্ঞতা রইল।
আপনিও ভালো থাকবেন।

৬০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

হাবিব বলেছেন: আসসালামুআলাইকুম, সুজন ভাই কেমন আছেন?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

নজসু বলেছেন:




ওয়ালাইকুম আস সালাম প্রিয় ভাই।
জ্বি, আপনাদের দোয়ায় ভালো আছি।
কিন্তু ব্যস্ততা আপনার মতোই। :(

৬১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪

হাবিব বলেছেন: তোমাতেই ডুবে মরি!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

নজসু বলেছেন:




কবিতাটা আমার খুব ভালো লেগেছে।
আমার অতি প্রিয় স্যার, ভাই এবং বন্ধুর কবিতা ভালো না লেগে পারে।

৬২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

যোখার সারনায়েভ বলেছেন: আপনার নতুন লেখার অপেক্ষায়।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

নজসু বলেছেন:




প্রিয় ভাই আমার।
আপনার আন্তরিকতা আমাকে অত্যন্ত মুগ্ধ করছে।
তাইতো দিনকে দিন আপনি আমার খুব প্রিয় হয়ে উঠছেন।
আমাদের এই মিতালি যেন অটুট থাকে।

আমি নতুন বছরে পোষ্ট দিবো ভেবেছি। সময় কম পাচ্ছি ভাই।
আপনাকে আবারও জানাই হৃদয়ের গহীন থেকে ভালোবাসা।
ভালো থাকবেন।

৬৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

হাবিব বলেছেন: আমি তো আজকে টোটালই ফ্রি......... :-B :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

নজসু বলেছেন:



আমি শুধু আজকের কথা বলিনি প্রিয় ভ্রাতা।
বিগত কয়েকদিনের কথা বলেছি।
আজকে কালকে সবাই ফ্রি থাকবে। :-B

৬৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

হাবিব বলেছেন: .....হ্যাঁ তাইতো... :| :| :|

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

নজসু বলেছেন: B-)

৬৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

হাবিব বলেছেন: .. X( X((

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

নজসু বলেছেন: :-B
:-B
:-B

৬৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

রাকু হাসান বলেছেন:

সহজ সুন্দর ,আগেই পড়েছিলাম আমি । এত কম লিখছেন যে ,ব্যস্ততা নাকি !

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

নজসু বলেছেন:




আপনার আগমনে খুবই খুশি হলাম প্রিয় রাকু ভাই।
জ্বী ভাই, মাঝে মাঝে কাজের চাপ বাড়ে।
আর কম লিখলেও পোষ্ট পড়ে যাচ্ছি অবিরত।
আপনাদের কাছে যে অনেক শেখার আছে আমার।
ভালো থাকবেন আমার প্রিয় ব্লগার।

৬৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ২০০৮ সা‌লের নির্বাচ‌নে না ভো‌টের সু‌যোগ ছিল। অনলাই‌নে ভোট দেবার সি‌স্টেম আস‌লে আ‌মি ভোট দি‌তে পার‌বো। আজ সারা দিন ঘু‌রে ঘু‌রে ভো‌টের পোস্ট দি‌তে থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

নজসু বলেছেন:



প্রিয় ভাই।
আশা করি ভালো আছেন।
৩০ ডিসেম্বর সারাদিন আমিও ব্লগে আর বিভিন্ন অনলাইন পত্রিকায় ভোটের সংবাদ দেখে সময় কাটিয়েছি।
একদিন হয়তো অনলাই‌নে ভোট দেয়ার সিস্টেম চালু হতেও পারে।
ভালো থাকবেন প্রিয় ভাই।

৬৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

নতুন বছরে নতুন পোস্ট চাই


বেশী বেশী লেখা চাই!!

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

নজসু বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার প্রিয় লতিফ ভাই।
নতুন পোষ্ট দেবার প্রস্তুতি নিচ্ছি। :)

৬৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

তারেক ফাহিম বলেছেন: কেমন আছেন প্রিয় ভ্রাতা?

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটু বিলম্ব হইল B-)

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

নজসু বলেছেন:



প্রিয় ফাহিম ভাই
আমিও তো আসতে দেরি করে ফেললাম। :(
ব্লগের নোটিফিকেশন ঠিকমতো পাইনা আমি।

আপনার জন্য এই ফুলটা

৭০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

ইসিয়াক বলেছেন: মনে পড়ে ৯০ দশকের আন্দোলনের সময়।তখন আমি ঢাকার মোহাম্মদ পুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম।সেই সব বন্ধুদের খুব মিস করি।তাদের আমি হারিয়ে ফেলেছি আমার জীবনের সেই কঠিন বাকের সময়।আর কি দেখা হবে বন্ধু.।কে জানে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

নজসু বলেছেন:



প্রিয় ইসিয়াক ভাই
আশা করি ভালো আছেন।
এই পোষ্টের মন্তব্যগুলো দেখতে দেরি করে ফেলেছি।
তাই প্রতিমন্তব্য করতে দেরি হয়ে গেলো।
আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এরশাদ সরকারের আমলে আমরা ছোটই ছিলাম।
স্কুল, হাইস্কুলের পড়তাম এমনও মনে হচ্ছে।

ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তো আবার কোন একদিন দেখা হবে।
ভালো থাকবেন ভাই।

৭১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

নজসু বলেছেন:

৭২| ২১ শে মে, ২০১৯ রাত ১১:২৩

অজানা তীর্থ বলেছেন: কথাগুলো অনেক সুন্দর। ভালো লাগলো পড়ে।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৯

নজসু বলেছেন:




অনেক পরে আপনার মন্তব্যটি দেখতে পেলাম বলে জবাব দিতে দেরি হলো ভাই।
আশা করি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম।
ভালো থাকবেন।

৭৩| ০৮ ই জুন, ২০১৯ সকাল ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: ওনারা দুইজন একই চুম্বকদন্ডের দুই মেরু। সুতরাং, দুই মেরুর মিলনের কোনই সম্ভাবনা নেই।
তবে, স্বপ্নবিলাস হলেও, স্বপ্নটা সুখচিন্তার উদ্রেক করে। আর ছড়া হিসেবেও আমনার লেখাটা চমৎকার হয়েছে।
পোস্টে প্লাস + +

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩১

নজসু বলেছেন:




দারুণ বলেছেন।
উনারা কখনও এক হবেন না। :(

ছড়াটা চমৎকার বলায় কৃতজ্ঞতা জনাই।
ভালো থাকবেন এই কামনা করছি।

৭৪| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

বীরশ্রী বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.