![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল টাকার জন্য ম্যাচ ফিক্সিং করেনি । সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য হয়ে ম্যাচ ফিক্সিং করেছে । আশরাফুল সেদিন ম্যাচ ফিক্সিং না করলে ঢাকা গ্ল্যাডিয়েটর'স এর ম্যানেজার তাকে দল থেকে বাদ দিতো । তখন আশরাফুলের ফর্মও খারাপ ছিলো আর এই সুজুগ টাই নিলো ডিজি টিমের ম্যানেজার । আশরাফুলকে ফিক্সিং করাতে বাধ্য করলো ওরা । কিন্তু এখন পর্যন্ত ওদের বিরুদ্দে কোন বেববস্থা নেয়া হয়নি । যে ছেলে ১০ কোটি টাকার মতো অফার পাওয়ার পরও আইসিএলে যায়নি সে ছেলে কখনো মাত্র ১০ লাখ টাকার জন্য ফিক্সিং করতে পারেনা । এটা আমার জীবন থাকতে বিশ্বাস করবনা ।***
আশরাফুল পরিস্থিতির স্বীকার। কার্ডিফের সেই ১০০ রানের ইনিংস খেলে সে সময়ের পরম প্রতাপশালী অষ্ট্রেলিয়াকে হারানো, ভারতের বিরুদ্ধে সেই ১৫৮ রানের ইনিংস খেলা, ইংল্যান্ডের সাথে সেই ৪৮ বলে ৯৪ রানের ইনিংস খেলা আশরাফুলকে স্মরণ করে আমি এই জাতির একজন হিসাবে আমার দরবারে আশরাফুলকে মাফ করে দিলাম। স্মরণ করলাম সেই সময়ের কথা যখন বাংলাদেশ খেলতে নামলে হারাটা ছিল নিশ্চিত, কোন খেলোয়াড় প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করবে বা বিশ্বমানের কোন ইনিংস খেলবে সেটা ভাবা ছিল অসম্ভব, সেই সময়ে আমাদের বিশ্বাস ছিল একজন আমাদের আছে যে চাইলে স্রোতের বিরুদ্ধে যেয়ে অনেক কিছুই করতে পারে। একসময় বাংলাদেশ বিশ্বকাপও জিতবে, কিন্তু আমরা সেই পুরাতন দর্শকরা যারা ক্রমাগত হারের মধ্যেও বাংলাদেশের খেলা দেখতাম, জানতাম আমাদের দল হারবে, তবুও খেলা দেখতাম, সেই আমাদের সেই কন্টাকীর্ণ এবড়ো থেবড়ো সময়গুলোতে একজন কিছু জীবনিরস দিয়ে আমাদের মূমুর্ষ মনটাকে চাঙ্গা করতো। সেই একজন হল এই আশরাফুল। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আমাদের সেই বিপদের সময়ে, কঠিন সময়ে, নিশ্চিত পরাজয়ের সেই পাথুরে সময়টাতে একজন কিছুটা অমৃত পান করিয়েছিল। সেই অমৃতের খাতিরে আমি সেই আশরাফুলের সব অপরাধ মাফ করে দিলাম।
*** এই প্যারাটি ফেসবুক থেকে নেয়া।
২| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৭
একাকী বাংলাদেশি বলেছেন: আমি প্রবলভাবে একজন আশরাফুল হেটার তার জঘন্য পারফর্মেন্সের জন্য, চরমভাবে ভারত বিদ্বেষী বাংলাদেশের প্রতি তার কালো গোক্ষুরের মত আচরনের জন্য, কখনোই সহ্য করতে পারিনি প্রথম আলো'কে ভারতের প্রতি তার অতি ভক্তির কারনে।
আজ দ্বিতীয় এবং তৃতীয় মনোভাবটি পরিবর্তন হয়নি কিন্তু আশরাফুলের প্রতি একটা সফট কর্নার কাজ করছে এবং তার যৌক্তিক কারনও আছে। যেখানে বাংলাদেশ বিরোধী দুটি পক্ষ সরাসরি জড়িত সেখানে আমি ষড়যন্ত্রের প্রবল গন্ধ পাই যতই আশরাফুল নিজ মুখে স্বীকার করুক না কেন।
বাংলাদেশের যেই সেক্টরেই গ্রোথ হবে ঐখানে অবশ্যই প্রনব বাবুদের হাত পড়বে। আর তাদের এদেশীয় তল্পিবাহক হিসেবে কাজ করবে দৈনিক প্রথম আলো।
৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
