নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখোই-৩৫

সুখোই-৩৫ › বিস্তারিত পোস্টঃ

হায়রে বাংলাদেশ, হায়রে বাঙালি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

একজন নাস্তিক নবী রাসুল নিয়ে কটুক্তি করার অপরাধে সারা বাংলাদেশের জাগরণ মঞ্চগুলোর লাখ লাখ মানুষকে নাস্তিক বানানো হল, দেশের জন্য কষ্ট করা ছেলেমেয়েদের মানুষ ঘৃণা করা শুরু করলো।



আর এই জামাত, শিবির, মোনাফেক ইসলামি লেবাসধারী দলেরা জাতীয় পতাকা পুড়িয়ে দিল, শহীদ মিনার ভাংলো, মানুষের কোন খবরই নাই। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হল, অথচ বাঙালির কোন বিকারই নাই।



এ দেশ কিভাবে বড় হবে? নিজের দেশের প্রতি যে দেশের মানুষের ভালবাসা নাই, সে দেশের কিভাবে কি হবে?



জামাতে ইসলামিতেই যোগ দিব ঠিক করেছি। অন্তত বাঙালি হয়ে বাংলাদেশের পতাকা পোড়ানোর গ্লানি সহ্য করতে হবে না। পাকিস্তানের আদর্শ বুকে ধরে বাংলাদেশের পতাকা পোড়াব, শহীদ মিনার ভাংবো আর নপুংশক বাঙালি বসে বসে তা দেখবে আর খোজ নিবে কখন কোন জায়গায় একটা বা দুইটা নাস্তিক কি করলো। সামনে হাতি চলে যায় কোন খবর নাই, পিছন দিয়া মশা যায়, তার খবর নেয়া চাই। এক নাস্তিকের কারণে লাখ লাখা মুসলিমের অংশগ্রহণ করা আন্দোলনকে যে জাতি অবজ্ঞা করে, নিজের মাতৃভূমির পতাকার অপমান যে জাতি সহ্য করে, সে জাতির স্বাধীন দেশ পাওয়ার কোন অধিকার নাই। সে জাতির উপযুক্ত ঐ পাঞ্জাবির বুটের নীচে বসে কুকুরের মত জীবন যাপন করা। পতাকার মর্যাদা যারা রক্ষা করতে পারে না, তাদের পতাকা পাবারও অধিকার নাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

টয় বয় বলেছেন:
-

তুমি জামাতে যুগ দিবা? কও কি ?? ;):):)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: টয় বয় @

ধীবর তোরে তার তালিকায় একদম শেষে স্থান দিছে! |-) অথচ তুই হইলি ঐ তালিকায় সামুর সবচেয়ে অ্যাক্টিভ বলগার!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

টয় বয় বলেছেন:
-
@দায়িত্বাবান:

কস কি ?? আমার নাম সবার শেষে ?? :(:(

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

অনা-বিল বলেছেন: একজন নাস্তিককে মঞ্চ থেকে শহীদের খেতাব দিয়ে মঞ্চই জামাতকে মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টির সুযোগ করে দিয়েছে ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

নয়ামুখ বলেছেন: যে নাস্তিক আমাদের মহানবী ( সা: ) কে নিয়ে চরম অশ্লিল মন্তব্য করেছে , শাহবাগের মঞ্চে নিয়ে তাকে শহীদের মর্যাদা দেয়া হলো, জানাজা পড়া হলো। এই ঘটনাটাই কি যথেস্ট নয় শাহবাগ আন্দোলন নাস্তিকদের আন্দোলন হিসেবে চিন্হিত করার।

এখন পর্যন্ত কি শাহবাগের মঞ্চ থেকে মহানবী ( সা: ) কে নিয়ে রাজীবের চরম অশ্লিল মন্তব্যের নিন্দা জানানো হয়েছে ? যদি না হয়ে থাকে তবে শাহবাগের মঞ্চ নাস্তিকদের মঞ্চ নয় এটি প্রমান করবেন কি করে।


২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬

সুখোই-৩৫ বলেছেন: তারা এমনই নাস্তিক হইছে যে জানাজার নামাজও পড়ছে। নাস্তিকরা নামাজ থেকে দূরে থাকে, এই প্রথম দেখলাম, নাস্তিকরা নামাজ পড়ছে।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

টয় বয় বলেছেন:
লেখক বলেছেন: তারা এমনই নাস্তিক হইছে যে জানাজার নামাজও পড়ছে। নাস্তিকরা নামাজ থেকে দূরে থাকে, এই প্রথম দেখলাম, নাস্তিকরা নামাজ পড়ছে।


====>> ঠেলায় পইরা বিলাই মান্দার গাছে উঠছে :):)

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

আহলান বলেছেন: জামাতে যোগ বা বিয়োগ দেয়ার কি দরকার? এই দেশের পতাকা লক্ষ প্রাণের মূল্যে অর্জিত। এটাকে সমুন্নত রাখতে সচেতন থাকুন .... জামাত লীগ এর তান্ডবে কি সবরাই মাথা খারাপ হতে হবে ....

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

যাযাবরমন বলেছেন: রাজীবের জানাজা মূলত নাস্তিকরাই পড়ছে, মুসলমানরা পড়াই তে দিতে চায় নাই।
আফসোস! আমিও জানাজায় ছিলাম।
নিয়ত করছি আগামী সোম, মঙ্গল, বুধ রোজা রাইখা ঐ জানাজা পড়ার কাফফারা দিবো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

সুখোই-৩৫ বলেছেন: আমি আপনার যেই পোষ্টেই মন্তব্য করি সেই পোষ্টই পৃথিবী থেকে বিদায় হয় কেন? আশা করি এক্ষণি আমার সেই পোষ্টের লিংক দিয়ে একটা প্রতিবাদী পোষ্ট দিবেন। নতুন কিছু পাঠক আমার পোষ্টে আসলে ভাল লাগতো। আপনার কথার দাম থাকলে এক্ষনি আমার ঐ পোষ্টের লিংক দিয়ে রিপোষ্ট দেন আর তিরিশ মিনিট পর পর রিপোষ্ট মারেন। আর নয়তো বুঝবো আপনার জবানের দাম নাই। আর জবানের বরখেলাপের জন্য নয়তো রোজা আরও কয়েকদিন বেশী রাখতে হবে কিন্তু। ওহ সরি, রোজা রাইখা লাভ নাই, এইটা বান্দার হক মারা, আল্লাহ এর মাফ দিবেন না। একমাত্র আমি মাফ করলে মাফ পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.