লিঙ্কনহুসাইন বলেছেন: মাননীয় ব্লগার । বাংলাদেশের প্রথম দুর্নীতিবাজের যদি উচিৎ বিচার হতো তাহলে বাংলাদেশে এভাবে দুর্নীতি সয়লাভ হতো না । প্রথম দুর্নীতিবাজের বিচার করা হয়নি বলেই নেতাদের সাহস বেরেছে , দুর্নীতি করে আবার জনসম্মুখে ভাষণও দেয় দুর্নীতি কারীদের বিচার হয়নি বলেই তারা দুর্নীতি করতে ভয় পায় না । প্রথম দুর্নীতিবাজ কে যদি সেই দিন ফাসিতে লটকিয়ে দেওয়া হতো তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত থাকতো , কেউ দুর্নীতি করতে সাহস পেতোনা !!!!মাননীয় ব্লগার :/
বাংলাদেশের প্রথম স্পট ফিক্সিং এ জড়িত আশরাফুলের যদি বিচার না হয় , তাহলে মনে রাখবেন ক্রিকেটেও দুর্নীতির মতন অবস্থা হবে , ইয়ানি পান্তা ভাত ! খাইলে পেট ঠান্ডা থাকে এখন যেমন দুর্নীতিবাজদের বিচার করা সম্ভব নয় তেমনই একদিন আসবে স্পট ফিক্সিং এ জড়িতদের বিচার করা ও সম্ভব হবেনা এবং আসতে আসতে বিস্তার লাভ করবে
মাননীয় ব্লগার ক্রিকেট রক্ষা করতে চাইলে আশরাফুলের বিচার করা জরুরী দরকার হলে ১ দিনের জেল দেওয়া হোক তার পরেও বিচার করতে হপে
মাননীয় স্পিকার আশরাফুলের কান্নাদেখে অনেকেই আবেগ আফ্লুত হয়ে গেছে , কিন্তু ভুলে গেছে তাদের কথা যারা বাংলাদেশের পরাজয়কে নিজের পরাজয় মনে করে আত্মহত্যা করেছিল , মাননীয় ব্লগার ক্রিকেটে করুণ পরাজয় দেখে এখন পর্যন্ত ১৩ জন আত্মহত্যা করেছে ।
মাননীয় ব্লগার এখন আশরাফুল কে মুক্তি দিলে কয় দিন পর তামিম , সাকিব , মুস্ফিকরা যদি এমন অপরাধ করে তাহলে তাদেরও মুক্তি দিতে হবে কইয়া দিলাম :/ আজকা আশরাফুলের জন্য তোমরা আন্দোলনে নামবা !! কালকা আমি নামুন সাকিব তামিমদের মুক্তির জন্য !!!
আমি ক্রিকেট খেলোয়ারদের চাইতে ক্রিকেটকেই বেশি ভালোবাসি তাই আশরাফুলের শাস্তি চাই , আশরাফুলের চাইতে অনেক বড় বড় ক্রিকেটার এই অপরাধের জন্য শাস্তি পেয়েছে ক্রিকেট থেকে বিতারিত হয়েছে , আজাহার উদ্দিন , অজয় জাদেজা , হ্যানসিক ক্রনি , আমের, সালমান বাট , মোহাম্মদ আসিফ আরো কত কত হিসাব নাই ।
৪| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯
একাকী বাংলাদেশি বলেছেন: যে দেশে ডিবি নজরুলদের মত লোকেরা পয়সার ধান্ধায় জিহাদের বই দেখিয়ে জঙ্গী সাজিয়ে মিডিয়া ট্রায়াল করে নির্বোধ জনগনের ব্যাপক প্রশংসা পায় সেই দেশে আশরাফুলের মত ক্রিকেটার'দের কেও দৈনিক ভারতের আলো'দের সহায়তায় মিডিয়া ট্রায়াল করে জনগনের মুখে বিচার চাই বিচার চাই বলে রব উঠাবে তাতে আর আশ্চর্য কি
৫| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩
সাফায়াত কাদির বলেছেন: আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলব, আশরাফুল ভাল মানুষ। এজন্য সে ধরা খাইছে। সত্যিকার পাপীরা ধরা খায় না।
ভালো বলছেন একাকী
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৭
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমি আপনার সাথে একমত। সমস্যা আছে একটা। সেটা হচ্ছে, যদি আশরাফুলকে কঠিন কোন শাস্তি না দেয়া হয়, আশরাফুল একজন আইকন প্লেয়ার হওয়ায় অনেকেই ভাববে, অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেই হবে।
এখন আসলে পরিস্থিতি টা একটু গোলমেলে লাগতেছে।
ধরেন, নাসির ভবিষ্যতে একি কাজ করল, এখন সে অপরাধ করে স্বীকার করবে , কি করবে না, আদৌ আর অপরাধ করতে উতসাহিত হবে কিনা, অনেক গুলা জিনিস ঠিক হয়ে যাবে এবার। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলব, আশরাফুল ভাল মানুষ। এজন্য সে ধরা খাইছে। সত্যিকার পাপীরা ধরা খায় না।